বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের প্রশ্ন উওর || ক্লাস টেনের ভূগোল প্রশ্ন উওর || মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৩

0

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের প্রশ্ন উওর || ক্লাস টেনের ভূগোল প্রশ্ন উওর || মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৩

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের প্রশ্ন উওর || ক্লাস টেনের ভূগোল প্রশ্ন উওর || মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৩


আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা ক্লাস টেনের ভূগোল প্রথম অধ্যায় ( WB Class 10 Geography Chapter 1 ) "বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ " এর অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন- " বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? পর্যায়ন প্রক্রিয়া কাকে বলে?, অবরোহন প্রক্রিয়া কাকে বলে?, আরোহন প্রক্রিয়া কাকে বলে?, পর্যায়িত ভূমি কাকে বলে?, আবহবিকার কাকে বলে?, ক্ষয়ীভবন কাকে বলে?, নগ্নীভবন কাকে বলে?, নগ্নীভবন কাকে বলে? " ইত্যাদি প্রশ্নগুলির উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো।।

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের প্রশ্ন উওর || ক্লাস টেনের ভূগোল প্রশ্ন উওর || মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৩

আজকের বিষয় :

• বহির্জাত প্রক্রিয়া কাকে বলে?
• পর্যায়ন প্রক্রিয়া কাকে বলে?
• অবরোহন প্রক্রিয়া কাকে বলে?
• আরোহন প্রক্রিয়া কাকে বলে?
• পর্যায়িত ভূমি কাকে বলে?
• আবহবিকার কাকে বলে?
• ক্ষয়ীভবন কাকে বলে? 
• নগ্নীভবন কাকে বলে?"

◆ বহির্জাত প্রক্রিয়া কাকে বলে?

উওরঃ ভূপৃষ্ঠের স্থিতিশীল ও গতিশীল প্রাকৃতিক শক্তি গুলি দীর্ঘ সময় ধরে যে সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে শিলামন্ডলের উপরিভাগে বিভিন্ন উচ্চতার ভূমিরূপের পরিবর্তন ঘটায়,ভাস্কর্য সৃষ্টি করে এবং তাদের মধ্যে ধীরে ধীরে সমতা সৃষ্টি করে  একটি সামঞ্জস্যপূর্ণ সাধারণত তল বা সমান ভূমিরূপ সৃষ্টি করে, সেই সমস্ত প্রক্রিয়াগুলিকে একত্রে বহির্জাত প্রক্রিয়া বলে।।

অবরোহন, আরোহন, আবহবিকার,  পর্যায়ন ইত্যাদি প্রক্রিয়ার মাধ্যমে বহির্জাত প্রক্রিয়া ঘটে।  বহির্জাত প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্য হলো এই যে - এই প্রক্রিয়ায় ভূমিরূপের পরিবর্তন সাধন বাইরে থেকে সম্পন্ন হয়।


১. পর্যায়ন প্রক্রিয়া কাকে বলে?

উওরঃ ক্ষয়সীমা সাপেক্ষে অসমত ও বন্ধুর ভূমিরূপ  সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে পর্যায়ন প্রক্রিয়া বলা হয়।

পর্যায়ন প্রক্রিয়াটি মূলত অবরোহন এবং আরোহন প্রক্রিয়ার সম্মিলিত ফল।

২. অবরোহন প্রক্রিয়া কাকে বলে?

উওরঃ বিভিন্ন ধরনের বহির্জাত প্রাকৃতিক শক্তির মাধ্যমে ভূপৃষ্ঠের বিভিন্ন উচু স্থান গুলি ধীরে ধীরে ক্ষয়ের মাধ্যমে ক্রমশ নিচু ভূমিতে পরিণত হয়।  এই প্রক্রিয়াকে অবরোহন প্রক্রিয়া বলে। অবরোহন প্রক্রিয়ার অপর নাম নগ্নীভবন।

৩. আরোহন প্রক্রিয়া কাকে বলে?

উওরঃ বিভিন্ন ধরনের বহির্জাত প্রাকৃতিক শক্তির  মাধ্যমে ভূপৃষ্ঠের বিভিন্ন নিচু অংশগুলি ক্রমশ বিভিন্ন পদার্থের সঞ্চয় কাজের মাধ্যমে ভরাট হয়ে উঁচু ভূমিতে পরিণত হয়। ভূপৃষ্ঠের নিচু স্থান সঞ্চয় কাজের মাধ্যমে উঁচু হওয়ার প্রক্রিয়াকেই আরোহন প্রক্রিয়া বলা হয়।

৪. পর্যায়িত ভূমি কাকে বলে?

উওরঃ বহির্জাত শক্তির মাধ্যমে ভূপৃষ্ঠের কোনো অসমতল অংশ যখন ক্ষয়কার্য এবং সঞ্চয় কাজের মাধ্যমে ধীরে ধীরে সমতল ভূমিতে পরিণত হয়,তখন সেই ভূমিরূপকে পর্যায়িত ভূমি বলা হয়।

আরোহন প্রক্রিয়া এবং অবরোহন প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের অসমতল ভূমিরূপ পর্যায়িত ভূমিতে পরিণত হয়।।

৫. আবহবিকার কাকে বলে?

উওরঃ আবহাওয়ার বিভিন্ন উপাদান গুলি যেমন-  উষ্ণতা,তাপমাএান ও বৃষ্টিপাত ইত্যাদির মাধ্যমে ভূপৃষ্ঠের বিভিন্ন অংশের শিলাসমূহ যান্ত্রিক পদ্ধতিতে ভেঙেচুরে চূর্ণ বিচূর্ণ হয়।  এবং রাসায়নিক পদ্ধতিতে সেই শিলাসমূহ বিয়োজিত হয়। শিলার এরকম যান্ত্রিক পদ্ধতিতে চূর্নবিচুর্ন এবং রাসায়নিক পদ্ধতিতে বিয়োজিত হওয়াকেই আবহবিকার বলা হয়।

৬. ক্ষয়ীভবন কাকে বলে?

উওরঃ ক্ষয়ীভবন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ভূপৃষ্ঠের বিভিন্ন ক্ষয়কারী শক্তি দ্বারা যে সব পদার্থ ক্ষয় হয়, সেই পদার্থ গুলি এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হওয়ার প্রক্রিয়াকেই ক্ষয়ীভবন বলা হয়।।

জলধারা বা নদী, হিমবাহ ও সমুদ্র বায়ু প্রভৃতি প্রাকৃতিক শক্তির মাধ্যমে ক্ষয়ীভবন হয়ে থাকে।

৭. নগ্নীভবন কাকে বলে? 

উওরঃ  নগ্নীভবন প্রক্রিয়াটি মূলত তিনটি প্রক্রিয়ার সম্মিলিত ফল।।

আবহবিকার,পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবন - এই তিনটি পদ্ধতির যৌথ কার্যের ফলে ভূপৃষ্ঠের উপরিভাগের শিলাস্তরের ক্ষয়ীভূত এবং অপসারিত হয়।  এবং এর পরবর্তীতে নিচের শিলাস্তর উন্মুক্ত হয়ে পড়ে।।  এই প্রক্রিয়াকে নগ্নীভবন বলা হয়।


Tags :

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায় প্রশ্ন উত্তর | ক্লাস টেন ভূগোল প্রশ্ন উত্তর | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর | wb class 10 geography question answer | class 10 geography suggestion | class 10 geography notes

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top