class 11 philosophy MCQ Suggestion 2022 || একাদশ শ্রেণীর দর্শন MCQ Question Answer Suggestion 2022
আজকের এই ব্লগ পোষ্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণীর ভারতীয় দর্শন চতুর্থ অধ্যায় ( wb class 11 philosophy question and answer 2022 ) " ন্যায় দর্শন " এর কিছু খুবই গুরুত্বপূর্ণ MCQ Question Answer class 11 philosophy MCQ Suggestion 2022 || একাদশ শ্রেণীর দর্শন MCQ Question Answer Suggestion 2022 হিসাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো।।
class 11 philosophy MCQ Suggestion 2022 || একাদশ শ্রেণীর দর্শন MCQ Question Answer Suggestion 2022
1.ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন।[উ.মা. (XI) 2016]
(ক) মহর্ষি জৈমিনি
(খ) মহর্ষি গৌতম
(গ) মহর্ষি কপিল
(ঘ) আচার্য শংকর
উওর : মহর্ষি গৌতম
2._____হল ন্যায় দর্শনের মূল গ্রন্থ।
(ক) ‘ন্যায়ভাষ্য'
(খ) ‘ন্যায়সূত্র'
(গ) ‘ন্যায়মঞ্জরী'
(ঘ) ‘ন্যায়কন্দলী’
উওর :.
3. ন্যায়সূত্রের প্রথম ভাষ্য রচনা করেন-
(ক) জয়ন্ত ভট্ট
(খ) বাৎস্যায়ন
(গ) শ্রীধর ভট্ট
(ঘ) বাচস্পতি মিশ্র
উওর : বাৎস্যায়ন
4. ন্যায় মতে,___প্রকার অলৌকিক প্রত্যক্ষ স্বীকৃত হয়।
(ক) তিন
(খ) চার
(গ) পাঁচ
(ঘ) দুই
উওর : তিন।
5.নৈয়ায়িকগণ___প্রকার প্রমাণ স্বীকার করেন।
(ক) তিন
(খ) চার
(গ) দুই
(ঘ) এক
উওর : চার
6.ন্যায় মতে হেতুকে___বলা হয়।
(ক) পরামর্শ
(খ) ব্যাপ্তি
(গ) লিঙ্গ
(ঘ) জ্ঞান
উওর : লিঙ্গ।
7. ন্যায় মতে লৌকিক সন্নিকর্ষ___প্রকার।
(ক) পাঁচ
(খ) ছয়
(গ) নয়
(ঘ) তিন
উওর : ছয়
8. নব্য ন্যায় মতে __ অনুমিতির করণ।
(ক) প্রমা
(খ) প্রমাণ
(গ) ব্যাপ্তিজ্ঞান
(ঘ) পরামর্শ
উওর : ব্যাপ্তিজ্ঞান
9.ন্যায় মতে পরার্থানুমানের__অবয়ব থাকে।
(ক) তিন
(খ) ছয়
(গ) পাঁচ
(ঘ) দুই
উওর : পাঁচ।
10.প্রাচীন ন্যায় মতে___অনুমিতির করণ।
(ক) ব্যাপ্তিজ্ঞান
(খ) প্রমা
(গ) পরামর্শ
(ঘ) ব্যাপার
উওর : পরামর্শ
11. 'রূপ'-এর প্রত্যক্ষে__সন্নিকর্ষ স্বীকৃত হয়।[উ.মা. (XI) 2014, 2016, 2018 |
(ক) সংযোগ
(খ) সংযুক্ত সমবায়
(গ) সমবায়
(ঘ) সমবেত সমবায়
উওর : সংযুক্ত সমবায়
12. ন্যায় মতে ব্যাপ্তি-নির্ণয় প্রক্রিয়া__
(ক) চারটি
(খ) ছয়টি
(গ) পাঁচটি
(ঘ) সাতটি
উওর : পাঁচটি
13. ‘তত্ত্বচিন্তামণি’ গ্রন্থটির লেখক হলেন__।
(ক) বর্ধমান উপাধ্যায়
(খ) গঙ্গেশ উপাধ্যায়
(গ) জয়ন্ত ভট্ট
(ঘ) শ্রীধর ভট্ট
উওর : গঙ্গেশ উপাধ্যায়
14. ‘ন্যায়মঞ্জুরী' গ্রন্থটির লেখক হলেন।
(ক) শ্রীধর ভট্ট
(খ) উদয়ন
(গ) জয়ন্ত ভট্ট
(ঘ) বাৎস্যায়ন
উওর : জয়ন্ত ভট্ট
15. ন্যায় মতে অলৌকিক প্রত্যক্ষ
__ প্রকার।
(ক) চার
(গ) ছয়
(ঘ) পাঁচ
উওর : ছয়
16. ন্যায় মতে ব্যাপ্তি__প্রকার।
(ক) তিন
(খ) দুই
(গ) চার
(ঘ) ছয়
উওর : দুই
17. যে পদার্থে সাধের উপস্থিতি সম্পর্কে সংশয় থাকে, তাকে
বলে।
(ক) হেতু
(খ) সাধ্য
(গ) পক্ষ
(ঘ) ব্যাপ্তি
উওর : পক্ষ
18. যে পদার্থকে অনুমান করা যায়, তাকে__ বলে।
(ক) উপমান
(খ) পক্ষ
(গ) সাধ্য
(ঘ) হেতু
উওর : সাধ্য
19. অনুমান হল অনুমিতির__।
(ক) করণ
(খ) প্রমাণ
(গ) ব্যাপ্তিজ্ঞান
(ঘ) পরামর্শ
উওর : করণ।
20. ন্যায় মতে জ্ঞান দু-প্রকার—স্মৃতি ও ___।
(ক) অনুমান
(খ) উপমান
(গ) অনুভব
(ঘ) অনুমিতি
উওর : অনুমান
21. অব্যভিচারী কথাটির অর্থ হল--
(ক) বিষয়ের প্রতিরূপ
(খ) বিষয়ের অনুরূপ
(গ) নিশ্চয়াত্মক জ্ঞান
(ক) সম্বন্ধ
উওর : বিষয়ের অনুরূপ।
22. সন্নিকর্ষ হল ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের,
(ক) সম্মন্ধ
(খ) সংযোগ
(গ) সমবায়
(ঘ) সবকটিই ঠিক
উওর : সবকটিই ঠিক
23..সামান্যলক্ষণ, জ্ঞানলক্ষণ এবং যোগজলক্ষণ হল
(ক) লৌকিক
(খ) অলৌকিক
(গ) সংযোগ
(ঘ) সমবায়
উওর : অলৌকিক
24. বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের প্রত্যক্ষ সন্নিকর্ষকে__ বলে।
(ক) সামান্যলক্ষন
(খ) জ্ঞানলক্ষণ সন্নিকর্ষ
(গ)' লৌকিক সন্নিকর্ষ
(ঘ) কোনো টাই নয়
উওর : লৌকিক সন্নিকর্ষ
25. ন্যায় দর্শনে শব্দ প্রত্যক্ষে__ সন্নিকর্ষ স্বীকৃত হয়। [সংসদ নমুনা প্রশ্ন (XI) 2014 |
(ক) সংযোগ
(গ) সমবায়
(গ) সংযুক্ত সমবায়
(ঘ) কোনোটিই নয়
উওর : সমবায়
Tags: