হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক ও অর্থনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করো | আদিম মানব থেকে প্রাচীন সভ্যতা সমূহ বড় প্রশ্ন উত্তর

0

হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক ও অর্থনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করো | একাদশ শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের বড় প্রশ্ন

হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক ও অর্থনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করো | একাদশ শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের বড় প্রশ্ন
আদিম মানব থেকে প্রাচীন সভ্যতা সমূহ বড় প্রশ্ন উত্তর 


আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের ( Class 11 history chapter 2 questions and answers in bengali ) আদিম মানব থেকে প্রাচীন সভ্যতা সমূহের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ( Class 11 history chapter 2 questions and answers ) " হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক ও অর্থনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করো " এই প্রশ্নের উওর একাদশ শ্রেণির ইতিহাস নোট হিসাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো।

হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক ও অর্থনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করো | একাদশ শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের বড় প্রশ্ন

ভূমিকাঃ পৃথিবীর প্রাচীনতম সভ্যতা গুলির মধ্যে ভারতের হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা ছিল অন্যতম।  আনুমানিক আজ থেকে প্রায় 5,000 বছর পূর্বে ভারতের সিন্ধু নদের উপত্যাকা অঞ্চলে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার পত্তন ঘটেছিল। আমরা সকলেই জানি যে,ভারতের প্রাচীন হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা ছিল যথেষ্ট আধুনিক ও উন্নত। কিন্তু আধুনিক নগর পরিকল্পনার সঙ্গে সঙ্গে হরপ্পা সভ্যতার সামাজিক জীবন কেমন ছিল তা,আমরা নিম্ন আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করবো। 


হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবন : 

শ্রেণী বৈষম্যঃ অনেক ঐতিহাসিকরা হরপ্পা এবং মহেঞ্জোদারোর নগর বিন্যাস দেখে এটা মনে করেন যে, হরপ্পায় শ্রেণী বৈষম্য মূলক বিষয়টা উপস্থিত ছিল।  তারা মনে করেন হরপ্পায় তিন ধরনের শ্রেণীর মানুষ ছিল। যথা- উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত। 

• উচ্চবিত্ত অর্থাৎ প্রথম শ্রেণীতে বসবাস করতো সমাজের পুরোহিত শ্রেণী, সমাজে যাদের আধিপত্য সেই সময় ছিল সবচেয়ে বেশি।

• দ্বিতীয় শ্রেণি অর্থাৎ মধ্যবিত্ত শ্রেণ তে বসবাস করত সে সময়কার ধনী বনিক শ্রেণি, যোদ্ধা, বিভিন্ন কারিগররা। 

• নিম্নবিত্ত অর্থাৎ তৃতীয় শ্রেণীতে বসবাস করতো সমাজের সবচেয়ে দরিদ্র ও অবহেলিত মানুষ গুলি।  নিম্নবিত্ত তৃতীয় শ্রেণীর মানুষ বলতে সেই সময়কার দরিদ্র কৃষক ও শ্রমিকদের বোঝায় যাদের অবস্থা সমাজে সবচেয়ে খারাপ ছিল।

শ্রেণি শোষণঃ এ.এল. বাসাম সহ অনেক ঐতিহাসিকরাই এটা মনে করেন যে,  হরপ্পা সভ্যতায় শ্রেণী শোষণের বিষয়টির অস্তিত্ব ছিল।।  দরিদ্র কৃষক ও শ্রমিকদের উপর সবসময়ই উচ্চবিত্ত লোকেরা বিভিন্ন ভাবে নিজেদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করতো। এছাড়াও দরিদ্র কৃষকদের ও শ্রমিকদের বিভিন্ন পরিশ্রমসাদ্ধ্য কাজ গুলি করতে বাধ্য করা হতো।।

খাদ্যঃ ভারতের প্রাচীন সভ্যতা - হরপ্পা ছিল একটি মূলত কৃষিনির্ভর সভ্যতা। হরপ্পা সভ্যতার অঞ্চলের একটা বিরাট অংশে কৃষি কাজ করা হতো। এবং সেই কৃষিকাজে হরপ্পা সভ্যতার একটি বিরাট অংশ কৃষক হিসেবে নিযুক্ত থাকতো। হরপ্পা সভ্যতা একটি কৃষিনির্ভর সভ্যতা হওয়ায়, সেখানে প্রধানত নিরামিষ খাদ্য প্রধান ছিল। কিন্তু নিরামিষ ছাড়াও হরপ্পা সভ্যতার মানুষজন মাছ,ডিম,মুরগি, ভেড়া ইত্যাদিও খাদ্য হিসেবে গ্রহণ করতো। অর্থাৎ তারা নিরামিষের পাশাপাশি আমিষ খাদ্যও গ্রহণ করতো।


আমোদপ্রমোদঃ হরপ্পা সভ্যতার মানুষ বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করার মাধ্যমে নিজেদের অবসর সময় কাটানোর চেষ্টা করতো। এর পাশাপাশি শিশুদের জন্য নানা ধরনের খেলনা, পুতুল,মুর্তি, ইত্যাদি পাওয়া গেছে। এছাড়াও সাধারণ মানুষের বিনোদনের মাধ্যম হিসেবে নৃত্য-গীত,বিভিন্ন ধরনের খেলা, শিকার, মাছ ধরা ইত্যাদি বিষয়গুলো বলে মনে করা হয়।।

সমাজে নারীর অবস্থানঃ সিন্ধু সভ্যতায় নারীদের বিশেষ সম্মান ছিল বলে মনে করা হয়। কারণ সিন্ধু সভ্যতা ছিল একটি মাতৃতান্ত্রিক সমাজ। সিন্ধু সভ্যতায় খনন কার্যের ফলে বেশকিছু অর্ধ নগ্ন নারী মূর্তি দেখে ঐতিহাসিকগণ এটা অনুমান করেন যে, এই সভ্যতার নারীরা যথেষ্ট স্বাধীনতা ভোগ করতেন। এবং তার ফলেই তারা এরকম পোশাক পরার স্বাধীনতা ভোগ করতেন। 

হরপ্পা সভ্যতার অধিবাসীদের অর্থনৈতিক জীবন :

হরপ্পা সভ্যতার আদিবাসীরা বিভিন্ন অর্থনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল। হরপ্পা সভ্যতায় যে তিন ধরনের শ্রেণীর মানুষ বসবাস করতো,তারা প্রত্যেকে আলাদা আলাদা কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতো। যার ফলে তাদের অর্থনৈতিক অবস্থাও আলাদা হতো। যেমন - 

কৃষিকাজঃ হরপ্পা সভ্যতা ছিল মূলত একটি কৃষিভিত্তিক সভ্যতা। হরপ্পা সভ্যতার একটি বিরাট অংশের জনগণ কৃষি কাজ করতো। হরপ্পা সভ্যতার মূলত যে ধরনের চাষবাস করা হতো, তার মধ্যে ছিল - গম, যব তুলো, ধান ইত্যাদি। এছাড়াও বিভিন্ন ধরনের ফলমূল ও শাকসবজিও চাষ করা হতো। 


শিল্পঃ হরপ্পা সভ্যতার বিভিন্ন শিল্পের বিকাশ ঘটেছিল। এবং সেসব শিল্পের মাধ্যমে পরবর্তীতে হরপ্পা সভ্যতায় বাণিজ্যের বিকাশ ঘটেছিল। হরপ্পা সভ্যতার বিভিন্ন ধরনের শিল্পের মধ্যে ছিল - বস্ত্র বয়ন শিল্প,ধাতুশিল্প,মৃৎশিল্প, হাতির দাঁতের শিল্প, কাষ্ঠ শিল্প ইত্যাদি। 

বাণিজ্যঃ হরপ্পা সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা ছিল বাণিজ্য। হরপ্পা সভ্যতার বণিকদের পণি বলা হত। হরপ্পা সভ্যতায় মূলত দুই ধরনের বাণিজ্যের অস্তিত্ব ছিল। যথা অভ্যন্তরীণ বাণিজ্য এবং বৈদেশিক বাণিজ্য। হরপ্পা সভ্যতায় প্রাপ্ত কিছু সিলমোহরে নৌকা, জাহাজ, মাস্তুল মাঝি ইত্যাদির ছবি থেকে মনে করা হয় যে, তখনকার মানুষজন সামুদ্রিক বাণিজ্য করতো। হরপ্পা সভ্যতায় সুতিবস্ত্র,,খাদ্যশস্য,,ময়ূর, হাতির, দাঁতের সামগ্রী,,নীলকান্তমণি অন্যান্য মণিমুক্তা প্রভৃতি রপ্তানি করা হতো। এছাড়াও হিমালয় থেকে দেবদারু, মহীশূর থেকে সোনা,রাজস্থানের ক্ষেত্রী থেকে তামা,চুনাপাথর, পারস্য থেকে রুপো, মধ্যে এশিয়া থেকে জেড পাথর ইত্যাদি সিন্ধু সভ্যতার আমদানি করা হতো বলে মনে করা হয়। সেই সময় মুদ্রা ব্যবস্থার প্রচলন না থাকায় বিনিময় প্রথার মাধ্যমে আমদানি- রপ্তানির কাজ চলতো। 

পশুপালনঃ হরপ্পা সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা ছিল পশুপালন। হরপ্পা সভ্যতার আদিবাসীরা নিজেদের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন পশুকে পোষ মানিয়ে ছিল। যেমন - মুরগি,ছাগল, গরু, মহিষ ভেড়া ইত্যাদি। তারা অনেক সময় পশুশক্তিকে কৃষি কাজে লাগাতো। এছাড়াও খাদ্য সংগ্রহ,বিভিন্ন যানবাহন তৈরির ক্ষেত্রেও তারা পশুকে ব্যবহার করতো।


Tags : একাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় বড় প্রশ্ন উত্তর | আদিম মানব থেকে প্রাচীন সভ্যতা সমূহ বড় প্রশ্ন উত্তর | wb class 11 history question answer | class 11 history suggestion 2022 | Class 11 history chapter 2 questions answers in bengali | WB Class 11 history notes 


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top