আজকের এই ব্লগের মাধ্যমে আমরা তোমাদের সঙ্গে চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তি গুলি সম্পর্কিত কিছু প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো।।
চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তি গুলি সংক্ষিপ্ত আলোচনা করো || উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন উওর 2023
1-কত খ্রিস্টাব্দে প্রথম আফিমের যুদ্ধ হয়েছিল?
উওর : ১৮৩৯ খ্রিস্টাব্দে প্রথম আফিমের যুদ্ধ হয়েছিল।
2- কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল?
উওর : ১৮৪২ খ্রিস্টাব্দে চীন এবং ইংল্যান্ডের মধ্যে নানকিং এর সন্ধি সাক্ষরিত হয়েছিল।।
3- কত খ্রিস্টাব্দে ও কাদের মধ্যে বগের চুক্তি স্বাক্ষরিত হয়?
উওর : ১৮৪৩ খ্রিস্টাব্দের ৮ ই অক্টোবর চীন এবং ইংল্যান্ডের মধ্যে বগের এর চুক্তি সাক্ষরিত হয়েছিল।।
4- কত খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে যুদ্ধ হয়েছিল?
উওর : ১৮৪৪ খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে যুদ্ধ হয়েছিল।
5- মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে কবে,কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
উওর : ১৮৪৩ খ্রিস্টাব্দের ৩ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে ওয়াংসিয়ার অসম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
6- কত খ্রিস্টাব্দে ফ্রান্স এবং চীনের মধ্যে যুদ্ধ হয়েছিল?
উওর : ১৮৪৪ খ্রিস্টাব্দের ২৪ শে অক্টোবর ফ্রান্স এবং চীনের মধ্যে যুদ্ধ হয়।
7- ফ্রান্স এবং চীনের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
উওর : ফ্রান্স এবং চীনের মধ্যে হোয়ামপোয়ার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।।
8- কত খ্রিস্টাব্দে দ্বিতীয় আফিমের যুদ্ধ হয়েছিল?
উওর : ১৮৫৬ খ্রিস্টাব্দের দ্বিতীয় আফিমের যুদ্ধ হয়েছিল।
9- কোন কোন দেশের মধ্যে দ্বিতীয় আফিমের যুদ্ধ হয়েছিল?
উওর : চীনের বিরুদ্ধে ১৮৫৬ খ্রিস্টাব্দে ইংল্যান্ড এবং ফ্রান্স যৌথভাবে দ্বিতীয় শুরু করেছিল।
10- কোন কোন দেশের মধ্যে আইগুনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল?
উওর : ১৮৫৬ খ্রিস্টাব্দের ২৮ মে চীন এবং রাশিয়ার মধ্যে আইগুনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল।
11- দ্বিতীয় আফিমের যুদ্ধের পর ইংল্যান্ড ও ফ্রান্স চীনের সঙ্গে কোন চুক্তি স্বাক্ষর করে?
উওর : টিয়েনসিনের অসম চুক্তি।
12- কত খ্রিস্টাব্দে চীন এবং জাপানের মধ্যে যুদ্ধ হয়েছিল?
উওর : ১৮৮১ খ্রিস্টাব্দে চীন এবং জাপানের মধ্যে যুদ্ধ হয়।
13- কোন কোন দেশের মধ্যে শিমনোশেকির সন্ধি সাক্ষরিত হয়?
উওর : চীন এবং জাপানের মধ্যে।
14- কত খ্রিস্টাব্দে শিমনোশেকির সন্ধি স্বাক্ষরিত হয়েছিল?
উওর : ১৮৯৫ খ্রিস্টাব্দে।
15- কত খ্রিস্টাব্দে পিকিং এর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল?
উওর : ১৮৬০ খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও চীনের মধ্যে পিকিং এর সন্ধি স্বাক্ষরিত হয়।।