Class 12 History Question Answers In Bengali || দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওর 2023

0


Class 12 History Question Answers In Bengali || দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওর 2023
Class 12 History Question Answers In Bengali


Class 12 History Question Answers In Bengali || দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওর 2023

1- একাত্তরের ডায়েরী নামক স্মৃতি কথা মূলক গ্রন্থটি কার লেখা? 

উওর : সুফিয়া কামাল।

2- পুরান বিষয়ক বিদ্যাকে কি বলা হয়? 

উওর : মাইথোলজি।

3- রাজা মুঞ্চে চক্তি কবে হয়েছিল? 

উওর : 1932 খ্রিষ্টাব্দে। 

4- রামমোহন রায় কে, কে রাজা উপাধি দিয়েছিলেন? 

উওর  : মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। 

5- ডঃ আম্বেদকর কোন সম্প্রদায়ে জন্মগ্রহণ করেছিলেন? 

উওর : মাহার সম্প্রদায়ে 

6-হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি কে লিখেছিলেন? 

উওর : জেমস মিল। 

7- প্রাচীন ভারতের অন্যতম কিংবদন্তি চরিত্র কে? 

উওর : রামচন্দ্র। 

8- Poverty And Un-British Rule In India গ্রন্থটি কার লেখা? 

উওর : দাদাভাই নওরোজি। 

9- কিশোরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর : বালগঙ্গাধর তিলক। 

10- কত খ্রিস্টাব্দে বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটে?

উওর : 1772 খ্রিষ্টাব্দে। 

11- চুইয়ে পড়া নীতির প্রবর্তক কে? 

উওর : টমাস মেকলে। 

12- 'এক জাতি,এক ধর্ম এবং একই ঈশ্বর'- কার মূল আদর্শ ছিল? 

উওর : শ্রী নারায়ণগুরু।

13- নবান্ন নাটকের রচয়িতা কে? 

উওর : বিজন ভট্টাচার্য

14- ভারতের প্রথম 'ট্রেড ইউনিয়ন' কোনটি?

উওর : মাদ্রাজ লেবার ইউনিয়ন

15- স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

উওর : ড. রাজেন্দ্র প্রসাদ

16.গান্ধি প্রবর্তিত 'হরিজন'-কথাটির অর্থ কী? 

উওর : ঈশ্বরের সন্তান

17- পৃথক নির্বাচনের নীতি প্রবর্তিত হয় যে আইনের দ্বারা, সেটি হল-

উওর :  1909 খ্রিস্টাব্দের ভারতশাসন আইন

18- ব্রিটিশ পার্লামেন্টে পাস হওয়া ভারতের স্বাধীনতা বিলে সম্মতি জানান—

উওর : ষষ্ঠ জর্জ।

19- The Quit India Movement গ্রন্থের লেখক ছিলেন—

উওর : অরুণচন্দ্র ভূঁইয়া

20- লিনলিথগো প্রস্তাব ঘোষণা হয়েছিল— উওর : 1940 খ্রিস্টাব্দে।

21- সুভাষচন্দ্র বসু দ্বিতীয়বারের জন্য জাতীয় কংগ্রেসের সভাপতি হন—

উওর : ত্রিপুরি অধিবেশনে।।

আরও প্রশ্ন উওর দেখার জন্য আমাদের ওয়েবসাইট খুজেঁ দেখো। 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top