নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়া গুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। || নদী কোন্ কোন্ প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে তা লেখো। || বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের প্রশ্ন উত্তর

0

নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়া গুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। || নদী কোন্ কোন্ প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে তা লেখো। || বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের প্রশ্ন উত্তর 

আজকের এই পোস্টের মাধ্যমে আমরা ক্লাস টেনের ভূগোল প্রথম অধ্যায় "বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ " এর কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন- " নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়া গুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। বা নদী কোন্ কোন্ প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে তা আলোচনা করো " - প্রশ্নটির উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো।।

নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়া গুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। || নদী কোন্ কোন্ প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে তা লেখো।

ভূমিকাঃ নদীর উৎপত্তিস্থল থেকে তার মোহনা অঞ্চল পর্যন্ত নদীর মূলত তিনটি গতি থাকে। যথা - উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি। নদীর এই গতির মধ্যে নদী উচ্চ গতিতে সবচেয়ে বেশি পরিমাণে ক্ষয়কার্য করে থাকে এবং মধ্যগতিতে সামান্য ক্ষয় এবং সামান্য বহন ও সঞ্চয় করে। এবং নদী তার নিম্নগতিতে শুধুমাত্র সঞ্চয় কার্য করে।  নদীর উচ্চ গতিতে এবং মধ্য গতিতে মূলত 5 টি প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে থাকে। যথা-  অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়, ঘর্ষণ ক্ষয়,,জলপ্রবাহ ক্ষয়, দ্রবণ ক্ষয় ও বুদবুদ জনিত ক্ষয়। নিচের আলোচনার মাধ্যমে আমরা এই পাঁচটি ক্ষউ প্রক্রিয়ার সম্পর্কে বিস্তারিত ভাবে জানবো।।

i- অবঘর্ষ ক্ষয়ঃ  নদীবাহিত নুড়ি, বোল্ডার ও অন্যান্য পাথরের খন্ড নদীর গতির সঙ্গে বয়ে চলে।। এসব পদার্থ নদীর গর্ভে এবং নদীর পার্শ্বদেশে আঘাত করে নদীর গভীরতা বাড়িয়ে তোলে।  এই প্রক্রিয়াকে অবঘর্ষ প্রক্রিয়া বলে।।

ii- ঘর্ষণ ক্ষয়ঃ নদীবাহিত বিভিন্ন আকারের প্রস্তর খন্ড গুলি নদীর জলের সঙ্গে প্রবাহিত হওয়ার সময় পরস্পরের সঙ্গে আঘাত লেগে শেষ পর্যায়ে বালি, পলি, ও নুড়ির মতো সূক্ষ্ম দানায় পরিণত হয়। এই প্রক্রিয়াকে ঘর্ষণ ক্ষয় বলা হয়।

iii - জলপ্রবাহ ক্ষয়ঃ জলস্রোতের প্রবল আঘাতে নদী খাত এবং নদীরপাড়ের কোমল শিলাগুলো নদীর জলের আঘাতে খুলে বেরিয়ে আসে।। এটি জলপ্রবাহ ক্ষয় নামে পরিচিত 

iv - দ্রবণ ক্ষয়ঃ  জলের সঙ্গে দ্রবীভূত অম্লের প্রভাবে লবণ ও ক্যালসিয়াম বাইকার্বনেট যুক্ত শিলাস্তর রাসায়নিকভাবে বিয়োজিত হয়।  যাকে দ্রবন ক্ষয় বলা হয়।।।

v- বুদবুদ জনিত ক্ষয়ঃ  উত্তাল নদীর স্রোতের জটিল জলাবর্তে বুদবুদের সৃষ্টি হয়। সেই বুদবুদের মধ্যে বায়ুর প্রচণ্ড চাপ থাকে। হিসাব করে দেখা গেছে 1 সেন্টিমিটার ব্যাস যুক্ত বুদবুদ প্রায় 18 কিলোগ্রাম ওজনের হাতুড়ির সমান আঘাত করতে পারে।  এর প্রভাবে নদীগর্ভের শিলাস্তর চূর্ণ-বিচূর্ণ হয়ে ক্ষয়প্রাপ্ত হয়।এ ধরনের ক্ষয়কে বুদবুদ ক্ষয় বলা হয়।।

আশাকরি যে, আজকের এই ব্লগ পোস্ট থেকে তোমরা " নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়া গুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। বা নদী কোন্ কোন্ প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে তা " সম্পর্কে জেনে গেছো। যদি পোস্টটা ভালো লেগে থাকে তাহলে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্ট গুলো পড়ে দেখো।

Tags :

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায় প্রশ্ন উত্তর | ক্লাস টেন ভূগোল প্রশ্ন উত্তর | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর | wb class 10 geography question answer | class 10 geography suggestion | class 10 geography notes


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top