WB Madhyamik History Suggestion 2023 ( সংঘবদ্ধতার গোড়ার কথা ) | মাধ্যমিক ২০২৩ ইতিহাস সাজেশন
আজকের এই পোস্টে আমরা তোমাদের সঙ্গে, তোমাদের সামনের মাধ্যমিক ইতিহাস ( WB Madhyamik History ) পরীক্ষার জন্য, " ক্লাস টেনের ইতিহাস চতুর্থ অধ্যায় " সংঘবদ্ধতার গোড়ার কথা " থেকে কিছু অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন তোমাদের সঙ্গে শেয়ার করবো। ( WB Madhyamik History Suggestion 2023 | মাধ্যমিক ২০২৩ ইতিহাস সাজেশন ) আজকে আমরা শুধুমাত্র 2, 4 এবং 8 মার্কের সাজেশন শেয়ার করবো। কারণ 1 মার্কের কোনো সাজেশন হয়না। তোমাদের যদি ভালো করে নিজেদের বই খুটিয়ে পড়ো তাহলে MCQ & SAQ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। কারণ খুব সম্ভবত তোমাদের বইয়ের বাইরে কোনো MCQ & SAQ আসবে না। পরবর্তীকালে আমরা ক্লাস টেনের ইতিহাস বিভিন্ন অধ্যায়ের MCQ & SAQ Question Answer তোমাদের জন্য আমাদের ওয়েবসাইটেই শেয়ার করবো। তোমরা সেখান থেকেই সমস্ত প্রশ্নের উওর পেয়ে যাবে।।
WB Madhyamik History Suggestion 2023 ( সংঘবদ্ধতার গোড়ার কথা ) | মাধ্যমিক ২০২৩ ইতিহাস সাজেশন
সংঘবদ্ধতার গোড়ার কথা অধ্যায় থেকে 2 মার্কের জন্য যে সমস্ত প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ -
1- আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল?
2- উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে সভাসমিতির যুগ বলা হয় কেন?
অথবা, সভা সমিতির যুগ বলতে কী বোঝ?
3- জমিদার সভা ও ভারতসভার মধ্যে দুটি পার্থক্য লেখ
4- মহারানীর ঘোষণা পত্র কি? মহারানীর ঘোষণাপত্রের মূল লক্ষ্য কি ছিল? / এর তাৎপর্য কী?
5- ব্যঙ্গচিএ আঁকা হয় কেন? / গগেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন?
6- ইলবার্ট বিল বলতে কি বোঝো?
7- হিন্দু মেলা প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য লেখো।
8- ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, অথবা -
দেশীয় ভাষার সংবাদপত্র আইন বলতে কি বোঝায়?
9- বর্তমান ভারত কিভাবে জাতীয়বাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল?
10- ভারতসভা প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য লেখো।
11- বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান বলা হয় কেন?
সংঘবদ্ধতার গোড়ার কথা অধ্যায় থেকে 4 মার্কের জন্য যে সমস্ত প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ
1- জাতীয়তাবাদী উন্মেষে ভারতমাতা চিত্রের কীরুপ ভূমিকা ছিল?
2- টীকা লেখ- ভারত সভা।
3- সিপাহী বিদ্রোহের কারণগুলি কী?
4- ১৮৫৭ খ্রিষ্টাব্দের বিদ্রোহ কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়?
5- আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল?
6- ১৮৫৭ খ্রিষ্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙ্গালী সমাজের কীরুপ মনোভাব ছিল?
7- রবীন্দ্রনাথ ঠাকুরের " গোরা " উপন্যাসের মাধ্যমে কিভাবে জাতীয়তাবাদের প্রসার ঘটেছিল?
8 - টীকা লেখ - ইলবার্ট বিল।
সংঘবদ্ধতার গোড়ার কথা অধ্যায় থেকে 8 মার্কের জন্য যে সমস্ত প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ-
1-১৮৫৭ খ্রিষ্টাব্দের মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলো কী ছিল? / ১৮৫৭ খ্রিষ্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো।
2- লেখায় ও রেখায় ভারতের জাতীয়তা বোধের বিকাশ সম্পর্কে আলোচনা করো।।
3 - ভারতের জাতীয়তাবাদের উন্মেষে স্বামী বিবেকানন্দের " বতর্মান ভারত " গ্রন্থটির অবদান সম্পর্কে লেখো।
মাধ্যমিক 2023 ইতিহাস সাজেশন হিসাবে যেই প্রশ্ন গুলো দেওয়া হয়েছে, তা WB Madhyamik 2023 History Exam এর আগেই, এর উওর তোমরা আমাদের ওয়েবসাইট থেকেই পেয়ে যাবে।
Tags :