ক্লাস 10 চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস | WB Class 10 Math Solution Chapter 6 | ক্লাস 10 এর চক্রবৃদ্ধি সুদ | ক্লাস 10 কষে দেখি 6.1
আজকের এই পোস্টের মাধ্যমে আমরা দশম শ্রেণীর গণিত প্রকাশ ( wb class 10 math Solutions ) বইয়ের ষষ্ঠ অধ্যায়ের ক্লাস 10 ar চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস, কষে দেখি 3 চক্রবৃদ্ধি সুদ , compound Interest ( Class 10 math chapter 6 in bengali )
এর সমস্ত অংকের সমাধান ( Ganit Prakash class 10 Solutions ) তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকের এই পোস্টে আমরা দশম শ্রেণীর গণিত ( wb class 10 math solutions ) প্রকাশ বইয়ের ষষ্ঠ অধ্যায়ের ক্লাস 10 ar চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস, কষে দেখি 3 চক্রবৃদ্ধি সুদ ( wb class 10 math solution chapter 6 ) অধ্যায়ের সমস্ত অংক কয়েকটি পার্টে সতোমাদের সঙ্গে শেয়ার করবো। এবং পরবর্তীতে ক্লাস টেনের গণিত ( wb class 10 math solution ) প্রকাশ বইয়ের ষষ্ঠ অধ্যায়ের সমস্ত প্রয়োগ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গুলো তোমাদের সঙ্গে শেয়ার করব।
ক্লাস টেনের চক্রবৃদ্ধি সুদ ( wb class 10 math 6.1) অধ্যায়ের অংক গুলি আমরা তিনটি পর্বে মাধ্যমে শেষ করব। একটি ব্লগ পোস্টের মধ্যে ক্লাস 10 চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি অধ্যায়ের কল অংক শেয়ার করলে নানারকম সমস্যা দেখা দিতে পারে। সেজন্য আমরা দশম শ্রেণীর গণিত প্রকাশনীর বইয়ের ষষ্ঠ অধ্যায় চক্রবৃদ্ধি সুদ কষে দেখি 6.1 ( wb class 10 math solution chapter 6.1) এর অংক গুলি আমরা পরবর্তী দুটি প্রশ্নের মাধ্যমে সম্পূর্ণভাবে শেষ করে দেবো।
দশম শ্রেণীর গণিত প্রকাশ কষে দেখি 6 (wb class 10 math solution koshe dekhi 6 ) এর সমাধান নিচে দেওয়া হলো।
ক্লাস 10 চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস | WB Class 10 Math Solution Chapter 6
1- আমার কাছে 5000 টাকা আছে। আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছরের শেষে সুদে-আসলে মোট কত টাকা পাব হিসাব করে লিখি।
4 - 30,000 টাকা আর বার্ষিক 9 % চক্রবৃদ্ধি সুদের হারে তিন বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি
5- বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2½বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে?
6-ছন্দাদেবী বার্ষিক ৪% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা হলে ছন্দাদেবী কত টাকা ধার করেছিলেন নির্ণয় করি।
7 -বার্ষিক 10% চক্রবৃদ্ধির হার সুদে কোন আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2648 হবে, তা হিসাব করে লিখি।
8- রহমতচাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদে-আসলে
29702.50 টাকা ফেরত পেলেন। রহমতচাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন নির্ণয় করি।
9- বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31492.80 টাকা হবে, তা হিসাব করে লিখি।
10- বার্ষিক 7.5 % সুদের হারে 12,000 টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর নির্ণয় করি।
দশম শ্রেণীর গণিত প্রকাশ ( wb class 10 math Solutions ) বইয়ের ষষ্ঠ অধ্যায়ের ক্লাস 10 ar চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস, কষে দেখি 3 চক্রবৃদ্ধি সুদ , compound Interest ( Class 10 math chapter 6 in bengali )
Tags :