মৃত্তিকা ক্ষয়ের প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কারণ গুলি উল্লেখ করো।। || wb class 10 geography question answer chapter 5
![]() |
ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ অধ্যায়ের প্রশ্ন উত্তর |
আজকের এই ব্লগের মাধ্যমে আমরা ক্লাস টেনের ভূগোল ( wb class 10 geography ) পঞ্চম অধ্যায় " ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ " ( wb class 10 geography question answer chapter 5 ) এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় " মৃত্তিকা ক্ষয়ের প্রাকৃতিক কারণ গুলি এবং মৃত্তিকা ক্ষয়ের মনুষ্য সৃষ্ট কারণ গুলি " সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করবো। এবং আশাকরবো যে, মৃত্তিকা ক্ষয়ের প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কারণ গুলি কী কী হতে পারে, এই প্রশ্নটি নিয়ে তোমাদের যেন আর কোনো অসুবিধায় পরতে না হয়।।
মৃত্তিকা ক্ষয়ের প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কারণ গুলি উল্লেখ করো।।
উওরঃ হিমবাহ, জলস্রোত, সমুদ্রের ঢেউ,বায়ু প্রবাহ এবং অন্যান্য বিভিন্ন প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট নানা কারণে মাটির উপরে হাল্কা অংশ ক্ষয়প্রাপ্ত হয় অপসারিত হলে তাকে মৃত্তিকা ক্ষয় বলা হয়।। মৃত্তিকা ক্ষয়ের কারণ গুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয় । যথা- ১- মৃত্তিকা ক্ষয়ের মনুষ্যসৃষ্ট কারণ এবং ২ - মৃত্তিকা ক্ষয়এর প্রাকৃতিক কারণ। মৃত্তিকা ক্ষয়ের প্রাকৃতিক কারণ গুলি এবং মনুষ্য সৃষ্ট কারণগুলির নিন্মলিখিতভাবে বিস্তারে আলোচনা করা হলো।
মৃত্তিকা ক্ষয়ের মনুষ্য কিছু কারণঃ বতর্মানে মৃত্তিকা ক্ষয়ের ক্ষেত্রে প্রাকৃতিক কারণ গুলির চেয়ে মনুষ্য সৃষ্ট কারণগুলির জন্যই অধিক পরিমানে মৃত্তিকা ক্ষয় হয়ে থাকে। মৃত্তিকা ক্ষয়ের ক্ষেত্রে মনুষ্য সৃষ্ট কারণ রয়েছে একাধিক। যেমন -
জনসংখ্যার চাপঃ জনসংখ্যা যত বাড়ছে তত গৃহনির্মাণ, নগরায়ণ,শিল্পায়ন, পরিবহণ প্রভৃতি সংস্থান করতে গিয়ে ব্যাপক মৃত্তিকা ক্ষয় ঘটছে।
অনিয়ন্ত্রিত পশুচারণঃ যথেচ্ছ পশুচারণের কারণে মাটিতে তৃণভূমির আচ্ছাদন বিনষ্ট হয়। ফলে মৃত্তিকা ক্ষয়ে পরােক্ষভাবে সাহায্য করে। এ ছাড়া পশুর পায়ের চাপে নরম মাটি ক্ষতবিক্ষত হয় ও পশুর পায়ের সঙ্গে বাহিত হয়।
অবৈজ্ঞানিক খননঃ যেখানে সেখানে মাটি খুঁড়লে মৃত্তিকা কণা আলগা হয় এবং পরে তা সহজে ক্ষয়প্রাপ্ত হয়।
বৃক্ষচ্ছেদনঃ বৃক্ষ বা উদ্ভিদ মানেই শিকড় দ্বারা মৃত্তিকাকে আটকে ধরা। বিভিন্ন প্রয়ােজনে মানুষ সেই মৃত্তিকা ক্ষয় প্রতিরােধী গাছের বিনাশ ঘটিয়ে
মৃত্তিকা ক্ষয়কে ত্বরান্বিত করতে সাহায্য করছে।
ঝুমচাষঃ পাহাড়ি অঞ্চলের কৃষকরা তাদের চাষের জমি বাড়াতে পাহাড়ের জঙ্গল পুড়িয়ে সে জঙ্গল সাফ করে সেই জমি উদ্ধার করে সেখানে যে চাষ করেন, সেই চাষের পদ্ধতিকেই ঝুমচাষ বলা হয়। এভাবে চাষ করার ফলে অরণ্য ধ্বংস হয়ে মৃওিকা আলগা হয়ে পরে। যার ফএ ঝুম চাষ পদ্ধতিও মৃওিকা ক্ষয়ের জন্যও যথেষ্ট পরিমাণে দায়ী।।
মৃত্তিকা ক্ষয়ের প্রাকৃতিক কারণঃ
মৃত্তিকা ক্ষয়ের ক্ষেত্রে, মনুষ্য সৃষ্ট কারণগুলি যেমন দায়ী, ঠিকই একই ভাবে মৃওিকা ক্ষয়ের ক্ষেত্রে প্রাকৃতিক কারণ গুলিও সমভাবে দায়ী বা প্রভাবশালী। মৃত্তিকা ক্ষয়ের ক্ষেত্রে একাধিক প্রাকৃতিক কারণ রয়েছে। যেমন -
জলপ্রবাহঃ মৃত্তিকা ক্ষয় কারী প্রাকৃতিক শক্তি গুলির মধ্যে জলপ্রবাহ হলো একটি অন্যতম শক্তি।। কোনো স্থানে তীব্র জলপ্রবাহ ঘটলে, জলপ্রবাহের জন্য সেখানে মৃওিকা ক্ষয় হয়। এবং এরুপ ভাবে মৃওিকা ক্ষয়ের মাধ্যমে নালী, র্যাভাইন ইত্যাদির সৃষ্টি হয়।
বৃষ্টিপাতঃ বৃষ্টিপাত দুই ভাবে মৃত্তিকা ক্ষয়কে নিয়ন্ত্রণ বা প্রভাবিত করে। প্রথমতঃ সরাসরি ভাবে বৃষ্টির ফোঁটা মৃত্তিকার ওপর আঘাত করে তার দ্বারা দানাকৃতি গঠনকে ভেঙে মৃত্তিকার কণাগুলিকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে দেয়।
দ্বিতীয়তঃ বৃষ্টির জল কোনো ঢালু অংশ দিয়ে গড়িয়ে নিচে পরতে শুরু করলে, জলপ্রবাহের মাধ্যমে মৃত্তিকা ক্ষয় ঘটায়।
ভূমিধসঃ মৃত্তিকা ক্ষয়ের একটি প্রধান কারণ হল উচ্চ পার্বত্য অঞ্চলের বা খাড়াই পাহাড়ি অঞ্চলের ভূমিধ্বস। উচ্চ পার্বত্য অঞ্চলের বা খাড়াই পাহাড়ি অঞ্চলে মৃওিকা আলগা হয়ে থাকলে, সামান্য বৃষ্টিপাত ঘটলেই সেখানে মৃত্তিকা ক্ষয় হয়।
বায়ুপ্রবাহঃ মরুভূমি অঞ্চলে প্রধানত বায়ুপ্রবাহের মাধ্যমেই মৃত্তিকা ক্ষয় হয়ে থাকে। সাধারণত গাছপালা হীন মৃদু ঢাল যুক্ত শুষ্ক ভূমিতে মাটির স্তর অত্যন্ত আলগা হয়ে থাকে। ফলে সেখানে তীব্র বায়ুপ্রবাহ বাধাহীন ভাবে প্রবাহিত হতে পারে। এরুপ বায়ুপ্রবাহের মাধ্যমেই শিথিল মৃত্তিকা কণা একস্থান থেকে অন্যস্থানে পরিবাহিত হয়ে ফলে মৃত্তিকার ক্ষয় ঘটে। এছাড়াও,মৃত্তিকার ক্ষয়ের ক্ষেত্রে আরও নানা প্রাকৃতিক কারণ রয়েছে, যেগুলো যথেষ্ট পরিমানে মৃত্তিকার ক্ষয় করে থাকে।।
আশাকরি যে, আজকের এই ব্লগ থেকে তোমরা ক্লাস টেনের ভূগোল পঞ্চম অধ্যায় " ভারতের প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশ " এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় " মৃত্তিকা ক্ষয়ের প্রাকৃতিক কারণ গুলি এবং মৃত্তিকা ক্ষয়ের মনুষ্য সৃষ্ট কারণ গুলি " সম্পর্কে জানতে পেরেছো। যদি পোস্ট টা ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্ট গুলো পড়ে দেখার চেষ্টা করো।
Tags :