ভূগোল সাধারণ জ্ঞান প্রশ্ন উওর || Geography GK Questions Answers In Bengali

0

 

ভূগোল সাধারণ জ্ঞান প্রশ্ন উওর || Geography GK Questions Answers In Bengali
Geography GK Questions Answers In Bengali 


আজকের এই ব্লগের মাধ্যমে আমি কিছু সেরা ভূগোল জি.কে প্রশ্ন উওর (Geography GK Question And Answers In Bengali) আপনাদের সঙ্গে শেয়ার করবো। আজকের এই প্রশ্ন গুলো বিভিন্ন Competitive Exams ছাড়াও বিভিন্ন Online Geography Quiz Or Offline Quiz এ এসে থাকে। 

ভূগোল সাধারণ জ্ঞান প্রশ্ন উওর || Geography GK Questions Answers In Bengali 


1. টানলেসেপ একটি হ্রদ নামক

নিচের কোন দেশে এটি অবস্থিত?

[ক] থাইল্যান্ড

[খ] ইন্দোনেশিয়া

[গ] কম্বোডিয়া

[ঘ] লাওস

উত্তর- কম্বোডিয়া


প্রশ্ন 2. নায়াগ্রা জলপ্রপাত কোন দুটি হ্রদের মধ্যে অবস্থিত?

[ক] এরি এবং হুরন

[খ] হুরন এবং সুপিরিয়র

[গ] হুরন এবং অন্টারিও

[ঘ]এরি এবং অন্টারিও

উত্তরঃ এরি ও অন্টারিও


প্রশ্ন 3. নায়াগ্রা জলপ্রপাত হল

[ক] আফ্রিকা

[খ] মার্কিন যুক্তরাষ্ট্র ভিতরে

[গ] যুক্তরাজ্য

[ঘ] অস্ট্রেলিয়া

উওরঃ মার্কিন যুক্তরাষ্ট্র ভিতরে


প্রশ্ন 4. নায়াগ্রা জলপ্রপাত কোন সীমান্তে অবস্থিত?

[ক] U.S.A & Canada

[খ] ডেনমার্ক ও সুইডেন

[গ] সুইজারল্যান্ড এবং জার্মানি 

[ঘ] ফ্রান্স এবং ইতালি

উত্তর - মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা


প্রশ্ন 5. বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত কোন দেশে অবস্থিত?

[ক] কানাডা

[খ] নরওয়েজিয়ান

[গ] ভেনিজুয়েলা

[ঘ] নিউজিল্যান্ড

উত্তর- ভেনিজুয়েলা


প্রশ্ন 6. অ্যাঞ্জেল জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত?

[ক] পারানা

[খ] করোনারি

[গ] আমাজন

[ঘ] নীল

উওর - করোনারি


প্রশ্ন 7. বয়োমা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত?

[ক] আমাজন

[খ] লুয়ানওয়া 

[গ] জাম্বেজি

[ঘ] নিল

উত্তর- জাম্বেজি


প্রশ্ন 8. স্ট্যানলি জলপ্রপাত কোন নদীতে পড়ে?

[ক] কঙ্গো

[খ] করোনারি

[গ] আমাজন

[ঘ] নীল

উওর : কঙ্গো


প্রশ্ন 9. নায়াগ্রা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত?

[ক] মিসিসিপি

[খ] জাম্বেজি

[গ] কলোরাডো

[ঘ] সেন্ট লরেন্স

উত্তর : সেন্ট লরেন্স


প্রশ্ন 10. ​​ভিক্টোরিয়া জলপ্রপাত

কোন নদীর সাথে সম্পর্কিত?

[ক] মিসৌরি

[খ] জাম্বেজি

[গ] আমাজন

[ঘ] সেন্ট লরেন্স

উওর : জাম্বেজি


প্রশ্ন 11. বিশ্বের সবচেয়ে বড়ো শিপিং খাল হলো-

[ক] সুয়েজ খাল

[খ] সু খাল

[গ] পানামা খাল

[ঘ] কিয়েল খাল

উত্তর- সুয়েজ খাল


প্রশ্ন 12. পানামা খালের দক্ষিণ প্রান্ত

পতনের উপর অবস্থিত- 

[ক] কোলন

[খ] এর কোনোটিই নয়

[গ] পানামা

[ঘ] পোর্ট সাইদ

উত্তর : পানামা


প্রশ্ন 13. পানামা খালের উত্তর প্রান্তে পতন কোথায় অবস্থিত?

[ক] কোলন

[খ] এর কোনোটিই নয়

[গ] পানামা

[ঘ] পোর্ট সাইদ

উত্তর : কোলন


প্রশ্ন 15. পানামা একসঙ্গে কোন দুই মহাসাগরকে সংযুক্ত করে? 

[ক] প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর

[খ] ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগর

[গ] ভূমধ্যসাগর এবং লোহিত সাগর

[ঘ] আরব সাগর এবং ভারত মহাসাগর

উত্তর- প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক

মহাসাগর


প্রশ্ন 16. পানামা প্রসঙ্গে নিচের কোন উক্তিটি সঠিক নয়?

[ক] এই খাল দিয়ে বিশ্বের বাণিজ্যের ২৫ শতাংশ দ্বারা ঘটে।

[খ] এই পথের দৈর্ঘ্য ৬৪.৮ কিমি। হয়।

[গ] এই পথটি আগে ব-দ্বীপ আকারে ছিল।

[ঘ] এই খালটি আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের সাথে মিলিত হয়েছে।

উত্তর- এই রুটটি আগে ব-দ্বীপ আকারে ছিল।


প্রশ্ন 16. সুয়েজ খাল সংযোগ করে-

[ক] ভূমধ্যসাগর থেকে ক্যাস্পিয়ান সাগর 

[খ] ভূমধ্যসাগর থেকে ভারত মহাসাগর

[গ] ভূমধ্যসাগর থেকে লোহিত সাগর

[ঘ] লোহিত সাগর থেকে ভারত মহাসাগর

উত্তর – লোহিত সাগর থেকে ভূমধ্যসাগর পর্যন্ত


প্রশ্ন 17. পানামা খাল বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে সুয়েজ খালের চেয়ে কম গুরুত্বপূর্ণ কারণ-

[ক] পানামা খাল সমতল ভূমিতে নয়।

[খ] পানামা খালে জলের লুপ রয়েছে।

[গ] পানামা খাল দৈর্ঘ্যে ছোট।

[ঘ] ঘনবসতিপূর্ণ দেশের বাণিজ্য পানামা খালের মাধ্যমে হয় না।

উত্তর - ঘনবসতিপূর্ণ দেশের বাণিজ্য পানামা খাল দিয়ে হয় না।


প্রশ্ন 18. সুয়েজ খালের উত্তর প্রান্তে কোন পতনটি অবস্থিত?

[ক] পোর্ট সাইদ 

[খ] বন্দর ফুয়াদ

[গ] কোলন

[ঘ] সুয়েজ

উত্তর- পোর্ট সাইদ


প্রশ্ন 19. সুয়েজ খালের দক্ষিণ প্রান্তে

পতন কোথায় অবস্থিত?

[ক] পোর্ট সাইদ

[খ] ইসমাইলিয়া

[গ] সুয়েজ

[ঘ] বন্দর তৌফিক

উত্তরঃ সুয়েজ


প্রশ্ন 20. সুয়েজ খালে মোট ওয়েল্টের সংখ্যা হল ঘাটতি কেন?

[ক] সুয়েজ খাল ব্যবহারের জন্য কোনো ফি লাগবে না নেওয়া হয়.

[খ] সুয়েজ খাল পৃথিবীর সব দেশকে জাহাজ সরবরাহ করে পরিবহন সুবিধা প্রদান করে।

[গ] পাড়ের কারণে জাহাজের প্রবাহ প্রভাবিত হয়।

[ঘ] খালের তীর এবং সমুদ্রপৃষ্ঠ উভয়ের জলস্তরে সমতা পাওয়া যায়।

উত্তর: খালের তীর ও সমুদ্রপৃষ্ঠ উভয়ের পানির স্তরে সমতা পাওয়া যায়।


Tags : 

ভূগোল জি.কে প্রশ্ন উওর | চাকরির পরিক্ষার ভূগোল gk | Geography gk for competitive exam | Geography important gk question answers for competitive exams | Geography questions for competitive exams | Geography gk for competitive exam | Geography gk questions for competitive exams 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top