চার্বাক দর্শন প্রশ্ন উওর | একাদশ শ্রেণি চার্বাক দর্শন mcq |
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণীর ভারতীয় দর্শনের দ্বিতীয় অধ্যায় চার্বাক দর্শন (Class 11 Philosophy chapter 2 questions and answers ) এর অনেক গুরুত্বপূর্ণ 30 টি SAQ প্রশ্ন উওর শেয়ার করবো। এর আগের একটি পোস্টে আমরা একাদশ শ্রেণির দর্শন MCQ প্রশ্ন উওর হিসাবে চার্বাক দর্শন অধ্যায়ের বেশি কিছু গুরুত্বপূর্ণ mcq প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম।। আজকে আমরা সেই চার্বাক দর্শন অধ্যায়েরই কিছু গুরুত্বপূর্ণ saq প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো।
চার্বাক দর্শন অধ্যায়ের ৩০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর || Class 11 Charvak Darshan Questions Answers 2024
একাদশ শ্রেণীর দর্শন সমস্ত অধ্যায়ের MCQ, SAQ & LA প্রশ্ন উত্তর এবং গুরুত্বপূর্ণ নোটস দেখতে হলে নিচের লিঙ্কে ক্লিক করো👇👇
WB Class 11 Philosophy Question Answer & Notes
1- কোন দার্শনিক মতবাদ জড়বাদী দর্শনের হিসেবে পরিচিত?
উওর : চার্বাক দার্শনিক মতবাদ জড়বাদী দর্শন হিসেবে পরিচিত।
2- চার্বাক দর্শনকে জড়বাদী দর্শন বলা হয় কেন?
উওর : চার্বাক দর্শন হলো এমন একটি দর্শনের শাখা,যারা বেদের অস্তিত্বে বিশ্বাস করেননা, ঈশ্বরের অস্তিত্বেও বিশ্বাস করেন না। কিন্তু তারা শুধুমাত্র জড়ের অস্তিত্বে বিশ্বাস করেন। কারণ, তাদের মতে একমাত্র জড়ের সত্বা রয়েছে এবং সেখানে চার্বাক দর্শনকে জড়বাদী দর্শন বলা হয়।
3- চার্বাক দর্শনে একমাত্র কোন প্রমাণ কে স্বীকার করা হয়েছে?
উওর : চার্বাক দর্শনে একমাত্র প্রত্যক্ষ প্রমাণ কে স্বীকার করা হয়েছে।।
4- চার্বাক মতে সকল প্রমাণের মূল প্রমাণ কোনটি?
উওর : চার্বাক মতে সকল প্রমাণের মূল প্রমাণ হলো প্রত্যক্ষ।
5- চার্বাক মতে অনুমান প্রমাণ নয় কেন?
উওর : চার্বাক মতে অনুমান প্রমাণ নয় তার কারণ হলো, অনুমানের সাহায্যে কোন কিছু সম্পর্কে যথার্থ জ্ঞান লাভ হয় না। অনুমানের মাধ্যমে প্রাপ্ত জ্ঞান যথার্থ এবং সন্দেহমুক্ত নয়। সে কারণেই অনুমান প্রমাণ নয়।।
6- চার্বাক মতে আত্মা কি?
উত্তর : চার্বাক মতে চৈতন্য বিশিষ্ট দেহ ই হলো আত্মা। অর্থাৎ আত্মা চৈতন্য বিশিষ্ট দেহ ছাড়া আর কিছুই নয়।
7- চার্বাকগন কর্তৃক স্বীকৃত চতুর্ভুজ গুলি কি কি?
উওর : চার্বাকগন কর্তৃক স্বীকৃত চতুর্ভূত গুলি হলো - ক্ষিতি ( পৃথিবী ), অপ (জল), তেজ ( আগুন )ও মরুৎ ( বায়ু )
8- আত্মা সম্পর্কিত চার্বাকদের মতবাদ কি নামে পরিচিত?
উত্তর : আত্মা সম্পর্কিত চার্বাকদের মতবাদ দেহাত্মবাদ অথবা ভূতচৈতন্যবাদ নামে পরিচিত।
## জানেন কী ফিল্ম ডিরেক্টর হতে গেলে কী কী লাগে??
9-চার্বাক মতে পরম পুরুষার্থ কোনটি?
উওর ; চার্বাক মতে দুটি পরম পুরুষার্থের কথা বলা হয়েছে। একটু একটি অর্থ এবং অপরটি হচ্ছে কাম বা ইন্দ্রিয়সুখ। এই দুটির মধ্যে কাম হলো মুখ্য পুরুষার্থ এবং অর্থ হল গৌণ পুরুষার্থ। সুতরাং চার্বাক মতে কাম বা ইন্দ্রিয়সুখকেই পরম পুরুষার্থ বলে উল্লেখ করা হয়েছে।
10- চার্বাক মতে স্বভাব বাদের অর্থ কি?
উওর : চার্বাকদের মতে এ জগত এবং জগতের যাবতীয় বস্তুর ব্যাখার জন্য কোনো অতিন্দ্রীয় সত্তা বা ঈশ্বরের প্রয়োজন নেই। কারণ তাদের মতে, পদার্থের স্বভাব থেকেই এ জগত এবং জগতের সবকিছুর ব্যাখ্যা করা সম্ভব। চার্বাকদের এই মতবাদ ই স্বভাববাদ নামে পরিচিত।
11- চার্বাক স্বভাববাদ যদৃচ্ছাবাদ বলা হয় কেন?
উওর : কারণ চার্বাকদের স্বভাববাদ মতে ক্ষিতি,অপ,তেজ ও মরুৎ এই চারটি মহাভূত নিজেদের স্বভাবগত আকস্মিকভাবে বা যদৃচ্ছভাবে পরস্পরের সঙ্গে মিলিত হয়ে এই জড় জগৎ সৃষ্টি করেছে। এই কারণে চার্বাক স্বভাববাদ যদৃচ্ছাবাদ বলা হয়।
ক্লিক করো👉 : চার্বাক দর্শনের বড়ো প্রশ্ন উওর
12- চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?
উওর ; চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা কে তা সঠিকভাবে বলা সম্ভব নয়. কিন্তু মনে করা হয় চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা হলেন লোক পুত্র বৃহস্পতি।
13- কোন দর্শন লোকায়ত দর্শন নামে পরিচিত?
উওর : চার্বাক দর্শন লোকায়ত দর্শন নামে পরিচিত।
14 - চার্বাক মতে বেদ কাদের দ্বারা রচিত?
উওর : চার্বাক মতে বেদ ভন্ড পুরোহিতের দ্বারা রচিত।
15- সুখলাভকে জীবনের মুল লক্ষ্য বলেছেন কোন দার্শনিক সম্প্রদায়?
উওর : সুখলাভকে জীবনের মুল লক্ষ্য বলেছেন চার্বাক দার্শনিক সম্প্রদায়।
16- অর্থকে সহায়ক পুরুষার্থ কারা বলেছেন?
উওর : চার্বাক দার্শনিকগণ অর্থকে সহায়ক পুরুষার্থ বলেছেন।।
17- " ঋণ করে ঘি খাও " এই অভিমতটি কোন দার্শনিক সম্প্রদায়ের?
উওর : " ঋণ করে ঘি খাও " এই অভিমতটি চার্বাক দর্শন সম্প্রদায়ের।
18- চার্বাক মতে জগতের পরম উপাদান গুলি কি কি?
উওর : চার্বাক মতে জগতের পরম উপাদান গুলি হল ক্ষিতি ( পৃথিবী ), অপ (জল), তেজ ( আগুন ) ও মরুৎ ( বায়ু )।
19 - চার্বাক মতে কোন চারটি উপাদানের সংমিশ্রণে মানবদেহের সৃষ্টি হয়?
উওর : চার্বাক মতে ক্ষিতি ( পৃথিবী ), অপ (জল), তেজ ( আগুন ) ও মরুৎ ( বায়ু ) এই চারটি উপাদানের সংমিশ্রণে মানবদেহের সৃষ্টি হয়।
20- কোন ভারতীয় দার্শনিক সম্প্রদায়ের জন্মান্তরে বিশ্বাস করেন না?
উত্তর : ভারতীয় দর্শন সম্প্রদায়ের চার্বাক দার্শনিক সম্প্রদায় জন্মান্তরে বিশ্বাস করেন না।
21- জগতের উপাদান কারণরূপে চার্বাকরা পঞ্চভূতের কোন উপাদানটি কে রচনা করেন?
উওর : চার্বাক দার্শনিক সম্প্রদায় পঞ্চভূতের আকাশ বা ব্যোম উপাদানটিকে অস্বীকার করেন।
22- " চেতনা হলো জড়ের উপবস্তু " - এটি কাদের মত?
উওর ; এটি চার্বাক দার্শনিকদের মত।
23- চার্বাক কথাটির অর্থ কি?
উওর : হেমচন্দ্র লিখেছেন, "চার্বাক" শব্দটি সংস্কৃত চর্বন থেকে আগত, যার অর্থ ‘দাঁত দিয়ে চিবানো’। চার্বাকবাদীরা যেহেতু ধর্ম ও আধ্যাত্মিকতার বিরোধিতা করেন, তাই সম্ভবত ধর্ম ও আধ্যাত্মিকতার ধ্বংসের সংকেত (চিবিয়ে খাবার পিষে ফেলার সঙ্গে তুলনা করা হয়েছে।
23- চার্বাক মতে দেহের বিনাশ হলে কার বিনাশ হয়?
উওর : চার্বাক মতে দেহের বিনাশ হলে আত্মার বিনাশ হয়।
24- দেহাত্মবাদ কি?
উওর : চার্বাক দার্শনিকদের আত্মা সম্পর্কিত মতবাদ ই দেহাত্মবাদ নামে পরিচিত।
25- চার্বাক মতে চৈতন্যের উৎপত্তি কোথা থেকে হয়েছে?
উওর : চার্বাক মতে ক্ষিতি,অপ,তেজ ও মরুৎ - এই চারটি উপাদানের সংমিশ্রণে চৈতন্যর উৎপত্তি হয়েছে।।
26- চার্বাক সম্প্রদায় কোন কোন ভূত পদার্থ মেনেছেন?
উওর : চার্বাক সম্প্রদায় ক্ষিতি ( পৃথিবী ), অপ (জল), তেজ ( আগুন ) ও মরুৎ ( বায়ু ) এই চারটি ভূত পদার্থ মেনেছেন।
26 - চার্বাক মতে জগৎ কি?
উওর : চার্বাক দার্শনিকদের মতে - ক্ষিতি ( পৃথিবী ), অপ (জল), তেজ ( আগুন ) ও মরুৎ ( বায়ু ) এই চারটি উপাদান পরস্পরের সঙ্গে মিলিত হয়ে যা সৃষ্টি করেছে, তাই হলো জগৎ।
27- আত্মা বিষয়ে চার্বাক মতবাদের নাম লেখ।
উওর : আত্মা বিষয়ে চার্বাক মতবাদ এর নাম হলো দেহাত্মবাদ বা ভূত - চৈতন্যবাদ।
28- কোন দর্শনে চৈতন্যকে দেহের কোন বলা হয়?
উওর : চার্বাক দর্শনে চৈতন্যকে দেহের গুন বলা হয়।
29- চার্বাক মতে মানব জীবনের চরম লক্ষ্য কি?
উওর : চার্বাক মতে মানব জীবনের চরম লক্ষ্য হলো কাম অথবা সুখ ভোগ করা।
30- চার্বাকগন ব্যোম বা আকাশকে স্বীকার করেন না কেন?
উওর ; তার কারণ হলো ব্যোম বা আকাশ প্রত্যক্ষের বিষয় নয়। সেই কারণে চার্বাক গণ আকাশকে স্বীকার করেন না।
আশা করি যে, আজকে আমরা একাদশ শ্রেণীর দর্শন দ্বিতীয় অধ্যায় চার্বাক দর্শন থেকে ( WB Class 11 Philosophy Charvak Darshan) যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেগুলো তোমাদের কাজে লাগবে. যদি আজকের এই প্রশ্ন উওর গুলো তোমাদের ভালো লেগে থাকে,তাহলে আমাদের ওয়েবসাইটে থাকা একাদশ শ্রেণীর দর্শনের অন্যান্য পোস্টগুলো পড়ে দেখো।
Tags :