WB Madhyamik History Suggestion 2023 | মাধ্যমিক ২০২৩ ইতিহাস সাজেশন

0

WB Madhyamik History Suggestion 2023 | মাধ্যমিক ২০২৩ ইতিহাস সাজেশন

WB Madhyamik History Suggestion 2023 | মাধ্যমিক ২০২৩ ইতিহাস সাজেশন

মাধ্যমিক ২০২৩ ইতিহাস সাজেশন

আজকের এই পোস্টে আমরা তোমাদের সঙ্গে, তোমাদের সামনের মাধ্যমিক ইতিহাস ( WB Madhyamik History ) পরীক্ষার জন্য, " ক্লাস টেনের ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা "  অধ্যায় থেকে কিছু অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন তোমাদের সঙ্গে শেয়ার করবো। ( WB Madhyamik History Suggestion 2023 | মাধ্যমিক ২০২৩ ইতিহাস সাজেশন ) আজকে আমরা শুধুমাত্র 2, 4 এবং 8 মার্কের সাজেশন শেয়ার করবো। কারণ 1 মার্কের কোনো সাজেশন হয়না। তোমাদের যদি ভালো করে নিজেদের বই খুটিয়ে পড়ো তাহলে MCQ & SAQ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। কারণ খুব সম্ভবত তোমাদের বইয়ের বাইরে কোনো MCQ & SAQ আসবে না।


WB Madhyamik History Suggestion 2023 | মাধ্যমিক ২০২৩ ইতিহাস সাজেশন

সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায় থেকে 2 Mark এর জন্য যেসগ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ 

1- হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি কেন বিখ্যাত?

অথবা, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা থেকে বাংলার জনজীবন সম্পর্কে কি কি জানা যায়?

2- হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি বিখ্যাত কেন?

3- নীলদর্পণ নাটকের গুরুত্ব কী? বা

নীলদর্পণ নাটকটি বিখ্যাত কেনো? বা,

দেশপ্রেমের উন্মেসে নীলদর্পণ নাটকের কিরুপ  ভূমিকা ছিল,?

## আরও দেখো :-  বিকল্প চিন্তা ও উদ্যোগ অধ্যায়ের সাজেশন 2023

4-  গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার বিষয়বস্তু কি ছিল?

অথবা-  গ্রামবার্তা প্রকাশিকা কেন একটি ব্যতিক্রমী পত্রিকা ছিল?

5- মেকলে মিনিট কী? 

বা, উডের নির্দেশনা বিখ্যাত কেন?( মাধ্যমিক 2017)

অনুরুপ প্রশ্ন, উডের ডেসপ্যাচ কী?

6- বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্তদেবের ভূমিকা বিশ্লেষণ করো। অনুরুপ প্রশ্ন - পাশ্চাত্য শিক্ষার প্রসারে রাজা রাধাকান্ত দেবের দুটি অবদান উল্লেখ করো।

7-ডক্টর মধুসুধন গুপ্ত বিখ্যাত কেন?

8- নববিধান কী?

9- হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওকে মনে রাখা হয় কেন?

অথবা,

ডিরোজিও বিখ্যাত কেনো?

10- নব্যবঙ্গ গোষ্ঠী বা ইয়ং বেঙ্গল কাদের বলা হতো? সমাজ সংস্কারে নব্যবঙ্গগোষ্ঠীদের ভূমিকা কি ছিল?

11- হাজী মহম্মদ মহসিন বিখ্যাত কেন?

12- উনিশ শতকের বাংলার নবজাগরণ বলতে কী বোঝায় ? 

13- লালন ফকির স্বরণীয় কেন?  

14- প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব কাকে বলে? এই দ্বন্দ্বের অবসান হয়েছিল কিভাবে?15- স্বামী বিবেকানন্দ " নব্যবেদান্ত - মতাদর্শের সুচনা করেছিলেন কিভাবে?? বা স্বামী বিবেকানন্দের - "নব্যবেদান্ত" বলতে কি বোঝো?


সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায় থেকে 4 Mark এর জন্য যেসগ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ 

1- নারীশিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভুমিকা লেখ।।

2- বামাবোধিনী পএিকাটি বিখ্যাত কেন?

3- প্রাশ্চাত্য শিক্ষাবিস্তারে রাজা রামমোহন রায়ের ভুমিকা লেখ।।

4- ভারতের চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভুমিকা সম্পর্কে লেখ।

5- "গ্রামবার্তা প্রকাশিকা " ছিল একটি ব্যতিক্রম পএিকা " আলোচনা করো।

6-বাংলার সমাজ সংস্কারে ব্রাহ্মসমাজের অবদান আলোচনা করো।

## আরও পড়ে দেখো :- সংঘবদ্ধতার গোড়ার কথা অধ্যায়ের সাজেশন 2023

7- স্বামী বিবেকানন্দের ধর্মসংস্কারের আদর্শ ব্যক্ষা করো।। ( মাধ্যমিক 2017 ) /

- স্বামী বিবেকানন্দের নব্য বেদান্তের চিন্তাধারার পরিচয় দাও।।।

8- কালীপ্রসন্ন সিংহের রচিত -" হুতোম প্যাচার নকশা" গ্রন্থে, উনিশ শতকের বাংলার কিরুপ সমাজ চিএ দেখতে পাওয়া যায়?

9-  ডেভিড হেয়ার স্বরনীয় কেন? ( মাধ্যমিক 2014) বা জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুন সাহেব বিখ্যাত কেন?

10- টীকা লেখো - প্রাচ্য ও পাশ্চাত্য বিতর্ক।।

11- বাংলার সমাজসংস্কারের নব্যবঙ্গ গোষ্ঠীর ভুমিকা আলোচনা করো।।।


সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায় থেকে 8 Mark এর জন্য যেসগ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ 

1- উনিশ শতকে বাংলার নবজাগরণের চরিত্র,বা প্রকৃতি আলোচনা করো।।

অনুরুপ প্রশ্ন -

উনিশ শতকে বাংলার নবজাগণের চরিত্র, এবং নবজাগরণের বিতর্কটি আলোচনা করো।

2- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবাবিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরন দাও। বিদ্যাসাগর তার এই আন্দোলনে কতোটা সাফল্য অর্জন করেছিলেন? ( মাধ্যমিক 2019)

3- রাজা রামমোহন রায়ের সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনের সম্পর্কে লেখো

4- শিক্ষাবিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কীরুপ ভুমিকা ছিল? ( মাধ্যমিক 2017)


Tags : 

সংস্কার  বৈশিষ্ট্য ও পর্যালোচনা | মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩ |দশম শ্রেণীর মাধ্যমিক ইতিহাস সাজেশন | wb class 10 history suggestion 2023 | wb madhyamik history suggestion 2023 | wb madhyamik history question and answer | Madhyamik History Suggestion 2023

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top