ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা এবং অসুবিধা গুলি আলোচনা করো। | ইতিহাসের ধারণা অধ্যায়ের বড় প্রশ্ন উওর

0


ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা এবং অসুবিধা গুলি আলোচনা করো। | ইতিহাসের ধারণা অধ্যায়ের বড় প্রশ্ন উওর

ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা এবং অসুবিধা গুলি আলোচনা করো। | ইতিহাসের ধারণা অধ্যায়ের বড় প্রশ্ন উওর
ইতিহাসের ধারণা অধ্যায়ের বড় প্রশ্ন উওর

ভূমিকা ; বর্তমানে ইতিহাস চর্চার ক্ষেত্রে বা ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে মহাফেজ খানা,গ্রন্থাকার বিভিন্ন গ্রন্থ, রকারি নথিপত্র, আত্মজীবনী, স্মৃতিকথা ইত্যাদির পাশাপাশি বর্তমানে ইন্টারনেটও ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। এবং ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করার মাধ্যমে বতর্মানের ইতিহাসচর্চায় এক নতুন দিক শুরু হয়েছে। কিন্তু ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করা অথবা ইতিহাস চর্চার ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে যেমন বিভিন্ন সুবিধা রয়েছে, ঠিক তেমনি ইতিহাসের তথ্য সংগ্রহ অথবা ইতিহাস রচনার ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের বিভিন্ন অসুবিধাও রয়েছে। যেমন - 

ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা : 

বর্তমানের ইতিহাসের বিভিন্ন তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের বিভিন্ন সুবিধা রয়েছে। যেমন  - 

কম সময়ের অপচয় ; ইতিহাসের বিভিন্ন তথ্য সংগ্রহের ক্ষেত্রে অথবা ইতিহাসচর্চক্র ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের সবচাইতে বড় সুবিধা হলো ইন্টারনেট ব্যবহার করলে আমাদের সময় কম লাগে।  ইতিহাসের কোনো তথ্য খুজে বের করার ক্ষেত্রে আমরা যদি কোন বই বা অন্য কোনো উপাদানের সাহায্য নিতে চাই তাহলে সেখানে আমাদের প্রচুর সময়ের অপচয় ঘটে। কিন্তু যদি আমরা সেই তথ্য ইন্টারনেটে খুঁজে বের করার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে আমাদের অনেক কম সময় খরচ হয়। তাই এক্ষেত্রে আমাদের অনেক মূল্যবান সময় বাঁচে।

◆ সহজলভ্যতা : ইতিহাস চর্চার ক্ষেত্রে অনেক সময় আমাদের এমন কিছু তথ্যের প্রয়োজন হয়ে থাকে, যা সাধারণত অনেক বইপত্রেও খুঁজে পাইনা। কিন্তু বর্তমানে ইন্টারনেট সার্বজনীন হয়ে পড়ায়,বিভিন্ন ব্যক্তিরা অপরকে সাহায্য করার জন্য বিভিন্ন দুর্লভ এবং দুষ্প্রাপ্য বিভিন্ন তথ্য ইন্টারনেটে আপলোড করে থাকে।। যার ফলে ইন্টারনেটের জন্য ইতিহাসের বিভিন্ন দুষ্প্রাপ্য তথ্যগুলোও খুঁজে পাওয়া সহজ। 

◆ খরচ কম : ইতিহাস চর্চার ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করার আরও একটি সবচাইতে বড় সুবিধা হল ইতিহাস চর্চার ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে আমাদের খুব বেশি টাকা খরচ হয় না। ইতিহাসের কোনো তথ্য খুঁজে পাওয়ার ক্ষেত্রে আমরা যদি বিভিন্ন বইপত্র বা অন্য কোনো উপাদান থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে আমাদের বইপত্র কেনার বা অন্য কোনো উপায়ে তথ্য খুজে বের করা অনেকটাই খরচসাপেক্ষ হয়ে দাঁড়ায়। কিন্তু সেই তথ্যটা যদি আমরা ইন্টারনেটে খুঁজে বের করার চেষ্টা করি, তাহলে আমাদের খুব বেশি পরিমাণ অর্থ খরচ হয় না। 

◆ পরিশ্রম কম : ইতিহাস চর্চার ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের একটি অন্যতম সুবিধা হল, ইতিহাস চর্চার ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করলে আমাদের বিভিন্ন তথ্য খুজে বের করার ক্ষেত্রে সেই পরিমাণ পরিশ্রম করতে হয় না, যে পরিমাণ পরিশ্রম আমরা কোনো একটি বই থেকে বা অন্য কোনো ইতিহাসের উপাদান থেকে,তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে করে থাকি। 

ইন্টারনেট ব্যবহারের কয়েকটি অসুবিধা

ইতিহাস চর্চার ক্ষেত্রে বা ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে যেমন বিভিন্ন সুবিধা রয়েছে, ঠিক তেমনি ইন্টারনেট ব্যবহার করার বেশ কিছু অসুবিধাও রয়েছে। এবং ইতিহাস চর্চায় ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে এই জিনিস গুলি আমাদের অবশ্যই মাথায় রাখা উচিত।।

যেমন - 

একই বিষয়ে আলাদা আলাদা তথ্যে  :  ইন্টারনেট হলো বর্তমানে একটি জায়গা,যেখানে প্রত্যেক ব্যক্তি নিজের ইচ্ছামতো যেকোনো তথ্য দিতে পারে।  এক্ষেত্রে তাকে বাধা দেওয়া হয় না যদি সে ইন্টারনেটের কিছু নিয়ম ভঙ্গ না করে। এবং এর ফলেই ইন্টারনেটে একটি বিষয়ের উপর বিভিন্ন আর্টিকেল বা কনটেন্ট পাওয়া যায়। যখন একজন পাঠক বা গবেষক ইন্টারনেটে কোন কিছু খুঁজে পেতে চান, তখন তার সামনে তথ্য এসে হাজির হয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় একটি বিষয়ের উপর বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকম আলাদা আলাদা তথ্য দেওয়া হয়েছে। তাই এসব ক্ষেত্রে ইতিহাস চর্চায় ইন্টারনেট ব্যবহারের করার একটি বিরাট সমস্যা দেখা যায়। 

 ভূলতথ্যের উপস্থিতি : ইন্টারনেট জগত সবার জন্যই খোলা রয়েছে এবং যে কোনো ব্যক্তি এখানে বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করতে পারে। কিন্ত অনেকসময় দেখা যায়,একজন ব্যক্তি হয়তো ভুল করে কোনো একটি তথ্য শেয়ার করেছে। ইন্টারনেট এক্ষেত্রে কিছুই করতে পারে না,যে যদি কেউ কোনো ভুল তথ্য ইন্টারনেটে শেয়ার করে থাকে। যখন একজন পাঠক সেই ভুল তথ্যটা পড়বে, তখন ইন্টারনেট পাঠককে বলে দিতে পারবে না, যে সেই তথ্যটা ভুল নাকি ঠিক। সেই তথ্যটি ভুল বিচার করা সমস্তটাই পাঠকের উপর নির্ভর করে। কিন্ত অনেকসময় দেখা যায়,একজন পাঠক হয়তো সেই সম্পর্কে জানেন না। এবং পাঠকের সামনে যদি কোনো ভুল তথ্য এসে হাজির হয়,তাহলে পাঠক হয়তো যেই ভুল তথ্য টাকেই সঠিক বলে মনে করলেন। যার ফলে পরবর্তীতে দেখা যায় নানা সমস্যা। 

উপসংহার, সবশেষে বলা যায়, বর্তমানে ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের নানা সুবিধা এবং অসুবিধা থাকলেও, বর্তমানে ইতিহাসচর্চা, ইতিহাস রচনা বা ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।


Tags : 

ইতিহাসের তথ্য সংগ্রহ ইন্টারনেট ব্যবহারের সুবিধা এবং অসুবিধা গুলি আলোচনা করো। | ইতিহাসের ধারণা অধ্যায়ের বড় প্রশ্ন উওর | ক্লাস টেন ইতিহাসের 4 মার্কের প্রশ্ন উওর | wb class 10 history question answer | class 10 history suggestion |class 10 history notes | Madhyamik history question answer

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top