সংস্কৃত যন্ত্র বিখ্যাত কেন? অথবা সংস্কৃত যন্ত্র কি? | ছাপাখানার ইতিহাসে বিদ্যাসাগরের নাম স্মরণীয় কেন
বিকল্প চিন্তা ও উদ্যোগ অধ্যায় প্রশ্ন উত্তর |
উওর : উনিশ শতকে বাংলায় যে সমস্ত ছাপাখানা গড়ে উঠেছিল,তার মধ্যে একটি অন্যতম ছাপাখানা ছিল সংস্কৃত যন্ত্র। সংস্কৃত যন্ত্র নামক ছাপাখানা, তৎকালীন সময়ের দুজন বিখ্যাত পন্ডিত মদনমোহন তর্কালঙ্কার এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত করেছিলেন।
সংস্কৃত যন্ত্র নামক ছাপাখানাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং মদনমোহন তর্কালঙ্কার 1847 খ্রিস্টাব্দে কলকাতা 62 নং আমহাস্র্ট স্ট্রীটে যৌথ উদ্যোগে প্রতিষ্ঠা করেছিলেন। 1847 খ্রিস্টাব্দে যখন সংস্কৃত যন্ত্র শুরু হয়েছিল, তখন সংস্কৃত যন্ত্রের মালিকানা ছিল দুজনের অর্থাৎ বিদ্যাসাগর এবং মদনমোহন তর্কালঙ্কারের। কিন্তু পরবর্তীকালে কোনো এক কারণে মদনমোহন তর্কালঙ্কার সংস্কৃত ছাপাখানা থেকে বেরিয়ে আসেন।
এরপর সংস্কৃত যন্ত্রের সমস্ত মালিকানা ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একার এর হাতে চলে যায়। সংস্কৃত যন্ত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একাএ দায়িত্বে থাকার সময়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত যন্ত্র থেকে বিভিন্ন ধরনের প্রকাশনা শুরু করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিখ্যাত রচনা বর্ণপরিচয় এর প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ সংস্কৃত যন্ত্র থেকেই তিনি প্রকাশ করেছিলেন। এছাড়া উনিশ শতকে ছাপাখানার ইতিহাসে প্রকাশিত বিখ্যাত এক গ্রন্থ ভারতচন্দ্রের " অন্নদামঙ্গল " বিদ্যাসাগরের সংস্কৃত যন্ত্র থেকেই প্রকাশিত হয়েছিল। এবং এভাবেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার সংস্কৃত যন্ত্রের মাধ্যমে এক বা একাধিক পুস্তক পুস্তিকা প্রকাশনার মাধ্যমে তিনি সংস্কৃত যন্ত্রকে কেন্দ্র করেই বিদ্যাবণিক এ পরিনত হয়েছিলেন।