নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? | ‘ভারতের পশ্চিমাবাহিনী নদীর মোহনায় ব-দ্বীপ গড়ে ওঠেনি’- ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো।
![]() |
নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? |
ভূমিকাঃ নর্মদা ও তাপ্তি হলো ভারতের পশ্চিম বাহিনী নদী। এবং আমরা জানি পশ্চিম বাহিনী নদীগুলির বেশিরভাগ নদ- নদীর মোহনায় ই কোনো বদ্বীপ গড়ে ওঠে না।। আর যেকোনো নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার ক্ষেত্রে নদীতে এবং নদীর মোহনা অঞ্চলে বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকা প্রয়োজন।। এবং সেই বৈশিষ্ট্য গুলি কোনো নদীতে না এবং সেই নদীর মোহনা অঞ্চলে না থাকলে, নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না। ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির ক্ষেত্রে অথবা নর্মদা ও তাপ্তি নদীর ক্ষেত্রে সেই বৈশিষ্ট্যগুলি না থাকায় ভারতের বেশিরভাগ পশ্চিম বাহিনী নদীর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠে না।।
নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? | ‘ভারতের পশ্চিমাবাহিনী নদীর মোহনায় ব-দ্বীপ গড়ে ওঠেনি’- ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো।
মোহনা অঞ্চলের বিপরীতমুখী স্রোতঃ নদীর মোহনা অঞ্চলে বিপরীতমুখী সমুদ্র স্রোত এবং বায়ু থাকা প্রয়োজন। যদি নদীর মোহনা অঞ্চলে বিপরীতমুখী সমুদ্র স্রোত এবং বায়ু থাকে, তাহলে নদী যে পরিমাণ পদার্থ সঞ্চয় করে তা, সেখানে বেশি সময় ধরে সঞ্চিত হতে পারে না। যার ফলে সেখানে বদ্বীপ গড়ে ওঠে না।নর্মদা এবং তাপ্তি নদীর গতিপথ অনেক বড় হলেও, এদের মোহনা অঞ্চল বিপরীত স্রোতের বেগ খুব বেশি হওয়ায় নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বেশি পরিমাণে পলি, বালি, পাথরখন্ড ইত্যাদি সঞ্চিত হতে পারেনি।।
পলির পরিমাণঃ নর্মদা এবং তাপ্তি নদীর উপনদীর সংখ্যা কম হওয়ায়,মোট জলের পরিমাণ এবং তার মধ্যে থাকা পলির পরিমাণ খুবই কম। যার ফলে নদীর মোহনা অঞ্চলে বেশি পরিমাণে পলি সঞ্চয় হতে পারে না।। এবং যার ফলে সেখানে কোনো বদ্বীপ গড়ে ওঠে না।
মোহনা অঞ্চলের অধিক গভীরতাঃ
নদীর মোহনায় বদ্বীপ গঠনের ক্ষেত্রে সেই নদীর মোহনা অঞ্চল কম অগভীর হওয়া প্রয়োজন। কারণ নদীর মোহনা অঞ্চল যদি অগভীর হয়, তাহলে নদী সেখানে কম পরিমাণ পলি সঞ্চয় করেও বদ্বীপ গঠন করতে পারে। কিন্তু নর্মদা ও তাপ্তি নদীর মোহনা অঞ্চল খুব বেশি পরিমাণে গভীর হওয়ায়. সেখানে নদী যে পরিমাণ পদার্থ সঞ্চয় করে, তা সেখানে বদ্বীপ গঠনের জন্য যথেষ্ট নয়।
লবনতাঃ নদী যখন কোন সমুদ্রে মিশে,তখন যদি সেই সমুদ্রের জলের সঙ্গে লবণের পরিমাণ খুব বেশি পরিমাণে থাকে তাহলে নদীর পলি অন্যান্য পদার্থের সঙ্গে খুব দ্রুত পরিমাণের জমাট বাঁধতে শুরু করে। যার জন্য খুব অল্পসময়ের মধ্যেই নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে।।। কিন্তু নর্মদা ও তাপ্তি নদীর ক্ষেত্রে এই বিশেষ সুবিধা লক্ষ্য করা যায় না। যার ফলে নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি।।
সুতরাং, উপরোক্ত কারণগুলোর জন্য ভারতের পশ্চিম বাহিনী নদী, নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি।
Tags :