নদীর নিক বিন্দুতে বা নিক পয়েন্ট জলপ্রপাত সৃষ্টি হয় কেন? | বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের প্রশ্ন উত্তর

0

নদীর নিক বিন্দুতে বা নিক পয়েন্ট জলপ্রপাত সৃষ্টি হয় কেন? | বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের প্রশ্ন উত্তর

নদীর নিক বিন্দুতে বা নিক পয়েন্ট জলপ্রপাত সৃষ্টি হয় কেন? | বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের প্রশ্ন উত্তর
বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায় প্রশ্ন উত্তর


উওর : নিক পয়েন্টে জলপ্রপাত সৃষ্টি কারণ  - ভূমিরূপের পুনর্যৌবন লাভের ফলে নদীর দৈর্ঘ্য বরাবর উচ্চ উপত্যকার পুরাতন মৃদু ভাল ও নিম্ন উপত্যকার নতুন মৃদু ঢালের সংযোগ বিন্দুতে যে খাঁজের সৃষ্টি হয়, তাকে নিক বিন্দু বা নিক পয়েন্ট বলে। নদীর গতিপথের অংশবিশেষে প্রবল ভূ আলোড়নেরর কারণে ভূমিভাগের উত্থান অথবা অবনমনের ফলে নদীর গতিপথের ঢালের পরিবর্তন ঘটে নিক বিন্দু সৃষ্টি হয়। নিক বিন্দুতে নতুন ঢাল পুরাতন ভাল  অপেক্ষা উঁচু হয়। নিক পয়েন্টের উপরের অংশের মৃদু ঢালের সঙ্গে নিচের খাড়া ঢালের মধ্যে ভূ-প্রকৃতিগত পার্থক্যের জন্য নিক পয়েন্টে জলপ্রপাত সৃষ্টি হয়


Tags :

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায় প্রশ্ন উত্তর | ক্লাস টেন ভূগোল প্রশ্ন উত্তর | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর | wb class 10 geography question answer | class 10 geography suggestion | class 10 geography notes

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top