WB Class 10 Geography Question Answer Chapter 5 | মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর

0

বহুমুখী নদী পরিকল্পনা বলতে কী বোঝ? | বহুমুখী নদী পরিকল্পনার গুরুত্ব বা এর উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো।


বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে বা বহুমুখী নদী পরিকল্পনা বলতে কি বোঝো? 

যে পরিকল্পনার মাধ্যমে কোনো একটি নদীর উপর বাঁধ নির্মাণ করার মাধ্যমে সেই নদী থেকে জল সেচ করা বন্যা নিয়ন্ত্রণ,জলবিদ্যুৎ উৎপাদন, পর্যটন, নৌ-পরিবহন,পানীয় জলের যোগান,শিল্পে জলের যোগান ইত্যাদি বহু মুখী উদ্দেশ্য সাধন করা হয়, সেই পরিকল্পনাকে বহুমুখী নদী পরিকল্পনা বলা হয়।।

বহুমুখী নদী পরিকল্পনার গুরুত্ব বা বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য কী কী? 

ভূমিকাঃ বহুমুখী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে বিভিন্ন উদ্দেশ্য সাধন করা হয়। যেমন -

১ • বহুমুখী নদী পরিকল্পনার মাধ্যমে কোনো নদীর উপর বাঁধ দিয়ে সেই নদীর বন্যা নিয়ন্ত্রণ হয়।

২ • বর্ষাকালে নদীর অতিরিক্ত জলকে নদীসংলগ্ন বিশাল জলাধারে সঞ্চিত করা হয়।

৩ • জলাধারে সঞ্চিত জলকে ব্যবহার করে খালের মাধ্যমে তা কৃষি জমিতে ব্যবহার করা হয়।

৪ • এছাড়াও সঞ্চিত জলকে ব্যবহার করে তা মৎস্য চাষে ব্যবহার করা হয়।

৫• বহুমুখী নদী পরিকল্পনার মাধ্যমে পানীয় জলও সরবরাহ করা হয়।


Tags :

ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ অধ্যায়ের প্রশ্ন উত্তর | মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর ক্লাস টেন ভূগোল প্রশ্ন উত্তর | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর | wb class 10 geography question answer | class 10 geography suggestion | class 10 geography notes


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top