বার্খান বালিয়াড়ি এবং সিফ বালিয়াড়ি কাকে বলে? || অনুদৈর্ঘ্য এবং বার্খান বালিয়াড়ির মধ্যে পার্থক্য কী? || বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায় প্রশ্ন উত্তর

0

তির্যক বা বার্খান বালিয়াড়ি এবং সিফ বালিয়াড়ি বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি কাকে বলে? || অনুদৈর্ঘ্য এবং বার্খান বালিয়াড়ির মধ্যে তিনটি পার্থক্য লেখো।

তির্যক বা বার্খান বালিয়াড়ি এবং সিফ বালিয়াড়ি বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি কাকে বলে? || অনুদৈর্ঘ্য এবং বার্খান বালিয়াড়ির মধ্যে তিনটি পার্থক্য লেখো।
বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের প্রশ্ন উত্তর

আজকের বিষয় : 

• তির্যক বালিয়াড়ি বা বার্খান বালিয়াড়ি কাকে বলে? 

• সিফ বালিয়াড়ি বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি কাকে বলে? 

• অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা সিফ বালিয়াড়ি এবং বার্খান বালিয়াড়ি বা তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো।

তির্যক বা বার্খান বালিয়াড়ি এবং সিফ বালিয়াড়ি বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি কাকে বলে? || অনুদৈর্ঘ্য এবং বার্খান বালিয়াড়ির মধ্যে তিনটি পার্থক্য লেখো।

তির্যক বালিয়াড়ি বা বার্খান বালিয়ারি কী??

উওর : মরুভূমি অঞ্চলে বায়ু প্রবাহ পথের সাথে আড়াআড়ি ভাবে গড়ে ওঠা অর্ধচন্দ্রাকার বালিয়াড়ি গুলিকে তির্যক বালিয়াড়ি বা বার্খান বালিয়ারি বলে।

বার্খান এর কয়েকটি বৈশিষ্ট্য হলো -

• বার্খানের দুই কিনারায় অর্ধচন্দ্রাকার দুটি সিং এর মতো অংশ দেখতে পাওয়া যায় 

• বার্খান এর সামনের দিকটা উত্তর এবং পেছনের দিকটা অনেকটা অবতল লেন্সের মতো দেখতে হয়।

সিফ বালিয়াড়ি বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি কাকে বলে???

উওর : মরুভূমি অঞ্চলে বায়ু প্রবাহের সমান্তরালে গড়ে ওঠা দীর্ঘ ও সংকীর্ণ শৈলশিরার মতো বালির পাহাড় গুলোকে সিফ বালিয়াড়ি বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বলা হয়।।

সিফ বালিয়াড়ি কয়েকটি বৈশিষ্ট্য - 

• এর প্রস্থ এর উচ্চতার প্রায় ছয় গুণ হয়।

• এগুলোর উচ্চতা প্রায় 100 মিটার পর্যন্ত হয় এবং এর দৈর্ঘ্য প্রায় কয়েকশো কিলোমিটার পর্যন্ত হয়।।

অনুদৈর্ঘ্য এবং বার্খান বালিয়াড়ির মধ্যে তিনটি পার্থক্য লেখো।

উওর : অনুদৈর্ঘ্য বালিয়াড়ি এবং বার্খান বালিয়াড়ি মধ্যে পার্থক্য -

গঠন :

• অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বায়ুপ্রবাহের সমান্তরালে গড়ে ওঠে।

•  বার্খান বালিয়াড়ি বায়ু প্রবাহের গতিপথে আড়াআড়ি ভাবে বা লম্বভাবে গড়ে ওঠে।

আকৃতি :

• অনুদৈর্ঘ্য বালিয়াড়ির আকৃতি অনেকটা তলোয়ারের মতো।

• বার্খান বালিয়াড়ি আকৃতি অনেকটা অর্ধচন্দ্রাকার।

উচ্চতা :

• অনুদৈর্ঘ্য বালিয়াড়ির দৈর্ঘ্য প্রায় 50-200মিটার এবং প্রস্থ প্রায় 1 কিমি পর্যন্ত হয়ে থাকে।।

• বার্খানের দৈর্ঘ্য প্রায় 20-200 মিটার এবং প্রস্থ প্রায় 30-150 মিটার হয়। 

অবস্থান :

• সিফ বালিয়াড়ি বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি একে অপরের সমান্তরালে অবস্থান করে।

• বার্খান বালিয়াড়ি ইতস্তত বিক্ষিপ্তভাবে অবস্থান করে।

বৈশিষ্ট্য :

• অনুদৈর্ঘ্য বালিয়াড়ির মধ্যে করিডোর দেখা যায়।

• বার্খান বালিয়াড়ি দু-প্রান্তে দুটি শিং এর মতো থাকে।।

অবস্থান :

• অনুদৈর্ঘ্য বালিয়াড়ি প্রধানত আরব মরুভূমি দেখা যায়।

• বার্খান বালিয়াড়ি প্রধানত ছাড়াও কালাহারি মরুভূমিতে দেখা যায়।।


Tags :

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায় প্রশ্ন উত্তর | ক্লাস টেন ভূগোল প্রশ্ন উত্তর | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর | wb class 10 geography question answer | class 10 geography suggestion |class 10 geography notes

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top