ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ অধ্যায়ের প্রশ্ন উত্তর || wb class 10 geography question answer chapter 5
![]() |
ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ অধ্যায়ের প্রশ্ন উত্তর |
আজকের এই ব্লগের মাধ্যমে আমরা ক্লাস টেনের ভূগোল ( wb class 10 geography ) পঞ্চম অধ্যায় " ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ " ( wb class 10 geography question answer chapter 5 ) এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় " ফসল চাষের সময় অনুযায়ী ভারতীয় ভাষার শ্রেণীবিভাগ করো এবং উদাহরণ বা রবি শস্য কাকে বলে, খারিফ শস্য কাকে বলে এবং জায়িদ শস্য কাকে বলে? " ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করবো। এবং আশাকরবো যে, রবি শস্য কাকে বলে, খারিফ শস্য কাকে বলে এবং জায়িদ শস্য কাকে বলে? , এই প্রশ্ন গুলি নিয়ে তোমাদের যেন আর কোনো অসুবিধা না থাকে।
ফসল চাষের সময় অনুযায়ী ভারতীয় ভাষার শ্রেণীবিভাগ করো এবং উদাহরণ সহ সংজ্ঞা দাও। || রবি শস্য কাকে বলে, খারিফ শস্য কাকে বলে এবং জায়িদ শস্য কাকে বলে?
উওরঃ ভারতে ফসল চাষের সময় অনুযায়ী ভারতীয় ফসলকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। যথা - ১- রবি শস্য ২ -খারিফ শস্য এবং ৩- জায়িদ শস্য।
রবি শস্যঃ প্রধানত জলসেচের উপর নির্ভর করে যে সমস্ত ফসল শীতকালে চাষ করা হয় তাদের রবিশস্য বলা হয়।।
ভারতের রবি শস্য চাষের সময় - ভারতের প্রধান রবিশস্য গুলি চাষ করা হয় শীতকালে। এবং বসন্ত ঋতুতে রবি শস্য কাটা হয়।।
উদাহরণ - গম, যব, তিসি, সরিষা প্রভৃতি হল রবিশস্য এর উদাহরণ।
খারিফ শস্যঃ ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমনকালে, অর্থাৎ বর্ষাকালে যে প্রচুর বৃষ্টিপাত ঘটে সেই বৃষ্টির জলের উপর নির্ভর করে ভারতে যে সমস্ত ফসলের চাষ করা হয়,তাকে খারিফ শস্য বলা হয়।
• সময়: - ভারতে খারিফ শস্য বা ফসল চাষ করা হয় বর্ষাকালে এবং শীতের প্রথম দিকে ফসল কাটা হয়। * উদাহরণ - ধান, পাট, তুলা, ভুট্টা, জোয়ার, বাজরা প্রভৃতি খারিফ শস্যের উদাহরণ।।
জায়িদ শস্যঃ শীতের শেষে ও গ্রীষ্মের শুরুতে যে ফসল চাষ করা হয় এবং বর্ষার পূর্বে ফসল
কাটা হয়, তাকে জায়িদ শষ্য বলা হয়।
• সময় : ভারতের জায়িদ শস্য কোন চাষ করা হয় শীতের শেষে গ্রীষ্ম কালে।। এবং বর্ষার আগে যায় ফসল গুলি তোলা হয়।
• উদাহরণ —শশা, তরমুজ ইত্যাদি।
আশাকরি যে, আজকের এই ব্লগ থেকে তোমরা ক্লাস টেনের ভূগোল পঞ্চম অধ্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় " ফসল চাষের সময় অনুযায়ী ভারতীয় ভাষার শ্রেণীবিভাগের সংজ্ঞা এবং তার উদাহরণ বা রবি শস্য কাকে বলে, খারিফ শস্য কাকে বলে এবং জায়িদ শস্য কাকে বলে? " এসব সম্পর্কে জানতে পেরেছো। যদি পোস্ট টা ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্ট গুলো পড়ে দেখার চেষ্টা করো।
Tags :