একাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর | WB Class 11 History MCQ Question Answer
একাদশ শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় প্রশ্ন উওর |
আজকের এই পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় " রাজনৈতিক বিবর্তন শাসনকার্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা " থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বা বহু বিকল্প ভিত্তিক বা mcq প্রশ্ন-উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করবো। এর আগের পোস্টে আমরা একাদশ শ্রেণির ইতিহাস সাজেশন 2022 তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এবং তারপর আমরা একাদশ শ্রেণির ইতিহাস সাজেশন 2022 হিসেবে যে সমস্ত প্রশ্ন রেখেছিলাম, আর তার বেশিরভাগ প্রশ্নের উত্তর আমাদের ওয়েবসাইটে করে দেওয়া হয়েছে। সুতরাং তোমরা চাইলে তার উওর সেখান থেকে দেখে নিতে পারো।।
একাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর | WB Class 11 History MCQ Question Answer
1. প্রথমদিকে গড়ে ওঠা রাষ্ট্রগুলির আকৃতি ছিল—
A- ক্ষুদ্র
B- মাঝারি
C- অতি বৃহৎ
D- বৃহৎ
উওর : ক্ষুদ্র
2. প্রাচীনকালে কোন্ দেশে পলিস বা নগর রাষ্ট্রের বিকাশ ঘটেছিল -
A-ইরানে
B- ম্যাসিডনিয়ায়
C-পারস্যে
D - গ্রিসে
উওর : গ্রিসে
3. প্রাচীন গ্রিসে আনুমানিক কতগুলি পলিসের অস্তিত্ব ছিল?
A- 50
B- 500
C- 1500
D- 3000
উওর : 1500
4- প্লেটোর মতে, একটি আদর্শ পলিসের জনসংখ্যা হওয়া উচিত—
A- 4 হাজার
B- 5 হাজার
C- 6 হাজার
D- 7 হাজার
উওর : 5 হাজার
5- এথেন্সে ম্যাজিস্ট্রেটরা কী নামে পরিচিত ছিল—
A- আরকান
B- ইফর
C- গেরুসিয়া
D- একলেজিয়া
উওর : আরকান
6. রামায়ণে কয়টি জনপদের উল্লেখ আছে
A- ১৬টি
B- ১৮টি
C- ২৫টি
D - ২৭টি
উওর : ২৭টি
7. মহাভারতে কয়টি জনপদের উল্লেখ আছে?
A- ১৬টি
B- ১৮টি
C- ২৫টি
D - ২৭টি
উওর : ২৫টি
8. দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজনপদটির নাম ছিল -
A- পাঞ্চাল
B- অস্মক
C- গান্ধার
D- মল্ল
উওর : অস্মক
9- পাঞ্চাল অস্মক বৃদ্ধি ও মল্ল নামে মহাজনপদ দুটি ছিল -
A- রাজতান্ত্রিক
B- অভিজাততান্ত্রিক
C- প্রজাতান্ত্রিক
D- স্বৈরতান্ত্রিক
উওর : প্রজাতান্ত্রিক
10. উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক রাজা হলেন—
A- বিম্বিসার
B- চন্দ্রগুপ্ত মৌর্য
C- মহাপদ্মনন্দ
D- অজাতশত্রু
উওর : মহাপদ্মনন্দ
11. ভারতে প্রথম ঐতিহাসিক রাজা হলেন-
A- বিম্বিসার
B- চন্দ্রগুপ্ত মৌর্য
C- মহাপদ্মনন্দ
D- অজাতশত্রু
উওর :চন্দ্রগুপ্ত মৌর্য
12. মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন
A-চন্দ্রগুপ্ত মৌর্য
B- বৃহদ্রথ
C- স্কন্ধগুপ্ত
D- অশোক
উওর : চন্দ্রগুপ্ত মৌর্য
13. 'ইন্ডিকা' গ্রন্থটির রচয়িতা ছিলেন -
A- প্লুটার্ক
B- হিউয়েন সাঙ
C- সেলুকাস
D - মেগাস্থিনিস
উওর : মেগাস্থিনিস
14. গুপ্ত যুগের শ্রেষ্ঠ সাহিত্যিক ছিলেন—
A-বিশাখদত্ত
B- পতঞ্জলি
C- কালিদাস
D - শূদ্রক
উওর : কালিদাস
15. প্রাচীন গ্রিক নগর-রাষ্ট্রগুলিতে -- A-জনগণ শাসনকার্যে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে পারত
B-গ্রামের কোনো অস্তিত্ব ছিল না C-বৃহদায়তন সাম্রাজ্যের অস্তিত্বও ছিল।
D -গণতন্ত্রের অস্তিত্ব ছিল না।
উওর : জনগণ শাসনকার্যে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে পারত
16. গ্রিক পলিসগুলির মধ্যে -
A-এথেন ছিল স্বৈরতান্ত্রিক
B- স্পার্টা ছিল অভিজাততান্ত্রিক
C- সকল পলিস ছিল গণতান্ত্রিক
D- সকল পলিস ছিল অভিজাততান্ত্রিক
উওর : সকল পলিস ছিল অভিজাততান্ত্রিক
17- প্রাচীন গ্রিক নগর রাষ্ট্রগুলিতে -
A- বসবাসকারী সকলেই নাগরিক অধিকার ভোগ করত
D- বিদেশিরা নাগরিকদের সমান অধিকার ভোগ করত
C- মহিলারা নাগরিক বলে গণ্য হত না।
D- ক্রীতদাসদের বিভিন্ন নাগরিক অধিকার ছিল।
উওর : মহিলারা নাগরিক বলে গণ্য হত না।
18- অ্যাক্সেপলিস ছিল -
A- পলিসের শাসনকেন্দ্র
B- পলিসের স্থানীয় বাজার
C- গণতান্ত্রিক পলিসের বিচারালয়
D- অভিজাততান্ত্রিক পলিসের বধ্যভূমি
উওর : পলিসের শাসনকেন্দ্র
19- প্রাচীন ভারতে জনপদগুলির উত্থানের পরবর্তীকালে -
A- সাম্রাজ্যের উত্থান ঘটেছিল
B- বৃহৎ সাম্রাজ্যগুলি ভেঙে গিয়েছিল
C- মহাজনপদের উত্থান ঘটেছিল
D- মহাজনপদের ভাঙন শুরু হয়েছিল।
উওর : মহাজনপদের উত্থান ঘটেছিল
20- প্রাচীন ভারতে খ্রিস্টপূর্ব ষোড়শ শতকের অন্যতম ঘটনা ছিল—
A- বৃহৎ সাম্রাজ্যের উত্থান রচনা
B- রামায়ণ ও মহাভারতের
C -জনপদের উত্থান
D- মহাজনপদের উত্থান
উওর : মহাজনপদের উত্থান
21- এথেন্সের জুরি আদালতের নাম ছিল -
A- হেলাইয়া
B- সমিতি
C- ম্যাজিস্ট্রেট
D- ইফর
উওর : হেলাইয়া
22- পাহাড়ের শিখরে প্রতিষ্ঠিত
পলিসের শাসনকেন্দ্রটি ___ নামে পরিচিত ছিল।
A- অক্টোপলিস
B- অ্যাক্রোপলিস
C- পার্সিপলিস
D- অ্যাগোরা
উওর : অ্যাক্রোপলিস
23- মূলত___আক্রমণে পলিসগুলির পতন ঘটে।
A- ম্যাসিডনের
B- পারস্যের
C- মিশরের
D- ইরানের
উওর : ম্যাসিডনের
24- আর্য সমাজে কয়েকটি ____নিয়ে একটি 'জন' গড়ে উঠত।
A - গোত্র
B- গ্রাম
C - পরগনা
D - বিশ
উওর : বিশ
25- পাটলিপুত্র ছিল, রাজধানী। -
A- অবন্তির
B- কোশলের
C- মগধের
D - বৃজির
উওর : মগধের
26-_____ মেগাস্থিনিস ভারতে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আসেন।
A- পারসিক
B- গ্রিক
C- চৈনিক
D- রোমান
উওর : গ্রিক
আশা করি, আজকের এই ব্লগ পোস্টে ক্লাস 11 ইতিহাস অধ্যায় রাজনৈতিক বিবর্তন শাসনকার্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা থেকে যে সমস্ত অতিসংক্ষিপ্ত বা এমসিকিউ প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে, তা তোমাদের ভালো লেগেছে। ক্লাস 11 এর ইতিহাসের এই প্রশ্ন উওর গুলো যদি তোমাদের ভালো লাগে,তাহলে আমাদের ওয়েবসাইটে একাদশ শ্রেণির ইতিহাস বড় প্রশ্ন উওর হিসাবে অনেক পোস্ট করা রয়েছে। তোমরা চাইলে সেগুলো দেখতে পারো।
Tags :