অরণ্য সংরক্ষন বা বনসংরক্ষন কাকে বলে? অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা কী? || মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উত্তর

0

অরণ্য সংরক্ষন বা বনসংরক্ষন কাকে বলে? অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা কী? || মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উত্তর

 

অরণ্য সংরক্ষন বা বনসংরক্ষন কাকে বলে? অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা কী? || মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উত্তর

অরণ্য সংরক্ষন বা বনসংরক্ষন কাকে বলে? 

উওরঃ যে বিশেষ পদ্ধতিতে কোনো অরণ্য বা বনাঞ্চলকে বিশেষভাবে রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষন করার পদক্ষেপ গ্রহণ করার মধ্যে দিয়ে, শুপরিকল্পিতভাবে বৃক্ষচ্ছেদন এবং নতুন উদ্ভিদ রোপনের মাধ্যমে অরণ্যকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা হয়, তাকেই অরণ্য সংরক্ষন বলা হয়। 

অরণ্য সংরক্ষণ বা বনসংরক্ষনের প্রয়োজনীয়তা কী?

ভূমিকাঃ বিজ্ঞানীদের মতে পরিবেশের ভারসাম্য রক্ষায় যেকোনো দেশে 33.33 শতাংশ বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু বর্তমানে ভারতের ক্ষেত্রে সেই বনভূমির পরিমাণ মাত্র 19.45 শতাংশ। তাই ভারতের আমাদের বনভূমি সংরক্ষণের দিকে বিশেষ খেয়াল রাখা উচিত।

অরণ্য সংরক্ষণ বা বনসংরক্ষনের প্রয়োজনীয়তা -

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণঃ বর্তমানে বিভিন্ন কারণে আমাদের পরিবারের নানাভাবে CO2 অন্যান্য বেশ কিছ গ্যাসের এর পরিমাণ বেড়ে যাওয়ার ফলে আমরা বিশ্ব উষ্ণায়নের মতো মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছি।। এবং এই বিশ্ব উষ্ণায়নের মতো সমস্যা থাকে নিজেদের বাঁচাতে আমাদের একান্ত ভাবে বনসংরক্ষন করা প্রয়োজন।

জীবজগতের ভারসাম্য রক্ষাঃ আমাদের পরিবেশে বলতে গেলে প্রত্যেকে একে অপরের উপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকে। সুতরাং দিনের-পর-দিন বনভূমি ধ্বংস হতে থাকে তাহলে আমাদের প্রাণীকুল একদিন ধ্বংস হবেই।। পরিবেশের খাদ্য শৃংখল বিনষ্ট হবে এবং একসময় সমস্ত জীবজগতের ভারসাম্য হারিয়ে যাবে। তাই জীবজগৎ এর ভারসাম্য রক্ষা করতে হলে আমাদের বনভূমি সংরক্ষণ খুবই প্রয়োজন।

মৃত্তিকা ক্ষয় রোধঃ কোনো অঞ্চলের মৃত্তিকা ক্ষয় রোধ করার ক্ষেত্রেও বনভূমি সংরক্ষণ বিশেষ গুরুত্বপূর্ণ। উদ্ভিদের শিকর মাটিকে শক্ত করে ধরে রাখে যার ফলে খুব সহজেই প্রাকৃত ও মনুষ্যসৃষ্ট কারণে মৃত্তিকা ক্ষয় হতে পারে না বা খুবই কম।।

মরুভূমির সম্প্রসারণঃ যদি কোনো অঞ্চলে দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে গাছ কাটা হয় তাহলে সেই অঞ্চলটি একসময় মরুভূমিতে পরিণত হবে।  কিন্তু যদি সতর্কভাবে বনসংরক্ষণ করা হয় তাহলে, সেই অঞ্চলটি মরুভূমির সম্প্রসারণ রোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।।

ভৌম জলের ভাণ্ডারের পূরণ করাঃ প্রায় সকল উদ্ভিদের শিকড় মাটির কম বেশি গভীরে যায়। এবং উদ্ভিদের সেই শিকড় চুইয়ে বৃষ্টির জল মাটির গভীরে প্রবেশ করে ভৌমজলের ভান্ডার পূরণ করে।

সুতরাং, ওপরের আলোচনা থেকেই আমরা বুঝতে পারি যে, বনসংরক্ষণ আমাদের শুধুমাত্র পরিবেশের ভারসাম্য রক্ষায় নয়,পরিবেশের ভারসাম্য রক্ষা ছাড়াও অন্যান্য  বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলোর ক্ষেত্রে আমাদের বনসংরক্ষন করা প্রয়োজন। 

Tags :

ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ অধ্যায়ের প্রশ্ন উত্তর | মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর ক্লাস টেন ভূগোল প্রশ্ন উত্তর | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর | wb class 10 geography question answer | class 10 geography suggestion | class 10 geography notes


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top