WB Class XI History Chapter 6 MCQ Question Answer | একাদশ শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর

0

একাদশ শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায় সমাজের ঘটনা প্রবাহ প্রশ্ন উত্তর | WB Class 11 History MCQ Question Answer

একাদশ শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায় সমাজের ঘটনা প্রবাহ প্রশ্ন উত্তর | WB Class 11 History MCQ Question Answer
একাদশ শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উওর

আজকের এই পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায় " সমাজের ঘটনা প্রবাহ " থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক বা mcq প্রশ্ন-উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করবো। এর আগের পোস্টে আমরা একাদশ শ্রেণির ইতিহাস সাজেশন 2022 তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এবং তারপর আমরা একাদশ শ্রেণির ইতিহাস সাজেশন 2022 হিসেবে যে সমস্ত প্রশ্ন রেখেছিলাম, আর তার বেশিরভাগ প্রশ্নের উত্তর আমাদের ওয়েবসাইটে করে দেওয়া হয়েছে। সুতরাং তোমরা চাইলে তার উওর সেখান থেকে দেখে নিতে পারো।।

একাদশ শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায় সমাজের ঘটনা প্রবাহ প্রশ্ন উত্তর | WB Class 11 History MCQ Question Answer


1. ভারতে বর্ণপ্রথার সূচনা হয়েছিল—

A- ঋগ্‌বৈদিক যুগে

B- পরবর্তী বৈদিক যুগে

C- মহাকাব্যের যুগে 

D- প্রতিবাদী আন্দোলনের যুগে 

উওর : ঋগ্‌বৈদিক যুগে


2. গ্রিসের নগর-রাষ্ট্রগুলির মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল—

A- এথেন্স

B- স্পার্টা

C- থিবস

D- বিওসিয়া

উওর : স্পার্টা


3. সর্বপ্রথম দাসবাজার গড়ে উঠেছিল—

A এথেন্সে

B- স্পার্টায়

C- ডেলস-এ

D- কিওস-এ

উওর : স্পার্টায়


4. পতিত ক্ষত্রিয় বলা হয়—

A- ব্রাত্যদের

B- নিষাদদের

C- চণ্ডালদের

D- বহিরাগত কয়েকটি অনার্য জাতিকে

উওর : বহিরাগত কয়েকটি অনার্য জাতিকে


5. অর্থশাস্ত্রে কয় প্রকার বিবাহরীতির উল্লেখ আছে? -

A- ৪ প্রকার

B- ৫ প্রকার

C- ৮ প্রকার 

D- ১২ প্রকার

উওর :  ৮ প্রকার 


6. নারী সর্বোচ্চ কী পরিমাণ স্ত্রীধন নিজের কাছে রাখতে পারত? 

A- ২০০০ পণ 

B- ৩০০০ পণ 

C- ৪০০০ পণ 

D- ৬০০০ পণ

উওর : ২০০০ পণ 


7. নেফারতিতি ও ক্লিওপেট্রা কোন্ দেশের নারী ছিলেন?

A- গ্রিসের

B- মিশরের

C- পারস্যের

D- রোমের 

উওর : মিশরের।


8.ক্লিওপেট্রা কীভাবে আত্মহত্যা করেন?

A- বিষপান করে।

B- সর্পাঘাতে

C- তরবারির আঘাতে

D- আগুনে ঝাঁপ দিয়ে

উওর : সর্পাঘাতে


9. রানি দুর্গাবতী কীভাবে আত্মহত্যা করেন? 

A- বিষপান করে

B- তরবারির আঘাতে

C- আগুনে ঝাঁপ দিয়ে

D- সর্পাঘাতে

উওর : তরবারির আঘাতে


10. রাজিয়া যুদ্ধে কার হাতে বন্দি হয়েছিলেন?

A-আইতিগিনের

B- আলতুনিয়ার

C- বলবনের

D- জুনাইদির

উওর : আলতুনিয়ার


11. প্রাচীন গ্রিসের ক্রীতদাসদের নিয়োগ করা হত—

[i] গৃহকার্যে [ii] খনির কাজে

[iii] কৃষিকাজে [iv] শিক্ষাদানের কাজে

A-[i], [ii], [iii] সঠিক এবং [iv] ভুল।

B-[ii], [iii], [iv] সঠিক এবং [i] ভুল।

C-[i], [iii], [iv] সঠিক এবং [ii] ভুল।

D- [i], [ii], [iv] সঠিক এবং [iii] ভুল।

উওর : A- [i], [ii], [iii] সঠিক এবং [iv] ভুল।


12. স্পার্টার সমাজে প্রধান স্তরগুলি ছিল—

[i] 'স্প্যার্টিয়েট [ii] পেরিওকয়

[iii] হেলট [iv] মেটিক

বিকল্পসমূহ,

A- [i], [ii], [iii] সঠিক এবং [iv] ভুল।

B- [ii], [iii], [iv] সঠিক এবং [i] ভুল।

C- [i], [iii], [iv] সঠিক এবং [ii] ভুল। D- [i], [ii], [iv] সঠিক এবং [iii] ভুল।

উওর : A- [i], [ii], [iv] সঠিক এবং [iii] ভুল।


13. বৈদিক সমাজে ‘পঞ্চম শ্রেণি’র অন্তর্ভুক্ত ছিল—

[i] শূদ্র [ii] মুচি [iii] মেথর [iv] বৈশ্য

বিকল্পসমূহ, 

A-[i], [ii] সঠিক এবং [iii], [iv] ভুল। 

B- [ii], [iii] সঠিক এবং [i], [iv] ভুল।

C- [iii], [iv] সঠিক এবং [i], [ii] ভুল। D- [i], [iv] সঠিক এবং [ii], [iii] ভুল।

উওর : B- [ii], [iii] সঠিক এবং [i], [iv] ভুল।


14. মেগাস্থিনিসের ‘সপ্তজাতিতত্ত্বে’ উল্লিখিত অন্যতম জাতি হল—

[i] বৈশ্য [ii] ক্ষত্রিয় [iii] দার্শনিক [iv] কৃষক

বিকল্পসমূহ •

A-[i], [ii] সঠিক এবং [iii], [iv] ভুল। B- [ii], [iii] সঠিক এবং [i], [iv] ভুল।

C-[iii], [iv] সঠিক এবং [i], [ii] ভুল। D- [i], [iv] সঠিক এবং [ii], [iii] ভুল।

উওর : C-[iii], [iv] সঠিক এবং [i], [ii] ভুল।


15. ভারতীয় জাতিব্যবস্থার সূচনালগ্নে সমাজ-বহির্ভূত অন্ত্যজ জাতি ছিল— [i] শূদ্র [ii] মেথর [iii] ব্রাত্য [iv] নিষাদ

বিকল্পসমূহ •

A- [i], [ii] সঠিক এবং [iii], [iv] ভুল।

B-[ii], [iii] সঠিক এবং [i], [iv] ভুল।

C- [iii], [iv] সঠিক এবং [i], [ii] ভুল।

D- [i], [iv] সঠিক এবং [ii], [iii] ভুল।

উওর : A- [i], [ii] সঠিক এবং [iii], [iv] ভুল।


16. প্রাচীন গ্রিসের অধিকাংশ ক্রীতদাস আসত—

A- যুদ্ধবন্দিদের মধ্য থেকে

B- জলদস্যুদের আক্রমণে বন্দি হওয়া মানুষদের মধ্য থেকে

C- ঋণ পরিশোধে অক্ষম ব্যক্তিদের মধ্য থেকে 

D- বিদেশ থেকে আমদানি করে

উওর : যুদ্ধবন্দিদের মধ্য থেকে


17. কৃষিকাজে নিযুক্ত গ্রিসের ক্রীতদাসরা—

A- ধানচাষ করত

B- পশুচারণ করত

C- প্রভুর গোলাঘরের রক্ষণাবেক্ষণ করত 

D- আঙুরের রস ও জলপাইয়ের তেল নিষ্কাশন করত

উওর : আঙুরের রস ও জলপাইয়ের তেল নিষ্কাশন করত


18. গ্রিসের পেরিওকয়দের সম্পর্কে বলা যায় যে - 

A- তারা ছিল গ্রিসের সর্বাধিক শোষিত শ্রেণি

B- তারা স্বাধীন নাগরিক ও হেলটদের মধ্যবর্তী স্তরে অবস্থান করত 

C- পেরিওকয় ও ক্রীতদাসরা সমপর্যায়ভুক্ত ছিল।

D- তারা সেনাবাহিনীতে যোগদানের অধিকার পোষ

উওর : তারা স্বাধীন নাগরিক ও হেলটদের মধ্যবর্তী স্তরে অবস্থান করত।


19. প্রাচীন ভারতে -

A- হরপ্পা সভ্যতার যুগে জাতিব্যবস্থার উদ্ভব ঘটেছিল

B- জাতিব্যবস্থা থেকে বর্ণপ্রথার উদ্ভব হয়েছিল। 

C- বৈদিক বর্ণপ্রথা থেকে জাতিব্যবস্থার উদ্ভব ঘটেছিল

D- গুপ্তযুগে জাতিব্যবস্থার উদ্ভব ঘটেছিল 

উওর : বৈদিক বর্ণপ্রথা থেকে জাতিব্যবস্থার উদ্ভব ঘটেছিল


20- প্রাচীন ভারতে ব্রাত্য ও নিষাদ ছিল—

A- বৈদিক বর্ণপ্রথার অন্তর্ভুক্ত দুটি জাতি

B- সমাজ-বহির্ভূত দুটি জাতি

C- শূদ্রবর্ণের দুটি শাখা

D- পঞ্চম শ্রেণির অন্তর্ভুক্ত

উওর : সমাজ-বহির্ভূত দুটি জাতি


21- 

21. রাজপুত জাতির উৎপত্তি সম্পর্কিত ‘অগ্নিকুল তত্ত্ব অনুসারে

A- রাজপুতরা ছিল হল খাঁটি আর্য জাতির সন্তান

B-  রাজপুতরা ছিল বিদেশি জাতির বংশধর 

C- রাজপুতরা ছিল মিশ্রজাতি

D- বশিষ্ঠ মুনির যজ্ঞ থেকে রাজপুতদের উৎপত্তি হয়েছিল 

উওর : বশিষ্ঠ মুনির যজ্ঞ থেকে রাজপুতদের উৎপত্তি হয়েছিল


22. হেলটরা ছিল_____ক্রীতদাস।

A- এথেন্সের

B- স্পার্টার

C- এটিকার

D- সিসিলির

উওর : স্পার্টার


23.  দাসবাজারে হাজির করা ক্রীতদাসের বিবরণ লেখা থাকত তাঁর - 

A- বুকে ঝোলানো বোর্ড-এ

B- হাতে ধরা কার্ডে

C-  কার্ডে 

D- বিক্রেতার খাতায়

উওর : বুকে ঝোলানো বোর্ড-এ


24. স্পার্টার সামাজিক কাঠামোতে

সবচেয়ে নির্যাতিত ছিল- 

A- পেরিওকয় 

B- মেটিক

C- স্প্যার্টিয়েট

D- হেলট

উওর : হেলট


25. ভারতে বৈদিক সমাজে___টি বর্ণের অস্তিত্ব ছিল।

A- ৪ 

B- ৫ 

C- ৮ 

D- ১২

উওর : ৪


26. ‘ব্রাত্য’ জাতির ধর্ম ছিল - 

A- বৈদিক ধর্ম 

B- বৌদ্ধধর্ম 

C- শৈবধর্ম

D- বৈষ্ণবধর্ম

উওর : শৈবধর্ম


27- সুলতানি যুগের একমাত্র নারী শাসক ছিলেন - 

A- মমতাজ

B- নূরজাহান

C- লাডলি বেগম

D- রাজিয়া

উওর : রাজিয়া


আশা করি, আজকের এই ব্লগ পোস্টে ক্লাস 11 ইতিহাস ষষ্ঠ অধ্যায় সমাজের ঘটনা প্রবাহ থেকে যে সব এমসিকিউ প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে, তা তোমাদের ভালো লেগেছে। ক্লাস 11 এর ইতিহাসের এই প্রশ্ন উওর গুলো যদি তোমাদের ভালো লাগে,তাহলে আমাদের ওয়েবসাইটে একাদশ শ্রেণির ইতিহাস বড় প্রশ্ন উওর হিসাবে অনেক পোস্ট করা রয়েছে। তোমরা চাইলে সেগুলো দেখতে পারো।


Tags : 

একাদশ শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর | WB Class 11 History MCQ & SAQ Question Answer | wb class xi history question answer | একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উত্তর ষষ্ঠ অধ্যায় | WB Class 11 History Question Answer & Notes | Class 11 History MCQ | Class 11 History SAQ Question Answer | Class 11 History Notes | Class 11 History Suggestion

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top