পাবনা কৃষক বিদ্রোহ সম্পর্কে আলোচনা | প্রতিরোধ ও বিদ্রোহ অধ্যায়ের প্রশ্ন উত্তর

0

পাবনা কৃষক বিদ্রোহ সম্পর্কে আলোচনা | প্রতিরোধ ও বিদ্রোহ অধ্যায়ের প্রশ্ন উত্তর

পাবনা কৃষক বিদ্রোহ সম্পর্কে আলোচনা | প্রতিরোধ ও বিদ্রোহ অধ্যায়ের প্রশ্ন উত্তর


আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দশম শ্রেণির ইতিহাসের তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বা গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে অনেক কিছুই আলোচনা করবো। সেই সঙ্গে এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দশম ক্লাস টেনের ইতিহাস বইয়ের তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বিদ্রোহ অধ্যায়ের টুকরো কথা হিসেবে যে " পাবনা কৃষক বিদ্রোহ " সম্পর্কে আলোচনা রয়েছে,তা আমরা এখানে আরো বিস্তারিত ভাবে আলোচনা করবো। এবং এই আলোচনার মাধ্যমে আমরা " পাবনা কৃষক বিদ্রোহ কি অথবা পাবনা কৃষক বিদ্রোহ কাকে বলে?, পাবনা কৃষক বিদ্রোহ কবে শুরু হয়েছিল? পাবনা কৃষক বিদ্রোহের প্রধান কয়েকজন নেতা, পাবনা কৃষক বিদ্রোহের প্রধান কেন্দ্র, পাবনা কৃষক বিদ্রোহের খবর প্রকাশিত হয়,পাবনা কৃষক বিদ্রোহের কারণ কি ছিল?, কে বিদ্রোহী রাজা নামে পরিচিত - ইত্যাদি বিষয়গুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো।


Table Of Contents :

• পাবনা কৃষক বিদ্রোহ কি অথবা পাবনা কৃষক বিদ্রোহ কাকে বলে?
• পাবনা কৃষক বিদ্রোহ কবে শুরু হয়েছিল?
• পাবনা কৃষক বিদ্রোহের প্রধান কয়েকজন নেতা
• পাবনা কৃষক বিদ্রোহের প্রধান কেন্দ্র
• পাবনা কৃষক বিদ্রোহের খবর প্রকাশিত হয়
• পাবনা কৃষক বিদ্রোহের কারণ
• পাবনা কৃষক বিদ্রোহের কারণ কি ছিল
• কে বিদ্রোহীরাজা নামে পরিচিত?

পাবনা কৃষক বিদ্রোহ সম্পর্কে আলোচনা | প্রতিরোধ ও বিদ্রোহ অধ্যায়ের প্রশ্ন উত্তর

ভূমিকা : 1859 - 60 খ্রিস্টাব্দে নীল বিদ্রোহের পর চাষীদের উপর নীলকর সাহেবদের অত্যাচার বন্ধ হলেও,সেইসময় মূলত জমিদার অত্যাচারদের সেরকম ভাবেও কমেনি। 1860 খ্রিস্টাব্দে নীল বিদ্রোহের পর বর্তমান বাংলাদেশে বা পূর্ববঙ্গের পাবনা জেলায় সাধারণ কৃষকদের উপর জমিদারদের উপর অত্যাচার নতুন করে শুরু করে। জমিদারদের শোষন অত্যাচার থেকে মুক্তি পাওয়ার আশায় পাবনা জেলার কৃষকরা ১৮৭০ এর দিকে যে ভয়ংকর বিদ্রোহ শুরু করেছিল,তাই পাবনার কৃষক বিদ্রোহ নামে পরিচিত।


পাবনা কৃষক বিদ্রোহের কারণ কি ছিল?

1870 খ্রিস্টাব্দে এই পাবনা বিদ্রোহের কারণ ছিল একাধিক। পাবনা জেলার জমিদাররা কৃষকদের উপর যে সমস্ত অত্যাচার করতো,সেই শোষন - অত্যাচার থেকে মুক্তি পাওয়াই ছিল পাবনা কৃষক বিদ্রোহীদের প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য। মূলত যে সমস্ত কারণে পাবনা কৃষক বিদ্রোহ শুরু হয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল -

প্রথমতঃ 1859 খ্রিস্টাব্দে নীল বিদ্রোহের সময় ব্রিটিশ সরকার " দশম আইন " পাশ করেছিল। দশম আইনে হয়েছিল যে কৃষককে তার নিজের জমির মালিকানা ও পাট্টা দেওয়া হবে। কিন্তু সরকারের এই আইন ঘোষণা হওয়ার পরেও,সেখানকার জমিদাররা সরকারের আইন ফাকি দিয়ে কৃষকদের জমি থেকে উচ্ছেদ করায় পাবনার কৃষকরা জমিদারদের উপর ক্ষুব্ধ হয়ে ওঠে। এছাড়াও কৃষকের উপর যে উচ্চহারে খাজনা বসানো হতো,সেই খাজনা না দিতে পারলেই খাজনা না দেওয়ার অজুহাতে কৃষকের জমি থেকে উচ্ছেদ করা হতো।

দ্বিতীয়তঃ পাবনায় যে সমস্ত জমি গুলো  কৃষকদের অধিকারে ছিল,সেই জমিতে অধিক মুনাফা লাভের আশায় জমিদাররা সেসব জমিতে বিভিন্ন ধরনের নতুন নতুন কর এবং উপকর বসাতে শুরু করে। যার বলে খাজনার পরিমাণ বেড়ে যেত অনেক। সেই খাজনা মেটাতে গিয়ে কৃষকদের বিপুল পরিমাণ আর্থিক সমস্যার সম্মুখীন হতে হতো।


তৃতীয়তঃ এছাড়া কৃষকদের কম পরিমাণ জমি থেকে অধিক পরিমাণ খাজনা আদায় করার উদ্দেশ্যে জমির মাপেও কারচুপি করা হতো। জমিদাররা কম পরিমাণ জমিকে ভুল মাপের সাহায্যে বেশি পরিমাণ জমি হিসেবে দেখাতো। যার ফলে কম পরিমাণ জমিতেই কৃষককে অধিক পরিমাণ খাজনা দিতে হতো।

চতুর্থতঃ পাবনা কৃষকদের অর্থনীতিতে পাঠ ছিল খুবই গুরুত্বপূর্ণ। 1873 খ্রিস্টাব্দের আগে বাজারের পাটের মূল্য ছিল অনেকটাই ভালো। ফলে পাট বিক্রি করে পাবনার কৃষকরা অনেকটাই মুনাফা করতে পারতো। কিন্তু 1873 খ্রিস্টাব্দের পরে বাজারে পাটের মূল্য খুব বাজে ভাবে কমে যায়। যার ফলে কৃষকদের আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্থ হতে হয়। এই পরিস্থিতিতে পাবনার কৃষকদের উপর যে পরিমাণ করের বোঝা ছিল,সেই কর মুকুব করার দাবি তারা জমিদারদের কাছে করে। কিন্তু জমিদাররা তাদের  খাজনা মুকুব করতে রাজি হয় না এবং তাতেই পাবনা কৃষক বিদ্রোহের সূচনা হয়।

পাবনা কৃষক বিদ্রোহের নেতা : 1870 খ্রিস্টাব্দে পাবনা বিদ্রোহের দিকে কৃষকরা প্রথম পা বাড়িয়েছিল এবং 1873 খ্রিস্টাব্দে পাবনা কৃষক বিদ্রোহ অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। পাবনার কৃষকরা জমিদারদের বেআইনি কোনো খাজনা দেবে না বলে ঘোষণা করে,তারা 1873 খ্রিস্টাব্দের মে মাসে " দি পাবনা " রায়ত লিগ গঠন করে। যার প্রধান ছিলেন ঈশান চন্দ্র রায় যিনি বিদ্রোহী রাজা নামে পরিচিত ছিলেন। তাঁর একনিষ্ঠ অনুসারী ছিলেন কুদির মোল্লা ও শম্ভুনাথ পাল। ঈশান চন্দ্র রায়, কুদির মোল্লা ও শম্ভুনাথ পালের মতো নেতারা নিজেদের এলাকায় নেতৃত্ব দানের মাধ্যমে সেখানে জমিদারদের শোষণ অত্যাচার থামাতে চেয়েছিলেন। সেখান থেকে জমিদারি নিয়ন্ত্রণ সরিয়ে তারা নিজস্ব একটি পৃথক স্থানীয় সরকার গঠনের মাধ্যমে নিজেদের নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন। বিদ্রোহীরা জমিদারদের লেঠেল বাহিনীর মোকাবিলা করার জন্য তারা একটি সেনাবাহিনী অথবা বিদ্রোহী বাহিনীও গঠন করেন।


পাবনা বিদ্রোহের অঞ্চল : পাবনা কৃষক বিদ্রোহ শুরু হয়েছিল সর্বপ্রথম পাবনার ইউসুফশাহী পরগনায়। পাবনা কৃষক বিদ্রোহের প্রধান কেন্দ্র ছিল ইউসুফশাহী ইউসুফশাসী। ইউসুফশাহী
পরগনা থেকে শুরু হওয়ার পর সমগ্র পাবনা জেলার বিভিন্ন অঞ্চলে এবং ঢাকা,ময়মনসিংহ, ফরিদপুর, বাখরগঞ্জ, রাজশাহী প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পরে। পাবনা কৃষক বিদ্রোহ খুব অল্প সময়ের মধ্যেই খুব তীব্র হয়ে উঠেছিল। পাবনা কৃষক বিদ্রোহের নানা ঘটনার কথা, সেই সময়ের নামকরা কিছু পত্রিকা বা সংবাদপত্র যেমন.- গ্রামবার্তা প্রকাশিকা, হিন্দু হিতৈষণী, সহচর প্রভৃতি পত্রিকায় প্রকাশিত। মূলত গ্রামবার্তা প্রকাশিকা, হিন্দু হিতৈষণী, সহচর প্রভৃতি পত্রিকাতেই পাবনা কৃষক বিদ্রোহের খবর প্রকাশিত হয়।

বিদ্রোহের ফলাফল : পাবনা বিদ্রোহ সেরকম শেষপর্যন্ত পুলিশের তীব্র দমন নীতির চাপে পরে শেষপর্যন্ত ব্যর্থ হয়। তাই পাবনা কৃষক বিদ্রোহের সেরকম ভাবেও কোনো গুরুত্বপূর্ণ ফলাফল লক্ষ্য করা যায়নি।
তবে একেবারেই যে কোনো গুরুত্বপূর্ণ ফলাফল দেখা যায়নি সেটা নয়। পাবনা কৃষক বিদ্রোহীদের অন্যতম দাবী ছিল 1859 খ্রিস্টানদের প্রজাস্বত্ব আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত প্রজাস্বত্ব অক্ষুন্ন রাখা। তাই প্রজাস্বত্ব রক্ষার জন্য 1885 খ্রিস্টাব্দে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ করা হয়।


আশা করি আজকের এই আলোচনা থেকে তোমরা " পাবনা কৃষক বিদ্রোহ " সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছো। এবং " পাবনা কৃষক বিদ্রোহ কি অথবা পাবনা কৃষক বিদ্রোহ কাকে বলে?, পাবনা কৃষক বিদ্রোহ কবে শুরু হয়েছিল? পাবনা কৃষক বিদ্রোহের প্রধান কয়েকজন নেতা, পাবনা কৃষক বিদ্রোহের প্রধান কেন্দ্র, পাবনা কৃষক বিদ্রোহের খবর প্রকাশিত হয়,পাবনা কৃষক বিদ্রোহের কারণ কি ছিল? " এসব প্রশ্ন ছাড়াও আরও একাধিক প্রশ্নের উওর সেই তোমরা পেয়ে গেছো। যদি আজকের এই ব্লগ পোস্টটি তোমাদের ভালো লাগে,তাহলে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ব্লগ পোষ্ট পড়ে দেখতে পারো।

Tags :

পাবনা কৃষক বিদ্রোহ কি | পাবনা কৃষক বিদ্রোহ কাকে বলে? | পাবনা কৃষক বিদ্রোহ কবে শুরু হয়েছিল | পাবনা কৃষক বিদ্রোহের প্রধান কয়েকজন নেতা | পাবনা কৃষক বিদ্রোহের প্রধান কেন্দ্র | পাবনা কৃষক বিদ্রোহের খবর প্রকাশিত হয় | পাবনা কৃষক বিদ্রোহের কারণ কি ছিল?
| ক্লাস 10 প্রতিরোধ ও বিদ্রোহ বড় প্রশ্ন উওর | দশম শ্রেণির প্রতিরোধ ও বিদ্রোহ বড় প্রশ্ন উত্তর | মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর | মাধ্যমিক ইতিহাস সাজেশন | মাধ্যমিকের ইতিহাসের বড় প্রশ্ন উত্তর | মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর | দশম শ্রেণীর মাধ্যমিক ইতিহাস সাজেশন | wb class 10 history question answer  | wb class 10 history short question answer | wb class 10 history saq question answer | wb class 10 history mcq question answer | Madhyamik History question and answer | Madhyamik History question and answer Bengali | history question answer | history saq | history question answer | class 10 history short question answer | class 10 history question answer | history question answer | class 10 history question answer | class 10 history notes | wb class 10 history notes in Bengali | wb class 10 history question answer chapter 3 | wb class 10 history chapter 3 question answer in Bengali | history notes | class 10 history suggestion | class 10 history question answer | class 10 history notes | Madhyamik history suggestion | history test | class 10 history notes | class 10 history suggestion | class 10 history test

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top