ভারতীয় কৃষির প্রধান সমস্যা ও সমাধান গুলি আলোচনা করো। || মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর

0

ভারতীয় কৃষির প্রধান সমস্যা ও সমাধান গুলি আলোচনা করো। || মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর

ভারতীয় কৃষির প্রধান সমস্যা ও সমাধান গুলি আলোচনা করো। || মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর
মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর

আজকের এই ব্লগের মাধ্যমে আমরা ক্লাস টেনের ভূগোল পঞ্চম অধ্যায় ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় " ভারতীয় কৃষির প্রধান সমস্যা ও ভারতীয় কৃষির প্রধান সমস্যা গুলির সমাধান সম্পর্কে আলোচনা করবো।

ভারতীয় কৃষির প্রধান সমস্যা ও সমাধান গুলি আলোচনা করো। || মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর

উওরঃ ভারত হল একটি কৃষি প্রধান দেশ। ভারতে অন্যান্য কাজকর্মের তুলনায় মূলত কৃষিকাজটাই প্রধান। কিন্তু ভারত একটি কৃষিভিত্তিক দেশ হওয়া সত্ত্বেও ভারতীয় কৃষির ক্ষেত্রে বেশ কিছু সমস্যা রয়েছে। যেমন -

ভারতীয় কৃষির কিছু প্রধান সমস্যা -

জমির স্বল্প আয়তনঃ ভারতীয় কৃষির ক্ষেত্রে এটি প্রধান সমস্যা হলো বেশিরভাগ কৃষকের জমির আয়তন স্বল্প এবং খন্ডীকৃত। জমির আয়তন স্বল্প এবং খন্ডীকৃত হওয়ায় সেখানে কৃষকরা আধুনিক বিভিন্ন বিশালাকৃতির কৃষি যন্ত্রপাতি ব্যবহার করতে পারেন না।। যার ফলে তাদের ফসল উৎপাদনের ক্ষেত্রে পিছিয়ে পড়তে হয়।

আর্থিক দুরবস্থাঃ ভারতের কিছু কিছু রাজ্যের কৃষকরা আর্থিক দিক দিয়ে উন্নত হলেও, ভারতের বেশিরভাগ রাজ্যের কৃষকদের আর্থিক অবস্থা খুবই দুর্বল।। কৃষকদের আর্থিক অবস্থা খুবই ভালো না হওয়ায় তারা তাদের জমিতে উন্নত মানের সার, কীটনাশক,আধুনিক যন্ত্রপাতি ও উন্নতমানের ফসল বীজ ব্যবহার করতে পারেন না। যা ভারতীয় কৃষির ক্ষেত্রে একটি বড় সমস্যা।

জলসেচের সুবন্দোবস্তের অভাবঃ বর্ষার সময় ছাড়া বছরের বাকি সময়ে কৃষিকাজের জন্য জলসেচ প্রয়ােজন। কিন্তু ভারতের সমগ্র কৃষিভূমি জলসেচের সুবিধাভুক্ত না হওয়ায় উৎপাদন ব্যাহত হয়।

প্রযুক্তি ও যান্ত্রিক উন্নতির অভাবঃ ভারতের কৃষিক্ষেত্রে প্রযুক্তির উদ্ভাবনা ও তার প্রয়ােগের অভাব দেখা যায়। প্রযুক্তির উদ্ভাবনার জন্য যে গবেষণাগারের প্রয়ােজন, তার পরিকাঠামাে এদেশে নেই। ফলে উন্নত যন্ত্রপাতি, সংকর

বীজ, উন্নত রাসায়নিক সার ইত্যাদির ব্যবহার সীমিত। এ ছাড়া কৃষিক্ষেত্রে পশুশক্তিকেই প্রাধান্য দেওয়া হয়। এর ফলে মাথাপিছু উৎপাদন কমে যায়।

শস্যের বাজারজাতকরণের অভাবঃ  উদবৃত্ত খাদ্যশস্য ও অন্যান্য অর্থকরী ফসলের যথাযথভাবে বিপণনের ব্যবস্থা করা হয় না। কৃষকরা সরাসরি বাজারে বিক্রির সুযােগ না পাওয়ায় ফসলের যথাযথ দাম পায় না। অথচ কৃষিদালাল মারফৎ ফসল বাজারে উচ্চদামে বিক্রি হয়ে যায়। ফলে কৃষকরাও মুনাফার অভাবে ফসল উৎপাদনে উদ্যোগী হয় না।

কৃষিজ দ্রব্য সংরক্ষণের অভাবঃ ভারতীয় কৃষির অন্যতম দুর্বলতা হল উৎপাদিত দ্রব্য ও ফসলের যথাযথ সংরক্ষণের অভাব। প্রতিবছর ভারতে প্রায় 7% উৎপাদিত ফসল যথাযথ সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায়। যথাযথ ।প্রয়ােজনীয় হিমঘরের অভাব, সংরক্ষণ-সংক্রান্ত প্রযুক্তি অভাব ভারতীয় কৃষির অন্যতম একটি সমস্যা।

যথাযথ কৃষি প্রশিক্ষণ ও গবেষণার অভাবঃ ভারতে কৃষি প্রশিক্ষণ-সংক্রান্ত গবেষণার কাজ তুলনামূলকভাবে খুবই কম। পাশাপাশি কৃষি প্রশিক্ষণ-সংক্রান্ত বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও সীমিত। কৃষিবিজ্ঞান দিয়ে। পঠনপাঠনে ছাত্রছাত্রীরা বিশেষ আগ্রহী নয়। সামগ্রিকভাবে কৃষির অগ্রগতি বাধা পায়।।

ভারতীয় কৃষির প্রধান সমস্যা গুলির সমাধান -

ভূমিকাঃ উপরোক্ত আলোচনা থেকে আমরা ভারতীয় কৃষির ক্ষেত্রে যে প্রধান সমস্যা গুলি রয়েছে,তার সম্পর্কে জানতে পারলাম। ভারতীয় কৃষির ক্ষেত্রে যেমন নানা সমস্যা রয়েছে, ঠিক তেমনি যথাযথ ব্যবস্থা নেয়ার মাধ্যমে ভারতীয় কৃষির সে সমস্ত সমস্যা দূরও করা যায়। যেমন- 

সরকারি উদ্যোগঃ কৃষি সমস্যা সমাধানের জন্য বিভিন্ন ক্ষেত্রে সরকারি উদ্যোগের বিশেষ প্রয়ােজন। এর মধ্যে অন্যতম হল ফসল বাজারজাতকরণ ও সংরক্ষণের ব্যবস্থা। চাষিদের কাছ থেকে সরকার যদি সরাসরি ফসল কেনার ব্যবস্থা সর্বত্র চালু করতে পারে তবে চাষিরা ন্যায্য দাম পায় এবং বাজারেও মুদ্রাস্ফীতি ঘটে না। ফসল সংরক্ষণের ক্ষেত্রে কয়েকটি সরকারি সংগঠন হল ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া, সেন্ট্রাল ওয়্যারহাউস করপােরেশন। এ ছাড়া ‘গ্রামীণ সংরক্ষণ কেন্দ্র’ নামে প্রকল্পে সরকারি অনুমােদনে গ্রামীণ অঞ্চলে ফসল সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়।

ক্ষুদ্রাকৃতি জমিজোতের সমাধানঃ  ক্ষুদ্রাকৃতি জমিজোতগুলির সমাধানকল্পে জমিজোতগুলিকে সমবায় ফার্মের অধীনে এনে চাষের পরিকল্পনা করা যেতে পারে। উন্নত সার ও বীজ-সংক্রান্ত গবেষণায় উৎসাহদান; উন্নত বীজ, সংকর বীজ তৈরি, রাসায়নিক সার

কৃষকদের আর্থিক সহায়তা দানঃ যদি সরকারী এবং বেসরকারী ভাবে খুবই কম সুদে কৃষকদের ঋণ দেওয়া হয়, তাহলে কৃষকরা ব্যাংক এবং বিভিন্ন সংস্থা থেকে টাকা নিয়ে তাদের কৃষি ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এবং এভাবে কৃষির উন্নতি সম্ভব।।

Tags :

ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ অধ্যায়ের প্রশ্ন উত্তর | মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর | ক্লাস টেন ভূগোল প্রশ্ন উত্তর | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর | wb class 10 geography question answer | class 10 geography suggestion | class 10 geography notes

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top