25+ GK MCQ Questions Answers In Bengali For Competitive Exams || চাকরির পরিক্ষার জন্য সাধারণ জিকে প্রশ্ন উওর

0

 

25+ GK MCQ Questions Answers In Bengali For Competitive Exams || চাকরির পরিক্ষার জন্য সাধারণ জিকে প্রশ্ন উওর
25+ GK MCQ Questions Answers In Bengali For Competitive Exams

আজকের এই ব্লগের মাধ্যমে আমি কিছু সেরা ভূগোল জি.কে প্রশ্ন উওর (Geography GK Question And Answers In Bengali) থেকে, ইতিহাস জিকে  ( History GK Question And Answers In Bengali) থেকে এবং কিছু অন্যান্য বিষয় থেকে 25+ GK MCQ Questions Answers আপনাদের সঙ্গে শেয়ার করবো। আজকের এই প্রশ্ন গুলো বিভিন্ন Competitive Exams ছাড়াও বিভিন্ন Online Geography Quiz Or Offline Quiz এ এসে থাকে। 

25+ GK MCQ Questions Answers In Bengali For Competitive Exams || চাকরির পরিক্ষার জন্য সাধারণ জিকে প্রশ্ন উওর

১) "ভারতমাতা" চিত্র টি নিম্নের কে আঁকেন ?

(a) রবীন্দ্রনাথ ঠাকুর 

(b) অবনীন্দ্রনাথ ঠাকুর

(c) ভবানীপ্রসাদ বর্মা

(d) কোনোটিই নয় 

উত্তর:- (b) অবনীন্দ্রনাথ ঠাকুর


২) হুমায়ুননামা কার রচনা?

(a) আবুল ফজল 

(b) ফৈজি

(c) বাদাগুনি

(d) গুলবদন বেগম

উত্তর:- (d) গুলবদন বেগম


(৩) ইউরো কাপ কোন খেলার সাথে যুক্ত ?

(a) ক্রিকেট

(b) ফুটবল

(c) টেনিস

(d) ব্যাটমিন্টন

উত্তর:- (b) ফুটবল


(৪) সাতপুরা পর্বত কোথায় অবস্থিত ?

(a) মধ্যপ্রদেশ

(b) রাজস্থান

(c) মহারাষ্ট্র 

(d) ছত্রিশগড়

উত্তর:- (a) মধ্যপ্রদেশ


(৫) এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণনা আছে ?

(a) স্কন্দগুপ্ত

(b) সমুদ্রগুপ্ত

(c) শ্রীতন্ত

(d) কোনটাই নয়

উত্তর:- (b) সমুদ্রগুপ্ত


৬) রোহলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

(a) উত্তরাখণ্ড

(b) হিমাচল প্রদেশ

(c) জম্মু কাশ্মীর 

(d) সিকিম

উত্তর:- (b) হিমাচল প্রদেশ


(৭) বিজয় ঘাট কার সমাধিস্থল

(a) ইন্দ্রিরা গান্ধী

(b) লাল বাহাদুর শাস্ত্রী

(c) জহরলাল নেহেরু

(d) মহাত্মা গান্ধী

উত্তর:- (b) লাল বাহাদুর শাস্ত্রী


(৮) সোনার গহনার খাদ হিসাবে কি মেশানো থাকে ?

(a) তামা

(b) দস্তা

(c) প্লাটিনাম

(d) লোহা

উত্তর:- তামা


৯) কোন য়াসিড কে শক্তিশালী জাল বলা হয় ?

(a) HCl 

(b) H2SO4 

(c) HNO

(d) কোনোটিই নয়। 

উত্তর:- c) HNO3


(১০) খরদুংলাগিরিপথ কোথায় অবস্থিত ?

(a) উত্তরাখণ্ড

(b) সিকিম

(c) জম্মু ও কাশ্মীর

(d) হিমাচল প্রদেশ

উত্তর:- (d) হিমাচল প্রদেশ


১১) পশ্চিম ভারতের সক্রেটিস কাকে বলা হত ?

(a) মহাদেব গোবিন্দ

(b) হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও

(c) কেশব চন্দ্র সেন

(d) স্বামী বিবেকানন্দ

উত্তর:- (a) মহাদেব গোবিন্দ


১২) ওজোন গ্যাসের রং কি ?

(a)  নীল

(b) সবুজ 

(c) বেগুনি

(d) গোলাপি

উত্তর:- (c) বেগুনি


১৩) ক্ষারীয় পটাশিয়াম পাইরো গ্যালেট দ্রবণে অক্সিজেন।শোষিত হয় এবং দ্রবনের বর্ণ কি হয় ?

(a) বাদামি 

(b) সবুজ

(c) কালো 

(d) বেগুনি

উত্তর:- (a) বাদামি


১৪) রোহলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

(a) উত্তরাখণ্ড

(b) হিমাচল প্রদেশ

(c) জম্মু কাশ্মীর 

(d) সিকিম

উত্তর:- (b) হিমাচল প্রদেশ


১৫) কত সালে পিন কোড নাম্বার পদ্ধতি চালু হয় "

(a) 1970 সালে

(b) 1971 সালে

(c) 1972 সালে

(d) 1976 সালে

উত্তর:- (c) 1972 সালে


১৬) কলম্বো কাপ কোন খেলার সাথে যুক্ত ?

(a) ফুটবল 

(b) ক্রিকেট

(c) টেবিল টেনিস

(d) ব্যাডমিন্টন

উত্তর:- (20) ফুটবল


১৭) অল ইন্ডিয়া ম্যালেরিয়া ইনস্টিটিউট কোথায় আছে ?

(a) মুম্বাই 

(b) চেন্নাই

(c) কোয়েম্বাটুর 

(d) দিল্লি

উত্তর:- (d) দিল্লি


১৮) বুলগেরিয়ার রাজধানী কোনটি ? 

(a) বেদাপেস্ট 

(b) সোফিয়া

(c) জিথেন

(d) জর্জিয়া

উত্তর:- (b) সোফিয়া


১৯) : 1792 তে শ্রীরঙ্গপত্তমের সন্ধি টিপু সুলতান ও কার মধ্যে সাক্ষরিত হয় ?

(a) লর্ড কর্নওয়ালিস

(b) লর্ড বেন্টিক

(c) লর্ড ডালহৌসি

(d) লর্ড রিপন

উত্তর:- (a) লর্ড কর্নওয়ালিস


২০) কোন কাপড়ে ভারতের জাতীয় পতাকা তৈরি হয় ? 

(a) সিল্ক

(b) খাদি

(c) তসর

(d) পশম

উত্তর:- (b) খাদি


২১) কালপেঁচা কার ছদ্মনাম ?

(a) বিমল কুমার ঘোষ

(b) বিনয় ঘোষ

(c) রাধা কান্ত ঘো

(d) কালীপ্রসাা সিংহ

উওর : বিনয় ঘোষ


২২) একজন বিপ্লবীর নাম করো যিনি রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন?

(a) মৃগেন দত্ত

(b) বিনয় ঘোষ

(c) বিনয় বসু

(d) প্রফুল্ল চাকী 

উত্তর:- (b) বিনয় ঘোষ


২৩ ) নর্মদা নদী মিলন স্থল কোথায় ?

(a) কচ্ছের রন

(b) খাম্বাত উপসাগর

(c) আরব সাগর

(d) বঙ্গোপসাগর

উত্তর:- (b) খাম্বাত উপসাগর


২৪) সকল উত্তরপথনাথ কোন রাজার উপাধি ?

(a) কনিষ্ক

(b) হর্ষবর্ধন

(c) অশোক

(d) সমুদ্রগুপ্ত

উওর : হর্ষবর্ধন



২৫) দাবা খেলার উৎপত্তি কোথায় হয়েছিল?

(a) ভারত 

(b) পারস্য

(c) ইউরোপ

(d) আমেরিকা 

উওর : ভারত 


২৬) তরাইনের যুদ্ধ মোহাম্মদ ঘোরি এবং কার মধ্যে হয়েছিল?

(a) রানা প্রতাব 

(b) পৃথ্বীরাজ চৌহান

(c) রানা হাম্বিরদেব 

(d) দ্বিতীয় বাহাদুর শাহ 

উওর : পৃথ্বীরাজ চৌহান 

  

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top