পশ্চিমি ঝঞ্জা বলতে কী বোঝায়? বা পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? | ভারতের পশ্চিমী ঝঞ্ঝার কারণ ও ফলাফল
![]() |
মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর |
আজকে এই ব্লগের মাধ্যমে আমরা মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় বা ক্লাস টেনের ভূগোল পঞ্চম অধ্যায় " ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ " এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় " পশ্চিমী ঝঞ্জা বলতে কী বোঝায় বা পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? এবং পশ্চিমী ঝঞ্জার কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করবো।
পশ্চিমি ঝঞ্জা বলতে কী বোঝায়? বা পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? | ভারতের পশ্চিমী ঝঞ্ঝার কারণ ও ফলাফল
পশ্চিমি ঝঞ্জা বলতে কী বোঝায়? অথবা পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে??
উওর : শীতকালে ভূমধ্যসাগরীয় ধেয়ে আসা অতি দুর্বল ঘূর্ণবাত এর প্রভাবে ভারতের উত্তর-পশ্চিম ভারতের বেশ কিছু অঞ্চল যেমন পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ জায়গাগুলিতে শীতকালের রোদ ঝলমলে দিনগুলিতেও মাঝে মাঝে এক নাগাড়ে দু-তিন দিন ধরে বৃষ্টিপাত হতে থাকে। এবং সেইসঙ্গে এই ঘূর্ণবাত এর প্রভাবে জম্মু-কাশ্মীরে হালকা বৃষ্টিপাতের সঙ্গে তুষারপাত ঘটে যার।। এই ঘটনাই পশ্চিমী ঝঞ্জা নামে পরিচিত।।
ভারতে পশ্চিমী ঝঞ্জার কারণ বা ভারতের পশ্চিমী ঝঞ্জা হয় কেন?
ভারতে শীতকালে বায়ুচাপ বলয় দক্ষিণে সরে যাওয়ার কারণে, উত্তর-পশ্চিম অঞ্চল পশ্চিমাবায়ু বলয়ের অন্তর্ভুক্তি হয়। এর ফলে, ভূমধ্যসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ পশ্চিমা বায়ু এই প্রবেশ করে ও গভীর নিন্মচাপের সৃষ্টি হয়। অনেক সময় সেই নিন্মচাপের কারণে উত্তরপ্রদেশের পূর্বাংশের কিছু অঞ্চল সহ বিহারের বিভিন্ন অঞ্চল এবং পশ্চিমবঙ্গেও এসে হাজির হয়।। এরপর যেই নিন্মচাপ ক্রমশ ঘূর্ণাবর্তের সৃষ্টি করে। এভাবে সৃষ্ট হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবেই জম্বু ও কাশ্মীরে হালকা বৃষ্টিপাত সহ তুষারপাত এবং পাঞ্জাব-হরিয়ানায় বৃষ্টিপাত ঘটায়। মূলত এরকম ভাবেই বা এই কারণেই ভারতে পশ্চিমী ঝঞ্জা হয়।।
পশ্চিমী ঝঞ্ঝার ফলাফলঃ ভারতের পশ্চিমী ঝঞ্ঝার ফলে কিছু ফলাফল রয়েছে। যেমন -
▪ ভারতে শীতকালে পশ্চিমী ঝঞ্ঝার ফলে যে বৃষ্টিপাত হয়, তা শীতকালীন গম চাষের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ।
▪ পশ্চিমা ঝঞ্ঝার ফলে আকাশ মেঘলা থাকে। এছাড়াও রাতে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং হালকা বৃষ্টিপাত ঘটে।
▪ এছাড়া পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর ভারতে মাঝে মাঝে কুয়াশারসৃষ্টি হয়।
Tags :