WB Madhyamik History Suggestion 2023 ( বিকল্প চিন্তা ও উদ্যোগ ) | মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩

0

WB Madhyamik History Suggestion 2023 ( বিকল্প চিন্তা ও উদ্যোগ ) | মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩

WB Madhyamik History Suggestion 2023 ( বিকল্প চিন্তা ও উদ্যোগ ) | মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩
মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩


আজকের এই পোস্টে আমরা তোমাদের সঙ্গে, তোমাদের সামনের মাধ্যমিক ইতিহাস ( WB Madhyamik History ) পরীক্ষার জন্য, " ক্লাস টেনের ইতিহাস পঞ্চম অধ্যায় " বিকল্প চিন্তা ও উদ্যোগ  " থেকে কিছু অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন তোমাদের সঙ্গে শেয়ার করবো। ( WB Madhyamik History Suggestion 2023 | মাধ্যমিক ২০২৩ ইতিহাস সাজেশন ) আজকে আমরা শুধুমাত্র 2, 4 এবং 8 মার্কের সাজেশন শেয়ার করবো। কারণ 1 মার্কের কোনো সাজেশন হয়না। তোমাদের যদি ভালো করে নিজেদের বই খুটিয়ে পড়ো তাহলে MCQ & SAQ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। কারণ খুব সম্ভবত তোমাদের বইয়ের বাইরে কোনো MCQ & SAQ আসবে না। পরবর্তীকালে আমরা ক্লাস টেনের ইতিহাস বিভিন্ন অধ্যায়ের MCQ & SAQ Question Answer তোমাদের জন্য আমাদের ওয়েবসাইটেই শেয়ার করবো। তোমরা সেখান থেকেই সমস্ত প্রশ্নের উওর পেয়ে যাবে।।

WB Madhyamik History Suggestion 2023 ( বিকল্প চিন্তা ও উদ্যোগ ) | মাধ্যমিক ২০২৩ ইতিহাস সাজেশন

বিকল্প চিন্তা ও উদ্যোগ অধ্যায় থেকে 2 মার্কের জন্য যে সমস্ত প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ - 

1- শ্রীরামপুর এয়ী বলা হতো কারা?
2-  বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভুমিকা কী ছিল? 
3-  গঙ্গাকিশোর ভট্টাচার্য্য বিখ্যাত কেন?
4- সংস্কৃত যন্ত্র কি?
5- হিকির ছাপাখানা বিখ্যাত কেন?
7- বাংলার ছাপাখানার বিকাশে বটতলা প্রকাশনার গুরুত্ব কী?
8- ছাপাখানার প্রসারে স্কুল বুক সোসাইটি বিখ্যাত কেন?
9- কে, এবং কত খ্রিষ্টাব্দে বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেছিলেন?
10- বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 
11-মদনমোহন তর্কালংকার বিখ্যাত কেন?
12- কাকে, কেন, বাংলার গুটেনবার্গ বলে অভিহিত করা হয়।
13- কাকে এবং কেন বিদ্যাবণিক বলা হয়।
14- কোন শিক্ষা প্রতিষ্ঠান কে গোলদিঘির গোলামখানা বলা হতো?

বিকল্প চিন্তা ও উদ্যোগ অধ্যায় থেকে 4 মার্কের জন্য যে সমস্ত প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ -

1- বাংলার ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুররীর ভুমিকা আলোচনা করো।।

2- ডা. মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন? / -ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স "  প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছি / এদেশের বিজ্ঞানচর্চার বিকাশে -" ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স " - এর ভুমিকা কী ছিল? 

3- টীকা লেখ-  বসু বিজ্ঞান মন্দির

4- কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউটের কী ভুমিকা ছিল??

5- ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো।।

6- টীকা লেখ-  জাতীয় শিক্ষা পরিষদ 

7- শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো?

8- বাংলার মুদ্রণশিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্য্যের কীরুপ ভূমিকা ছিল। 

9- বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?

10- বাংলায় বিজ্ঞানচর্চার বিকাশে ড. মহেন্দ্রলাল সরকারের কীরুপ অবদান ছিল?

বিকল্প চিন্তা ও উদ্যোগ অধ্যায় থেকে 8 মার্কের জন্য যে সমস্ত প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ -

1- শ্রীনিকেতন কী উদ্দেশ্য প্রতিষ্ঠা করা হয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুর কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন?

2- রবীন্দ্রনাথঠাকুর - ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থাকে কেন প্রানহীন বলেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা কী ছিল?

3- ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে লেখো।।

4- বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও।

5- মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও।।

6- বাংলার ছাপাখানা ও মুদ্রণের ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান ব্যখ্যা করো।


মাধ্যমিক 2023 ইতিহাস সাজেশন হিসাবে যেই প্রশ্ন গুলো দেওয়া হয়েছে, তা WB Madhyamik 2023 History Exam এর আগেই, এর উওর তোমরা আমাদের ওয়েবসাইট থেকেই পেয়ে যাবে।


Tags : 

বিকল্প চিন্তা ও উদ্যোগ অধ্যায়ের ইতিহাস সাজেশন ২০২৩ | মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩ | দশম শ্রেণীর মাধ্যমিক ইতিহাস সাজেশন | wb class 10 history suggestion 2023 | wb madhyamik history suggestion 2023 | wb madhyamik history question and answer | Madhyamik History Suggestion 2023

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top