পলল শঙ্কু কী, পলল ব্যজনী কী বা কাকে বলে? || পলল শঙ্কু এবং পলল ব্যজনী কিভাবে গড়ে ওঠে? || মাধ্যমিক ভূগোল প্রথম অধ্যায়ের প্রশ্ন উওর

0

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের প্রশ্ন উওর || ক্লাস টেনের ভূগোল প্রশ্ন উওর || মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৩

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের প্রশ্ন উওর || ক্লাস টেনের ভূগোল প্রশ্ন উওর || মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৩


আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা ক্লাস টেনের ভূগোল প্রথম অধ্যায় ( WB Class 10 Geography Chapter 1 ) "বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ " এর অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন- " পলল শঙ্কু কী অথবা পলল শঙ্কু কাকে বলে?, পলল ব্যজনী কী অথবা পলল ব্যজনী কাকে বলে?, পলল শঙ্কু কিভাবে গড়ে ওঠে?,পলল ব্যজনী কিভাবে গড়ে ওঠে? " ইত্যাদি প্রশ্নগুলির উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো।।

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের প্রশ্ন উওর || ক্লাস টেনের ভূগোল প্রশ্ন উওর || মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৩

আজকের বিষয় :

• পলল শঙ্কু কী অথবা পলল শঙ্কু কাকে বলে? 
• পলল ব্যজনী কী অথবা পলল ব্যজনী কাকে বলে?  
• পলল শঙ্কু কিভাবে গড়ে ওঠে?
•পলল ব্যজনী কিভাবে গড়ে ওঠে?

পলল শঙ্কু কী অথবা পলল শঙ্কু কাকে বলে? 

উওরঃ নদী যখন পর্বতের পাদদেশে এসে পৌঁছায় তখন সেই পাদদেশে অঞ্চলে নদী নুড়ি, কাকর, বালি ইত্যাদি জিনিস সঞ্চয় করে।। যার ফলে পর্বতের পাদদেশে এরূপ সঞ্চয় এর ফলে ত্রিকোণাকৃতি ভূমিরূপের সৃষ্টি হয়।। নদীর সঞ্চয়এর ফলে গড়ে ওঠা এরূপ শঙ্কু আকৃতির ভূমিরূপ কে পলল শঙ্কু বলে।

পলল ব্যজনী কী অথবা পলল ব্যজনী কাকে বলে? 

উওরঃ যখন অনেকগুলি পলল শঙ্কু এক সঙ্গে মিলিত হয়, তখন তাকে দেখতে অনেকটা হাত পাখার মত লাগে।। তখন সেরূপ ভূমিরূপকে পলল ব্যজনী বলে।

পলল শঙ্কু এবং পলল ব্যজনী কিভাবে গড়ে ওঠে?

পলল শঙ্কু কিভাবে গঠিত হয়? 

উওরঃ নদী যখন পার্বত্য অঞ্চল পার করে বেরিয়ে যায়, এবং যখন সে সমভূমিতে নেমে আসে তখন নদী উপত্যকার ঢাল হঠাৎ কমে যাওয়ায়,,নদীর বহন ক্ষমতা এবং তার গতিবেগ দুটোই হঠাৎ করে কমে যায়।। যার ফলে সেই অবস্থায় পর্বতের পাদদেশে নদী তার বাহিত বিভিন্ন পদার্থ গুলি, যেমন-  বালি, কাদা, পলি, পাথরখন্ড ইত্যাদি ধীরে ধীরে সঞ্চয় করতে থাকে।  নদীবাহিত বালি, কাদা, পলি, পাথরখন্ড ইত্যাদি  বিভিন্ন পদার্থ গুলি পর্বতের পাদদেশে সঞ্চিত হতে হতে একসময় তা শঙ্কু আকৃতির ভূমিরূপ গঠন করে,  যাকে পলল শঙ্কু বলা হয়।  এবং এভাবেই পর্বতের পাদদেশে পলল শঙ্কু গড়ে ওঠে।

পলল ব্যজনী কিভাবে গঠিত হয়? 

উওরঃ পলল  শঙ্কুর ওপর দিয়ে প্রবাহিত নদী অসংখ্য শাখায় বিভক্ত হয়ে বিনুনির মতো হয়ে প্রবাহিত হয়।। এর ফলে পলল শঙ্কুর বিস্তৃত হয় ও অর্ধগোলাকৃতি আকৃতি নেয়।। এবং এভাবেই পলল ব্যজনী গড়ে ওঠে।

Tags :

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায় প্রশ্ন উত্তর | ক্লাস টেন ভূগোল প্রশ্ন উত্তর | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর | wb class 10 geography question answer | class 10 geography suggestion | class 10 geography notes

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top