WB Class 11 Philosophy Question Answer & Notes | একাদশ শ্রেণীর দর্শন জ্ঞানের স্বরূপ এবং জ্ঞান সংক্রান্ত মতবাদ

0

চরমপন্থী ও নরমপন্থী বুদ্ধিবাদের পার্থক্য লেখ। | একাদশ শ্রেণীর দর্শন দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর


WB Class 10 Philosophy Question Answer & Notes | একাদশ শ্রেণীর দর্শন জ্ঞানের স্বরূপ এবং জ্ঞান সংক্রান্ত মতবাদ
একাদশ শ্রেণীর দর্শন প্রশ্ন উওর


ভূমিকাঃ জ্ঞানের উৎপত্তি সংক্রান্ত দুটি মতবাদ রয়েছে। একটি হলো বুদ্ধিবাদী মতবাদ এবং অপরটি হল অভিজ্ঞতাবাদী মতবাদ। জ্ঞানের উৎপত্তি বিষয়ক বুদ্ধিবাদ মতবাদের দুটি ভাগ রয়েছে একটি হলো চরমপন্থী বুদ্ধিবাদ এবং অপরটি হল নরমপন্থী বুদ্ধিবাদ। চরমপন্থী বুদ্ধিবাদ এবং নরমপন্থী বুদ্ধিবাদীদের কিছু ক্ষেত্রে মিল থাকলেও, তাদের মধ্যে বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন - 

◆ জ্ঞানের উৎসগত পার্থক্য :

• জ্ঞানের উৎস সম্পর্কে চরমপন্থী বুদ্ধিবাদীদের মতবাদ হলো- বুদ্ধিই হল যথার্থ জ্ঞানের একমাত্র উৎস। যথার্থ জ্ঞান লাভের জন্য আমাদের কোনো  অভিজ্ঞতার প্রয়োজন হয় না। 

• অন্যদিকে নরমপন্থী বুদ্ধিবাদীদের মতে- যথার্থ জ্ঞান লাভের ক্ষেত্রে আমাদের বুদ্ধির সঙ্গে সঙ্গে অভিজ্ঞতারও প্রয়োজন রয়েছে। বুদ্ধি এবং অভিজ্ঞতার সমন্বয়ে আমাদের প্রকৃত জ্ঞান উৎপন্ন হয়। 

◆ জ্ঞানের বৈশিষ্ট্য : 

• চরমপন্থী বুদ্ধিবাদীরা জ্ঞান বলতে প্রধানত সার্বিক অথবা আবশ্যিক জ্ঞানকে বোঝেন। আবশ্যিক জ্ঞান হলো সেই জ্ঞান যার বিরোধিতা করলে স্ববিরোধ হয়। 

• অন্যদিকে চরমপন্থী বুদ্ধিবাদের মতে জ্ঞান হলো সার্বিক এবং তথ্য বিষয়। তাদের মতে জ্ঞান হবে প্রকৃত জ্ঞান যা হবে আবশ্যিক এবং তথ্য বিষয়ক। 


◆ জ্ঞানের উৎপত্তিতে ইন্দ্রিয়ের ভূমিকা ; 

• চরমপন্থী বুদ্ধিবাদের মতে জ্ঞানের উৎপত্তিতে আমাদের ইন্ডিয়ার কোনো প্রকার ভূমিকা থাকে না। 

• নরমপন্থী বুদ্ধিবাদের মতে, প্রকৃত জ্ঞানের উৎপত্তিতে ইন্দ্রিয়ের ভূমিকা রয়েছে। 

◆ অধিবিদ্যার গুরুত্ব :

• চরমপন্থী বুদ্ধিবাদীদের মতে অধিবিদ্যা এই হলো পরম বিদ্যা। 

• নরমপন্থী বুদ্ধিবাদের মতে আধিবদ্যক জ্ঞান সম্ভব নয়।

◆ গাণিতিক জ্ঞান : 

• চরমপন্থী বুদ্ধিবাদের মতে গাণিতিক জ্ঞানই হলো আদর্শ জ্ঞান এবং গাণিতিক বচন মাত্রই তা বিশ্লেষক

• নরমপন্থী বুদ্ধিবাদীদের মধ্যে গাণিতিক বচন সংশ্লেষক ও পূর্বতঃসিদ্ধ উভয়ই। 

সমর্থকগণ : 

• চরমপন্থী বুদ্ধিবাদীদের মতে উল্লেখযোগ্য হলেন - লাইবনিজ,ভলফ, পারমিনাইডিস প্রমুখ।

• নরমপন্থী বুদ্ধিবাদীদের মতে কান্ট ই হলেন উল্লেখযোগ্য।


Tags : 

চরমপন্থী ও নরমপন্থী বুদ্ধিবাদের পার্থক্য লেখ | একাদশ শ্রেণির দর্শন দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণীর দর্শন দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উওর | একাদশ শ্রেণীর দর্শন নোট | ক্লাস ইলেভেন দর্শন প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণির দর্শন প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণির দর্শন প্রশ্ন উত্তর দ্বিতীয় অধ্যায় | একাদশ শ্রেণীর দর্শন দ্বিতীয় অধ্যায় বড় প্রশ্ন উত্তর | class 11 philosophy question answer | wb class 11 philosophy question and answer | class 11 philosophy | class 11 philosophy suggestion 2022 | Class 11 philosophy chapter 2 questions and answers in bengali | Wb Class 11 philosophy chapter 2 questions and answers in bengali

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top