চিনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তির তালিকা || দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর

0

 

চিনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তির তালিকা || দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর
চিনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তির তালিকা


আজকের ব্লকের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তি গুলির একটি সংক্ষিপ্ত তালিকা (A short list of treaties imposed on China) তোমাদের সঙ্গে শেয়ার করবো।

 
চুক্তি দেশ তারিখ
নানকিং ইংল্যান্ড এবং চিন ১৮৪২ খ্রিষ্টাব্দের ২৯ শে আগস্ট
বগের সন্ধি ইংল্যান্ড এবং চিন ১৮৪৩ খ্রিষ্টাব্দের ৮ ই অক্টোবর।
ওয়াংসিয়ার আমেরিকা এবং চিন ১৮৪৪ খ্রিষ্টাব্দের ৩ জুলাই
হোয়ামপোয়ার সন্ধি ফ্রান্স এবং চিন ১৮৪৪ খ্রিষ্টাব্দের ২৪ শে অক্টোবর
আইগুনের সন্ধি চিন এবং রাশিয়া ১৮৫৮ খ্রিষ্টাব্দের ২৮ শে মে
টিয়েনসিনের সন্ধি চিনের সঙ্গে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে ১৮৫৮ খ্রিষ্টাব্দে।
পিকিং এর সন্ধি চিন এবং ইংল্যান্ড ১৮৬০ খ্রিষ্টাব্দে
শিমনোশেকির সন্ধি চিন এবং জাপানের মধ্যে। ১৮৯৫ খ্রিষ্টাব্দে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top