গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার বিষয়বস্তু কী ছিল | গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায় কী কী আলোচনা প্রকাশিত হতো?

0


গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার বিষয়বস্তু কী ছিল | গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায় কী কী আলোচনা প্রকাশিত হতো?



গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায় কী কী আলোচনা প্রকাশিত হতো? | সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের বড় প্রশ্ন উওর


আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাস ( wb class 10 history ) দ্বিতীয় অধ্যায় " সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা " এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন " গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার বিষয়বস্তু কী ছিল অথবা,গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায় কী কী আলোচনা প্রকাশিত হতো? " এর উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। " গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার বিষয়বস্তু কী ছিল? গ্রামবার্তা প্রকাশিকার বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো " এই প্রশ্নটি তোমাদের মাধ্যমিক পরিক্ষায় 4 নম্বরের ( class 10 history question answer ) জন্য এসে থাকে। আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে তোমরা গ্রামবার্তা প্রকাশিকার বিষয়বস্তু সম্পর্কে একটি খুব সুন্দর ইতিহাস নোট ( wb class 10 history notes in Bengali ) এখান থেকে পেয়ে যাবে।

গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার বিষয়বস্তু কী ছিল | গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায় কী কী আলোচনা প্রকাশিত হতো?



উওর :
উনিশ শতকে বাংলায় প্রকাশিত যে সমস্ত সংবাদপত্র বা পত্রপত্রিকা সমাজে নিজের একটি আলাদা পরিচিতি তৈরি করে গেছে,তাদের মধ্যে গ্রামবার্তা প্রকাশিকা হলো একটি অন্যতম পত্রিকা। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি গ্রামীণ সংবাদপত্রের জনক নামে পরিচিত ছিল।। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি 1863 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে হরিনাথ মজুমদার,যাকে কাঙ্গাল হরিনাথ মজুমদার বলা হতো- তাঁর সম্পাদনায় বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম থেকে প্রকাশিত হয়েছিল। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি 1863 এর পর এক বছর পত্রিকাটি মাসিক পত্রিকা ছিল। কিন্তু 1864 খ্রিস্টাব্দে এটি পাক্ষিক এবং 1871 খ্রিস্টাব্দে পত্রিকাটি সাপ্তাহিক পত্রিকায় পরিণত হয়। এই পত্রিকাটি ছিল মূলত বাংলা ভাষায়।

গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায় কি কি আলোচনা প্রকাশিত হতো? | গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার বিষয়বস্তু কী ছিল?

গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার কি কি আলোচনা করা হতো অথবা গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার বিষয়বস্তু কি ছিল? তা আমরা নিম্নলিখিত আলোচনার মাধ্যমে সংক্ষেপে জানার চেষ্টা করবো।

◆ গ্রামীণ সমাজের বিষয়বস্তু : কাঙাল হরিনাথ মজুমদার তার পত্রিকা গ্রামবার্তা প্রকাশিকায় মূলত গ্রামীণ সমাজের বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরাএ চেষ্টা করতেন। তিনি বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে সেখানে নানা ধরনের খবরা খবর সংগ্রহ করে,সেগুলিকে তার সংবাদপত্রে প্রকাশের মাধ্যমে জনসমাজের কাছে তুলে ধরতেন।

ক্লাস টেনের ইতিহাস মকটেস্ট দিতে নিচের লিঙ্কের ওপর ক্লিক করো👇



গ্রামবার্তা প্রকাশিকা কিরুপ সমাজ চিত্র পাওয়া যায় | গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার আলোচনার বিষয়বস্তু

◆ নীলকর সাহেবদের অত্যাচার : কাঙ্গাল হরিনাথ মজুমদার গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি প্রকাশের আগে তিনি কিছুদিন নীলকুঠিরে কাজ করেছিলেন। সেই সময় তিনি নীলকর সাহেবদের অত্যাচারের বিষয়টি নিজের স্বচোক্ষে দেখেছিলেন। অর্থাৎ নীলকর সাহেবরা কী করে নীল চাষীদের উপর অত্যাচার করে, তা তিনি নিজের চোখে দেখেছিলেন। পরবর্তীকালে কাঙাল হরিনাথ মজুমদার তাঁর গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায় নীলকর সাহেবদের সেই সমস্ত অত্যাচারের বিবরণ সংবাদপত্রে প্রকাশের মাধ্যমে শিক্ষিত সমাজের সামনে তুলে ধরেছিলেন।

◆ নীলচাষীদের দুর্দশা : নীল চাষ করার ফলে চাষীদের ঘরে আর্থিক দুরবস্থা কোন পর্যায়ে ছিল এবং নীলচাষীদের অত্যাচারের ফলে তাদের দুরবস্থা ঠিক কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছিল,সেটাও হরিনাথ মজুমদার তাঁর গ্রামবার্তা প্রকাশিকায় তুলে ধরেছিলেন।


◆ ব্রিটিশবিরোধী আলোচনা : কাঙাল হরিনাথ মজুমদার তাঁর গ্রামবার্তা প্রকাশিকায় নির্ভীকভাবে বিভিন্ন ব্রিটিশবিরোধী আলোচনা করতেন।  তিনি তার পত্রিকায় এই বিষয়টিও তুলে ধরেছিলেন যে, কোনো সাধারণ মানুষ যদি কোনো অভিযোগ নিয়ে পুলিশের কাছে সাহায্য চাইতে যেত, তাহলে পুলিশ তো তাকেসাহায্য করতেই না বরং সেই অভিযোগকারীকে পুলিশের নানারকম নির্যাতনের শিকার হতে হতো। এরকম ভাবে পুলিশের বিভিন্ন খারাপ কাজকর্ম সম্পর্কে নির্ভীক ভাবে আলোচনা করার জন্য, একসময় পাবনার ডিসি হরিনাথ মজুমদারকে একটি চিঠির মাধ্যমে বলেছিলেন -  সম্পাদক,আমি তোমাকে ভয় পাই না ঠিকই, তবে তোমার লেখনীর জন্য অনেক অপকর্ম ছাড়তে বাধ্য হয়েছি। " সুতরাং লেখনীর মাধ্যমে আমরা বুঝতে পারি যে, হরিনাথ মজুমদারের গ্রামবার্তা প্রকাশিকা সমাজে ঠিক কতটা আলোড়ন সৃষ্টি করেছিল।

◆ জমিদারদের অত্যাচারের কাহিনী : সেই সময় নীলকরদের পরেই ছিল বিভিন্ন জমিদার, সুদখোর ও অসাধু ব্যবসায়ী। সেই সময়ে বিভিন্ন জমিদার, সুদখোর এবং মহাজনরা নিরীহ, সাধারণ ও অল্পশিক্ষিত বা অশিক্ষিত কৃষকদের ওপর নানা রকম শারীরিক এবং মানসিক অত্যাচার করতো। নানা সময়ে বিভিন্ন ধরনের কর,উপকর, সুদ  আদায় এবং বিনা কারণেই জমি থেকে উচ্ছেদ ইত্যাদি অত্যাচার করা হতো। এই সমস্ত ঘটনাগুলো হরিনাথ মজুমদার গ্রামবার্তা প্রকাশিকায় প্রকাশ করতেন।


◆ শিক্ষার প্রসার : কাঙাল হরিনাথ মজুমদার গ্রামবার্তা প্রকাশিকার মাধ্যমে শিক্ষা প্রসারেও কিছু উদ্যোগ নিয়েছিলেন। সেই সময় বেশিরভাগ গ্রামের লোকেরাই অশিক্ষিত অথবা অল্পশিক্ষিত ছিলেন। এবং তিনি বুঝতে পেরেছিলেন যে তাদের শিক্ষার প্রয়োজন রয়েছে অনেকটা। তাই তিনি সেই বিষয়টিকে কেন্দ্র করেই গ্রামবার্তা প্রকাশিকায় বিভিন্ন শিক্ষামূলক লেখা প্রকাশ করতে থাকেন।

◆ সুখদেব অত্যাচারের কাহিনী : গ্রামীণ সাধারণ নিরীহ এবং অশিক্ষিত চাষীদের বা সাধারণ মানুষদের সরলতার সুযোগ নিয়ে কিকরে সুদখোররা তাদের চড়া হারে সুদ দিত, এবং সুদ আদায় কালে, সেই সুদের টাকা না দিতে পারলে কি করে তাদের উপর অত্যাচার করা হতো, সেই কাহিনীও গ্রামবার্তা প্রকাশিকায় তুলে ধরা হতো।

উপসংহার : হরিনাথ মজুমদারের গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা টি 1863 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হওয়ার পর থেকে সমাজের বিভিন্ন বিষয়কে তুলে ধরে,বিভিন্ন ধরনের লেখা প্রকাশ করার পর, একসময় প্রবল আর্থিক সংকটে পড়ে হরিনাথ মজুমদার 1885 খ্রিস্টাব্দে গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটির প্রকাশনা বন্ধ করতে বাধ্য হন। হরিনাথ মজুমদারের প্রবল আর্থিক সংকট ছাড়াও, ব্রিটিশ বিরোধী এবং জমিদার,মহাজন বিরোধী লেখার জন্য তিনি ব্রিটিশ শাসন এবং স্থানীয় কিছু জমিদার ও মহাজনদের ক্ষোভের শিকার হন। এবং সেই জমিদার, মহাজনদের ক্ষোভ, ব্রিটিশ শাসনের নানা বাধা-বিপত্তি এবং প্রবল আর্থিক সংকটের কারণে তিনি 1292 বঙ্গাব্দে বা 1885 খ্রিষ্টাব্দে পত্রিকাটির প্রকাশনা বন্ধ করে দেন।


অতিরিক্ত এবং গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উওর :

1- গ্রামবার্তা প্রকাশিকা সময়কাল
উওর : গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সময়কাল ছিল মাত্র 22 বছর। অর্থাৎ 1863-1885 পযর্ন্ত।

2 - গ্রামবার্তা প্রকাশিকা কোন স্থান থেকে প্রকাশিত?
উওর : গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি প্রকাশিত হয়েছিল কুমারখালী জেলার কুষ্টিয়া গ্রাম থেকে।

3- গ্রামবার্তা প্রকাশিকা কে প্রকাশ করেন তিনি কি নামে সুপরিচিত ছিলেন?
উওর : গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক হরিনাথ মজুমদার,- কাঙাল হরিনাথ মজুমদার নামে সুপরিচিত ছিলেন।

4- গ্রামবার্তা প্রকাশিকা কে প্রকাশ করেন?
উওর : গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি হরিনাথ মজুমদার প্রকাশ করেন।
5- গ্রামবার্তা প্রকাশিকা সম্পাদক কে ছিলেন?
উওর : হরিনাথ মজুমদার।


আশাকরি যে আজকের এই ব্লগ পোস্টটি তোমাদের ভালো লেগেছে। যদি আজকের ব্লগ থেকে গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার বিষয়বস্তু কী ছিল বা গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায় কী কী আলোচনা প্রকাশিত হতো? তার সম্পর্কের যে আলোচনা করা হয়েছে,তা তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ব্লগ পোস্ট গুলি পড়ে দেখতে পারো।

Tags : 

গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায় কী কী আলোচনা প্রকাশিত হতো? | সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের বড় প্রশ্ন উওর | ক্লাস 10 ইতিহাস প্রশ্ন উওর দ্বিতীয় অধ্যায় | ক্লাস 10 ইতিহাস বড় প্রশ্ন উওর দ্বিতীয় অধ্যায় | দশম শ্রেণির ইতিহাস প্রশ্ন উওর দ্বিতীয় অধ্যায় | দশম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উওর | সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা বড় প্রশ্ন উত্তর | সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা প্রশ্ন উত্তর | class 10 history 2 nd chapter notes | মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর | wb class 10 history question answer | wb class 10 history suggestion | History question answer|  class 10 history 2nd chapter question answer | class 10 history question answer | wb class 10 history notes in Bengali | history notes | class 10 history notes | class 10 history notes | history suggestion | class 10 history question answer | class 10 history suggestion 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top