WB Class 11 History MCQ Question Answer | WB Class XI History MCQ Question Answer

0

একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উত্তর দ্বিতীয় অধ্যায় MCQ | WB Class 11 History Question Answer & Notes

 

একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উত্তর দ্বিতীয় অধ্যায় MCQ | WB Class 11 History Question Answer & Notes
একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওর


আজকের এই পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায় " আদিম মানব থেকে প্রাচীন সভ্যতাসমূহ " এর থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক বা mcq প্রশ্ন-উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করবো। এর আগের পোস্টে আমরা একাদশ শ্রেণির ইতিহাস সাজেশন 2022 তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এবং তারপর আমরা একাদশ শ্রেণির ইতিহাস সাজেশন 2022 হিসেবে যে সমস্ত প্রশ্ন রেখেছিলাম, আর তার বেশিরভাগ প্রশ্নের উত্তর আমাদের ওয়েবসাইটে করে দেওয়া হয়েছে। সুতরাং তোমরা চাইলে তার উওর সেখান থেকে দেখে নিতে পারো।।

একাদশ শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর | WB Class 11 History MCQ Question Answer 

1- কোন্ যুগে ডাইনোসোরদের আবির্ভাব ঘটেছিল? 

A-আর্কিওজোয়িক যুগে

B- প্রোটেরোজোয়িক যুগে

C- মেসোজোয়িক যুগে 

D- প্যালিওজোয়িক যুগে

উওর : মেসোজোয়িক যুগে 


2. কোন্ যুগে অস্ট্রালোপিথেকাস বা রামাপিথেকাসের উদ্ভব ঘটেছিল?

A-প্যালিওসিন যুগে 

B-অলিগোসিন যুগে

C-মায়োসিন যুগে

D- প্লায়োসিন যুগে

উওর : মায়োসিন যুগে


3. আদিম মানুষ ‘হাত-কুঠার’ ব্যবহার করত— 

A- প্রাচীন প্রস্তর যুগে

B- মধ্য প্রস্তর যুগে

C- তাম্র-প্রস্তর যুগে

D- নব্য প্রস্তর যুগে

উওর : প্রাচীন প্রস্তর যুগে


4. কোন্ যুগকে ‘ক্ষুদ্র প্রস্তর যুগ’ নামে অভিহিত করা হয়? 

A- প্রাচীন প্রস্তর যুগকে

B- মধ্য প্রস্তর যুগকে

C- নব্য প্রস্তর যুগকে

D- তাম্র-প্রস্তর যুগকে

উওর : মধ্য প্রস্তর যুগকে।


5. একটি লিটল এপ-এর উদাহরণ হল-

A- গোরিলা

B- শিম্পাঞ্জি

C- গিবন

D- ওরাং ওটাং

উওর : গিবন


6. ইজিপ্টোপিথেকাসের জীবাশ্ম আবিষ্কার করেন - 

A-এলউইন সাইম

B- লুই লিকি

C- টিম হোয়াইট

D- জোহানসন 

উওর : এলউইন সাইম


7. ‘হোমো হাবিলিস’ কথার অর্থ হল—

A- দণ্ডায়মান মানুষ

B- দক্ষ মানুষ

C- বুদ্ধিমান মানুষ

D- বনমানুষ

উওর : দক্ষ মানুষ


8. ‘হোমো ইরেক্টাস' কথার অর্থ হল -

A- দণ্ডায়মান মানুষ 

B- বুদ্ধিমান মানুষ

C- দক্ষ মানুষ

D- বনমানুষ

উওর ; দণ্ডায়মান মানুষ 


9. পিকিং মানবের জীবাশ্ম সর্বপ্রথম আবিষ্কার করেন - 

A-লুই লিকি

B- জোহানসন

C- এলউইন সাইম 

D- পেই ওয়েন চুং

উওর : পেই ওয়েন চুং


10. পৃথিবীতে প্রথম আধুনিক মানুষের আবির্ভাব ঘটেছিল—

A- এশিয়ায়

B- আফ্রিকায়

C- ইউরোপে

D- অস্ট্রেলিয়ায়

উওর : আফ্রিকায়


11. আদিম মানুষ সর্বপ্রথম পোষ মানিয়েছিল— 

A- গোরুকে 

B- ছাগলকে

C- ঘোড়াকে

D- কুকুরকে

উওর : ঘোড়াকে।


12- মানুষ সর্বপ্রথম কোন শস্যের চাষে অভ্যস্ত হয়েছিল - 

A- ধান 

B- গম

C- তুলো

D- সব

উওর : গম


13. মহেনজোদারো কোন নদীর তীরে অবস্থিত ছিল? 

A- রাভি বা ইরাবতী

B- ভোগাবর

C - সিন্ধু

D - শতদ্রু


14. হরপ্পা সভ্যতার স্নানাগারটি কোথায় আবিষ্কৃত হয়েছে? 

A- হরপ্পায় 

B- লোথালে

C- মহেন-জো-দারোতে 

D- কালিবঙ্গানে

উওর : মহেন-জো-দারোতে 


15. হরন সভ্যতার শস্যাগারটি কোথায় আবিষ্কৃত হয়েছে?

A- হরপ্পায় 

B- লোথালে

C- মহেন-জো-দারোতে 

D- কালিবঙ্গানে

উওর : হরপ্পায়


16. গুরুত্বপূর্ণ কোন্ পশুকে হরপ্পার বাসিন্দারা পোষ মানাতে পারেনি?

A- গোরুকে 

B- ঘোড়াকে 

C- উটকে 

D- মোষকে 

উওর : ঘোড়াকে


17. পশুপতি শিবের মূর্তি পাওয়া গেছে— 

A- মিশরীয় সভ্যতায় 

B- সুমেরীয় সভ্যতায়

C- মেহেরগড় সভ্যতায় 

D -হরপ্পা সভ্যতায় 

উওর : হরপ্পা সভ্যতায় 


18. মিশরকে নীলনদের দান বলে উল্লেখ করেছেন -

A-হেরোডোটাস

B- থুকিডিডিস

C- ডায়াডোরাস

D- প্লিনি

উওর : হেরোডোটাস


19. কোথাকার প্রাচীন রাজাদের 'ফ্যারাও' বল্লা হত? 

A- মেসোপটেমিয়ার 

B- মিশরের

C- চিনের

D- সুমেরের

উওর : মিশরের


20- মিশরে সবচেয়ে বড়ো পিরামিডটি হল—

A- খুফুর পিরামিড

B- মেনকুরার পিরামিড

C- নেফরার পিরামিড 

D- রামেসিসের পিরামিড 

উওর : খুফুর পিরামিড


21. মিশরে ঈশ্বর ও মানুষের মধ্যে সংযোগ রক্ষা করত - 

A- পুরোহিত

B- ফ্যারাও

C- সন্ন্যাসী

D- দেবদূত

উওর : ফ্যারাও


22- প্রাচীন কোন্‌ সভ্যতায় হায়ারোগ্লিফিক লিপি প্রচলিত ছিল? 

A- সুমেরীয় সভ্যতায়

B- মিশরীয় সভ্যতায় 

C- ব্যাবিলনীয় সভ্যতায় 

D- হরপ্পা সভ্যতায়

উওর : মিশরীয় সভ্যতায় 


23. সুমেরীয়রা কোন গাছকে 'জীবন বৃষ্ণ' বলত?

A- আম

B- আপেল

C- খেজুর

D- কমলালেবু

উওর : খেজুর


24. সুমেরীয়দের সমুদ্র ও মাতৃদেবী ছিলেন—

A- আন

B- নাম্বা 

C - কি

D - এনকি 

উওর : নাম্বা


25. সুমেরীয়দের আকাশের দেবতা ছিলেন - 

A- আন

B- নাম্বা 

C - কি

D - এনকি 

উওর : নাম্বা

উওর : আন।


26. হোমো ইরেক্টাসের উদাহরণ হল - 

A-পিকিং মানব

B- জাভা মানব

C- ড্রায়োপিথেকাস মানব

D- নিয়ান্ডারথাল মানব

উওর : ড্রায়োপিথেকাস মানব


আশা করি আজকের এই পোস্টে ক্লাস 11 ইতিহাস দ্বিতীয় অধ্যায় " আদিম মানব থেকে প্রাচীন সভ্যতাসমূহ " থেকে যে সমস্ত MCQ প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে, তা তোমাদের ভালো লেগেছে। ক্লাস 11 এর ইতিহাসের এই প্রশ্ন উওর গুলো যদি তোমাদের ভালো লাগে,তাহলে আমাদের ওয়েবসাইটে একাদশ শ্রেণির ইতিহাস বড় প্রশ্ন উওর হিসাবে অনেক পোস্ট করা রয়েছে। তোমরা চাইলে সেগুলো দেখতে পারো।

Tags : 

একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উত্তর | WB class XI History MCQ Question Answer | wb class xi history 2nd chapter mcq question answer | WB Class 11 History MCQ & SAQ Question Answer | একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উত্তর প্রথম অধ্যায় | WB Class 11 History Question Answer & Notes | Class 11 History MCQ | Class 11 History SAQ Question Answer | Class 11 History Notes | Class 11 History Suggestion 


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top