টীকা লেখ - ভারতসভা | ভারত সভার কার্যাবলী,ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? | সংঘবদ্ধতার গোড়ার কথা অধ্যায়ের প্রশ্ন উত্তর

0

টীকা লেখ - ভারতসভা | ভারত সভার কার্যাবলী,ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? | সংঘবদ্ধতার গোড়ার কথা অধ্যায়ের প্রশ্ন উত্তর


টীকা লেখ - ভারতসভা | ভারত সভার কার্যাবলী,ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? | সংঘবদ্ধতার গোড়ার কথা অধ্যায়ের প্রশ্ন উত্তর

আজকের এই ব্লগের মাধ্যমে আমি তোমাদের সঙ্গে দশম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায় " সংঘবদ্ধতার গোড়ার কথা " এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন,যেটা প্রায়শই মাধ্যমিকে এসে থাকে সেটা নিয়ে একটি নোট তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকের এই পোস্টে আমরা " ১৮৭৬ খ্রিষ্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং আনন্দমোহন বসু,শিবনাথ শাস্ত্রী প্রমুখের সহযোগিতায় কলকাতায় প্রতিষ্ঠিত " ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারতসভা " সম্পর্কে নিয়ে আলোচনা করবো।  ক্লাস টেনের ইতিহাস বইয়ে " টীকা লেখ - ভারতসভা | ভারত সভার কার্যাবলী,ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? " তা নিয়ে সম্পর্কে সেরকম ভাবেও আলোচনা করা হয়নি। তাই আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা " ক্লাস টেনের ইতিহাস চতুর্থ অধ্যায় " সংঘবদ্ধতার গোড়ার কথা বড় প্রশ্ন উত্তর " হিসেবে " টীকা লেখ - ভারতসভা, ভারত সভার কার্যাবলী, ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? - এসব বিষয় ছাড়াও, ভারতসভা সংক্রান্ত আরও একাধিক প্রশ্ন উওর  " তোমাদের সঙ্গে শেয়ার করবো।

আজকের বিষয় ; 

• টীকা লেখ - ভারতসভা 
• ভারত সভা কে কবে প্রতিষ্ঠা করেন?
• ভারত সভা প্রতিষ্ঠিত হয়?
• ভারত সভার সভাপতি কে ছিলেন?
• ভারত সভার সম্পাদক কে ছিলেন?
• ভারত সভা কোথায় প্রতিষ্ঠিত হয়? 
• ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? বা ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য গুলি আলোচনা করো
• ভারত সভা গঠনের উদ্দেশ্য কি? 
• কার উদ্যোগে ভারত সভা প্রতিষ্ঠিত হয়? 
• কাকে ভারত সভার প্রাণপুরুষ বলা হয়? বা কে ভারত সভার প্রাণপুরুষ নামে পরিচিত? 
• ভারত সভার কার্যাবলী ব্যাখ্যা করো অথবা ভারত সভার কয়েকটি কার্যাবলী সম্পর্কে আলোচনা করো।

 

টীকা লেখ - ভারতসভা | ভারত সভার কার্যাবলী,ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? | সংঘবদ্ধতার গোড়ার কথা অধ্যায়ের প্রশ্ন উত্তর

ভূমিকা : উনিশ শতকে ভারতে যে সমস্ত সভা-সমিতি গড়ে উঠেছিল,তার মধ্যে 1876 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ভারতসভা হলো অন্যতম।। 1876 খ্রিষ্টাব্দের সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং আনন্দমোহন বসু,শিবনাথ শাস্ত্রী প্রমুখের সহযোগিতায় কলকাতায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা গড়ে ওঠে। 

ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? | ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য গুলি আলোচনা করো 

উনিশ শতকে আনন্দমোহন বসু,শিবনাথ শাস্ত্রী দ্বারকানাথ গাঙ্গুলী,সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা এই জিনিসটা বুঝতে পেরেছিলেন যে, জনগণের মধ্যে রাজনৈতিক চেতনার প্রসার ঘটিয়ে, তাদের ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী গনতান্ত্রিক দল বা সমিতি গঠন না করলে সরকার কখনই সেই দলের দাবি-দাওয়া গুরুত্ব দেবে না। এবং জনগণের বিভিন্ন দাবি-দাওয়া রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে আদায় করা সম্ভব। এই সমস্ত পরিকল্পনাকে  নিয়েই 1876 খ্রিস্টাব্দে ভারত সভা গড়ে ওঠে। ভারত সভার মধ্যে বেশকিছু উদ্দেশ্য বা লক্ষ্য ছিল।। যেমন - 

• ভারত সভার প্রথম উদ্দেশ্য ছিল সমগ্র ভারতবাসীকে ঐক্যবদ্ধ করা। 

• ভারতবাসীর মধ্যে রাজনৈতিক চেতনার প্রসার ঘটানো।

• হিন্দু মুসলিমদের মধ্যে বিরোধ দূর করে তাদের মধ্যে রাজনৈতিক ভাবধারার প্রসার ঘটিয়ে তাদের ঐক্যবদ্ধ করে তোলা।

• জনগণের বৃহত্তর আন্দোলনের মাধ্যমে জনগণের বিভিন্ন দাবি-দাওয়া সরকারের কাছ থেকে আদায় করা।

• ব্রিটিশদের বিভিন্ন খাদ্য গুলি সম্পর্কে আলোচনা করে তাদের বিরুদ্ধে জনমত গড়ে তোলা ইত্যাদি। 


ভারত সভার কার্যাবলী ব্যাখ্যা করো | ভারত সভার কয়েকটি কার্যাবলী সম্পর্কে আলোচনা করো

1867 সালে প্রতিষ্ঠিত ভারত সভার প্রধান উদ্দেশ্য ছিল ভারতীয়দের সার্বিক কল্যাণ সাধন এবং ভারতীয়দের স্বার্থরক্ষা করা। এই আদর্শকে মাথায় রেখেই ভারত সভা বিভিন্ন সময়ে ভারতবাসীর স্বার্থরক্ষার্থে বিভিন্ন রকম কাজ করে গেছে বা করার চেষ্টা করেছে। যেমন - 

প্রথমত - সিভিল সার্ভিস সংক্রান্ত আন্দোলন  : 

ভারতবাসীর স্বার্থ রক্ষার্থে ভারত সভার সর্বপ্রথম যে আন্দোলন তীব্র ছিল, সেটি হলো সিভিল সার্ভিস সংক্রান্ত, আন্দোলন। তৎকালীন সরকার ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের বয়স 21 থেকে কমিয়ে 19 করলে, ভারত সভা এন এর তীব্র বিরোধিতা করে। এত কম বয়সে খুব কমসংখ্যক ছাত্রের পক্ষে এই পরীক্ষায় বসতে  পারাটা সম্ভব ছিল।

 অস্ত্র আইন এবং দেশীয় ভাষায় সংবাদপত্র আইন এর বিরোধিতা : লর্ড লিটনের আমলে ভারতীয়দের নিরস্ত্র রাখার জন্য 1878 খ্রিষ্টাব্দে অস্ত্র আইন এবং দেশীয় সংবাদপত্র গুলির ব্রিটিশ বিরোধী বিভিন্ন লেখনি বন্ধ করার জন্য 1876 খ্রিস্টাব্দে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন জারি করা হয়। লর্ড লিটনের আমলে পাস হওয়া এই দুটি আইন ভারতবাসীর জন্য মোটেও কল্যাণকর ছিল না বলে,ভারত সভা এই দুটি আইনের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করে।


◆ ইলবার্ট বিলের পক্ষে আন্দোলন : ইলবার্ট বিল হল এমন একটি আইন, যার মাধ্যমে ভারতীয় বিচারপতিদের সেই অধিকার দেওয়া হয়েছিল,যার মাধ্যমে তারা আদালতে কোনো  ইউরোপীয়  অপরাধীর আইন অনুযায়ী তার বিচার করতে পারবে। এর আগে এরকম ছিল না যে কোনো ভারতীয় বিচারপতিরা ইউরোপীয় কোনো ইউরোপীয় অপরাধির বিচার করতে পারবে। কিন্তু এই আইন পাশ হওয়ার পর ভারতে বসবাসকারী ইউরোপীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয় যার ফলে ভারতের ইউরোপীয়রা এই আইনের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করে। কিন্তু এই ইলবার্ট বিল ভারতীয়দের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল বলে ভারতসভাও এর স্বপক্ষে আন্দোলন করতে শুরু করে।।

উপসংহার : ভারতসভা বিষয়গুলি কেন্দ্র করে আন্দোলন করেছিল, সেগুলো সম্পূর্ণভাবে সফল না হলেও ভারত সভার আন্দোলন গুলি ভারতীয়দের মনে রাজনৈতিক চেতনার প্রসার ঘটাতে সক্ষম হয়েছিল।

ভারত সভা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। 

প্রশ্ন • কত খ্রিস্টাব্দে ভারত সভা প্রতিষ্ঠা করা হয়? 

উওর • 1876 খ্রিস্টাব্দে ভারত সভা প্রতিষ্ঠা করা হয়। 

প্রশ্ন • ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন? 

উওর • ভারত সভার প্রথম সভাপতি ছিলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়।

প্রশ্ন • ভারত সভার সম্পাদক কে ছিলেন?

উওর • আনন্দমোহন বসু।

প্রশ্ন • ভারত সভার মুখপত্র কি ছিল?

উওর • ভারত সভার মুখপাত্র ছিল দ্য বেঙ্গলি।

প্রশ্ন • কাকে ভারত সভার প্রাণপুরুষ বলা হয়? বা কে ভারত সভার প্রাণপুরুষ নামে পরিচিত? 

উওর • সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে ভারত সভার প্রাণপুরুষ বলা হত। 


আশাকরি যে উপরের আলোচনা থেকে তোমরা ক্লাস টেনের ইতিহাস চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা এর " টীকা লেখ - ভারতসভা | ভারত সভার কার্যাবলী,ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? " সেই সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছো। এই অধ্যায়ের পরবর্তী কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা আমাদের ওয়েবসাইটে পরবর্তীকালে শেয়ার করব।

Tags :  

ক্লাস টেনের সংঘবদ্ধতার গোড়ার কথা প্রশ্ন উওর | ক্লাস 10 সংঘবদ্ধতার গোড়ার কথা বড় প্রশ্ন উওর | দশম শ্রেণির সংঘবদ্ধতার গোড়ার কথা বড় প্রশ্ন উত্তর | মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর | মাধ্যমিক ইতিহাস সাজেশন | মাধ্যমিকের ইতিহাসের বড় প্রশ্ন উত্তর | মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর | দশম শ্রেণীর মাধ্যমিক ইতিহাস সাজেশন | wb class 10 history question answer  | Madhyamik History question and answer chapter 4 | Madhyamik History question and answer in Bengali | class x history suggestion 2023 | class 10 history question answer & notes

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top