WB Class 12 Political Science MCQ Practice Set || উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান MCQ প্রশ্ন উওর

0
 
WB Class 12 Political Science MCQ Practice Set || উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান MCQ প্রশ্ন উওর


আছে ব্লগের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বিভিন্ন অধ্যায় বা উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান বিভিন্ন অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ 24 টি Political Science MCQ Questions Answers তোমাদের সঙ্গে শেয়ার করবো। পরবর্তীকালে আরও MCQ প্রশ্ন উওর তোমরা আমাদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে।।

WB Class 12 Political Science MCQ Practice Set || উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান MCQ প্রশ্ন উওর


1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:


(i) History of Pelopennesian War গ্রন্থটির লেখক হলেন—

(a) থুকিডিডিস

(b) বেশ্বাম

(c) হবস

(d) উইলিয়াম পেন

ans : থুকিডিডিস


(ii) "বিশ্বব্যবস্থা তত্ত্ব'-এর প্রবক্তা হলেন-

(a) ওয়ালারস্টাইন

(b) স্মিথ

(c) ফ্রাংক

(d) ক্যাপলান

ans : ওয়ালারস্টাইন


(iii) 'নৈশ প্রহরী রাষ্ট্র’—তত্ত্বটির প্রবর্তন করেন—

(a) আধুনিক উদারনীতিবাদীরা 

(b) সনাতন উদারনীতিবাদীরা

(c) নয়া উদারনীতিবাদীরা

(d) ভাববাদীরা

ans : সনাতন উদারনীতিবাদীরা


(iv) সত্যাগ্রহের প্রথম মৌলিক উপাদানটি হল

(a) সত্য

(b) মিথ্যাচার

(c) অন্যায় আচরণ

(d) শুদ্ধতা

ans : সত্য


(v) উপরাষ্ট্রপতির প্রধান কাজ হল —

(a) রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়া

(b) রাজ্যসভার সভাপতিত্ব করা

(c) প্রধানমন্ত্রীকে সাহায্য করা

(d) লোকসভায় সভাপতিত্ব করা

ans : রাজ্যসভার সভাপতিত্ব করা


(vi) ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন-

(a) রাষ্ট্রপতি

(b) প্রধানমন্ত্রী

(c) প্রধান বিচারপতি

(d) উপরাষ্ট্রপতি

ans : রাষ্ট্রপতি


(vii) বিধানসভার নেতা বা নেত্রী হলেন—

(a) অধ্যক্ষ

(b) মুখ্যমন্ত্রী

(c) রাজ্যপাল

(d) মুখ্যসচিব

ans : মুখ্যমন্ত্রী


(viii) পার্লামেন্টের যৌথসভায়

উদ্বোধনী ভাষণ দেন—

(a) স্পিকার

(b) রাষ্ট্রপতি

(c) উপরাষ্ট্রপতি

(d) প্রধানমন্ত্রী

ans : রাষ্ট্রপতি


(ix) ক্রেতা সুরক্ষা আইন পাশ হয়-

(a) 1990 খ্রিস্টাব্দে

(b) 1976 খ্রিস্টাব্দে

(c) 1982 খ্রিস্টাব্দে

(d) 1986 খ্রিস্টাব্দে

ans : 1986 খ্রিস্টাব্দে


(x) সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকর্তা হলেন-

(a) পার্লামেন্ট

(b) সুপ্রিমকোর্ট

(c) লোক আদালত

(d) হাইকোর্ট

ans : সুপ্রিমকোর্ট


(xi) সরকারের যে শাখা অর্ডিন্যান্স জারি করে, সেটি হল-

(a) আইন বিভাগ 

(b) শাসন বিভাগ 

(c) বিচার বিভাগ

(d) কোনোটিই নয়

ans : শাসন বিভাগ 


(xii) পার্লামেন্ট বা আইনসভার উদ্ভব হয়—

(a) চিনে

(b) ভারতে

(c) মার্কিন যুক্তরাষ্ট্রে

(d) ব্রিটেনে

ans : ব্রিটেনে


(xiii) ভারতে এককক্ষবিশিষ্ট আইনসভা আছে -

(a) কর্ণাটকে

(b) উত্তরপ্রদেশে

(c) পশ্চিমবঙ্গে 

(d) বিহারে

ans : পশ্চিমবঙ্গে


(xiv) যে শাসন ব্যবস্থায় আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে, সেটি হল—

(a) যুক্তরাষ্ট্রীয়

(b) এককেন্দ্রিক

(c) সংসদীয়

(d) রাষ্ট্রপতি শাসিত

ans : যুক্তরাষ্ট্রীয়


(xv) রাজ্যের সর্বোচ্চ আপিল আদালত হল—

(a) জেলা আদালত

(b) হাইকোর্ট

(c) সুপ্রিমকোর্ট

(d) অধস্তন আদালত

ans : হাইকোর্ট


(xvi) ত্রিস্তরবিশিষ্ট ক্রেতা আদালতের মধ্যবর্তী স্তরটি হল-

(a) রাজ্য কমিশন

(b) জেলা আদালত

(c) জাতীয় কমিশন

(d) কোনোটিই নয়

ans : রাজ্য কমিশন


(xvii) বিশ্ববিদ্যালয়গুলির আচার্য বা চ্যাপেলার হিসেবে কার্য সম্পাদন করতে পারেন—

(a) মুখ্যমন্ত্রী

(b) রাষ্ট্রপতি

(c) প্রধানমন্ত্রী

(d) রাজ্যপাল

ans : রাজ্যপাল


(xviii) ভারতে প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়-

(a) 1954 খ্রিস্টাব্দে 

(b) 1958 খ্রিস্টাব্দে 

(c) 1962 খ্রিস্টাব্দে 

(d) 1966 খ্রিস্টাব্দে

ans : 1962 খ্রিস্টাব্দে 


(xix) পার্লামেন্টে দৃষ্টি আকর্ষণী প্রস্তাবের সূচনা হয়- 

(a) 1950 খ্রিস্টাব্দে 

(b) 1951 খ্রিস্টাব্দে

(c) 1953 খ্রিস্টাব্দে

(d) 1954 খ্রিস্টাব্দে

ans : 1954 খ্রিস্টাব্দে


(xx) স্বাধীন ভারতে প্রথম অনাস্থা ভোটে পরাজিত হয়ে সরকার থেকে পদত্যাগ করেন— 

(a) রাজীব গান্ধি 

(b) ভি পি সিং 

(c) চরণ সিং

(d) অটলবিহারী বাজপেয়ী

ans : ভি পি সিং 



(xxi) বলবন্ত রাও মেহেতা কমিটির সুপারিশ পাশ হয়—

(a) 1957 খ্রিস্টাব্দে

(b) 1958 খ্রিস্টাব্দে 

(c) 1960 খ্রিস্টাব্দে

(d) 1962 খ্রিস্টাব্দে

ans : 1957 খ্রিস্টাব্দে


(xii) গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন— 

(a) পঞ্চায়েত প্রধান 

(b) BDO

(c) সভাপতি

(d) সভাধিপতি

ans : পঞ্চায়েত প্রধান 


(xxii) বর্তমানে কলকাতা পৌর নিগমে কাউন্সিলারের সংখ্যা হল—

(a) 145

(b) 141

(c) 144

(d) 150

ans : 144


(xxiv) পৌরসভার এক-তৃতীয়াংশ আসন সংরক্ষিত থাকে --

(a) তপশিলি জাতির জন্য

(b) তপশিলি উপজাতির জন্য

(c) সাধারণ জনগণের জন্য 

(d) মহিলাদের জন্য

ans : মহিলাদের জন্য


Tags : WBCHSE Class 12 Political Science MCQ Practice Set | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান MCQ প্রশ্ন উওর |  দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান MCQ প্রশ্ন উওর


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top