ঝুলন্ত উপত্যকা কাকে বলে? | ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন?| বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের প্রশ্ন উত্তর

0

ঝুলন্ত উপত্যকা কাকে বলে? | ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন?| বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের প্রশ্ন উত্তর 

ঝুলন্ত উপত্যকা কাকে বলে? | ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন?| বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের প্রশ্ন উত্তর


আজকের এই পোস্টের মাধ্যমে আমরা ক্লাস টেনের ভূগোল প্রথম অধ্যায় "বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ " এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন- " ঝুলন্ত উপত্যকা কাকে বলে? এবং ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাতের সৃষ্টি হয় কেন?" এর উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো।।

আজকের বিষয় : 

• ঝুলন্ত উপতাকা বলতে কি বোঝো?  অথবা, ঝুলন্ত উপত্যকা কাকে বলে? 

• ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন অথবা ঝুলন্ত উপত্যকায় কিভাবে জলপ্রপাত সৃষ্টি হয়?

ঝুলন্ত উপত্যকা কাকে বলে? | ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন?  


উওর : ঝুলন্ত উপতাকা বলতে বোঝায়,পার্বত্য অঞ্চলে অনেক সময় অনেক ছোট ছোট হিমবাহ গুলি বিভিন্ন দিক থেকে এসে, একটি বড় হিমবাহ উপত্যকায় এসে পড়ে। ছোট ছোট হিমবাহ গুলি খুব বেশি পরিমান ক্ষয় করতে পারেন। কিন্তু তাদের তুলনায় মূল হিমবাহ অনেক বেশি পরিমাণ ক্ষয়কার্য করে থাকে। ফলে উপহিমবাহ উপত্যকা গুলিকে মূল হিমবাহের উপত্যকার ওপর ঝুলন্ত বলে মনে হয়।। এরুপ হিমবাহ উপত্যকাকে বলা হয় ঝুলন্ত উপত্যকা

ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন? অথবা,ঝুলন্ত উপত্যকায় কিভাবে জলপ্রপাত সৃষ্টি হয়?

এরপর, যেহেতু উপহিমবাহগুলির থেকে মূল হিমবাহের ক্ষয় কার্য অনেক বেশি হয়, সেজন্য মূল হিমবাহের উপত্যকা অনেক গভীর হয়।। অন্যদিকে উপহিমবাহ গুলির ক্ষয় ক্ষমতা অনেক কম হওয়ার জন্য সেগুলি অনেক উঁচুতে অবস্থান করে।। যখন মূল হিমবাহ যখন সম্পূর্ণ রুপে তার উপত্যকা থেকে অপসারিত হয়ে পরে, তখন সেই উপহিমবাহগুলির উপত্যকা বা খাতগুলিকে দেখে মনে হয় যে, সেগুলো যেন প্রধান হিমবাহ উপত্যকায় ঝুলন্ত অবস্থায় রয়েছে।।  যখন প্রধান হিমবাহ তার উপত্যকা থেকে সরে যায়, তখন সেই উপত্যকা অনেক গভীর হয়ে শূন্য অবস্থায় পড়ে থাকে।। এরপর উষ্ণতা বাড়লে যখন সেই হিমবাহ গুলি গলে গিয়ে জলে পরিণত হয়,তখন সেই জল সেই উপরের উপত্যাকা থেকে নিচের সেই শূন্য গভীর উপত্যকায় খুব প্রবল বেগে জলপ্রপাতের ন্যায় নিচে পড়তে শুরু করে।। এভাবেই উপর থেকে নিচে জল পড়ার মাধ্যমে ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয়।। 

আশা করি আজকের এই ব্লগ পোস্ট থেকে তোমরা দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন " ঝুলন্ত উপতাকা বলতে কি বোঝো?  অথবা, ঝুলন্ত উপত্যকা কাকে বলে? এবং ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন? অথবা ঝুলন্ত উপত্যকায় কিভাবে জলপ্রপাত সৃষ্টি হয়? " তার উওর তোমরা পেয়ে গেছো।  যদি লেখাটি ভালো লাগে, তাহলে আমাদের ওয়েবসাইটের অন্যান্য লেখা গুলো পড়ে দেখো।


Tags : 

ঝুলন্ত উপত্যকা কাকে বলে? | ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন?|বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের প্রশ্ন উত্তর 
 বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায় প্রশ্ন উত্তর | ক্লাস টেন ভূগোল প্রশ্ন উত্তর | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর | wb class 10 geography question answer | class 10 geography suggestion | class 10 geography notes 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top