![]() |
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান-সরকারের বিভিন্ন বিভাগ MCQ |
আজকের ব্লগ পোস্টের মাধ্যমে আমরা উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় অথবা দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় সরকারের বিভিন্ন বিভাগ (Organs Of The Government )থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি MCQ প্রশ্ন-উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করবো। পরবর্তীকালে দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ঃ সরকারের বিভিন্ন বিভাগের দ্বিতীয় ভাগে আরও কিছু MCQ Questions Answers তোমাদের সঙ্গে শেয়ার করবো।
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান-সরকারের বিভিন্ন বিভাগ MCQ || Class 12 Political Science MCQ In Bengali
বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি বা MCQ : সঠিক উত্তরটি নির্বাচন করো
1. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রধান প্রবক্তা হলেন-
• বার্কার
• ব্ল্যাকস্টোন
• ডাইসি
• মন্তেস্কু
• Ans : মন্তেস্কু
2. সরকারি কার্যাবলিকে মূলত ভাগ করা যায়-
• চার
• তিন
• দুই
• পাঁচ
• Ans : তিন
3. সরকারের তৃতীয় অঙ্গের নাম-
• আইন বিভাগ
• শাসন বিভাগ
• বিচার বিভাগ
• সংবাদ মাধ্যম
• Ans : বিচার বিভাগ
4. গেটেল, উইলোবি প্রমুখের মতে, সরকারের
• চারটি বিভাগ
• তিনটি বিভাগ
• দুইটি বিভাগ
• পাঁচটি বিভাগ
• Ans : পাঁচটি বিভাগ
5. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুসৃত হয়েছে—
• ইংল্যান্ডে
• ভারতে
• মার্কিন যুক্তরাষ্ট্রে
• পাকিস্থানে
• Ans : মার্কিন যুক্তরাষ্ট্রে
6. চারটি চোখ দুটি চোখের অপেক্ষা অনেক ভালো দেখে।" কে একথা বলেছেন?
• লর্ড ব্রাইস
• হ্যারল্ড ল্যাসি
• ব্লুন্টসলি
• ব্যাকস্টোন
• Ans : মার্কিন যুক্তরাষ্ট্রে
7. 'Government of England' গ্রন্থের লেখক হলেন-
• বেজ
• লর্ড অ্যাক্টন
• লাওয়েল
• মন্তেস্কু
• Ans : লাওয়েল
8. স্পিরিট অব্ দা লজ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
• ১৭৮৪ খ্রিষ্টাব্দে
• ১৭৪৮ খ্রিষ্টাব্দে
• ১৭৬৫ খ্রিষ্টাব্দে
• ১৭৭২ খ্রিষ্টাব্দে
• Ans : ১৭৪৮ খ্রিষ্টাব্দে
9. কমেন্টারিজ অন দ্য লজ অব্ ইংল্যান্ড গ্রন্থটির রচয়িতা কে?
• বোদা
• পলিবিয়াস
• ব্র্যাকস্টোন
• হেগেল
• Ans : ব্র্যাকস্টোন
10. কমেন্টারিজ অন দা লজ অব্ ইংল্যান্ড গ্রন্থটি কবে প্রকাশিত হয়?
• ১৭৬৪ খ্রিষ্টাব্দে
• ১৭৬৬ খ্রিষ্টাব্দে
• ১৭৬৫ খ্রিষ্টাব্দে
• ১৭৬৭ খ্রিষ্টাব্দে
• Ans : ১৭৬৫ খ্রিষ্টাব্দে
11. কত সালে ফ্রান্সের গণপরিষদ প্রতিষ্ঠার জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি অপরিহার্য বলে ঘোষিত হয়?
• ১৭৮৪ খ্রিষ্টাব্দে
• ১৭৪৮ খ্রিষ্টাব্দে
• ১৭৮৯ খ্রিষ্টাব্দে
• ১৭৭২ খ্রিষ্টাব্দে
• Ans : ১৭৮৯ খ্রিষ্টাব্দে
12. একই হাতে যাবতীয় ক্ষমতার কেন্দ্রীভবনকে কে স্বেচ্ছাচারিতার সংজ্ঞা' বলে অভিহিত করেছেন?
• বার্কার
• ব্ল্যাকস্টোন
• ম্যাডিসন
• মন্তেস্কু
• Ans : ম্যাডিসন
13. "আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ যদি সম্পূর্ণ স্বতন্ত্রভাবে কাজ করে, তবে প্রত্যেক বিভাগের দায়িত্বশীলতা সম্পূর্ণভাবে বিনষ্ট হবে"-কার উক্তি?
• ম্যাডিসন
• ল্যাস্কি
• ফাইনার
• মন্তেস্কু
• Ans : ল্যাস্কি
14. কার মতে, “ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি কার্যকর হলে সরকার কখনও মূর্ছিত হয়ে পড়বে, কখনও আবার সে ধনুষ্টংকার রোগীর মধ্যে অসহায়ভাবে হাত-পা ছোড়াছুড়ি করবে"?
• স্যাবাইন
• ম্যাডিসন
• কাইনার
• ফাইনার
• Ans : ফাইনার
15. 'জীবন, সম্পত্তি ও স্বাধীনতা সংরক্ষণের জন্য সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে স্বাতন্ত্র্য রক্ষা করা একান্ত প্রয়োজন' বলে কে মনে করতেন?
• মতেস্কু
• ব্ল্যাকস্টোন
• ল্যাঙ্কি
• হ্যারিংটন
• Ans : ব্ল্যাকস্টোন
16. পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ—
• সম্ভব
• অসম্ভব
• অকাম্য
• অসম্ভব ও অকাম্য
• Ans : অসম্ভব ও অকাম্য
17. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সর্বপ্রথম উল্লেখ পাওয়া যায় যাঁর রচনায়,তিনি হলেন—
• লেকি
• ব্রাইস
• অ্যারিস্টট্স
• ম্যাকিয়াভেলি
• Ans : অ্যারিস্টট্স
18. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রথম প্রযুক্ত হয়-
• ব্রিটেনে
• পাকিস্তানে
• নেপালে
• মার্কিন যুক্তরাষ্ট্রে
• Ans : মার্কিন যুক্তরাষ্ট্রে
19. মন্তেস্কু ছিলেন-
• রোমান দার্শনিক
• ইংরেজ দার্শনিক
• ফরাসি দার্শনিক
• গ্রিক দার্শনিক
• Ans : ফরাসি দার্শনিক
20. ব্ল্যাকস্টোন ছিলেন-
• রোমান রাষ্ট্রবিজ্ঞানী
• ইংরেজ রাষ্ট্রবিজ্ঞানী
• ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী
• গ্রিক রাষ্ট্রবিজ্ঞানী
• Ans : ইংরেজ রাষ্ট্রবিজ্ঞানী
21. প্রাচীনকালের যে গ্রিক দার্শনিক ক্ষমতা স্বতন্ত্রীকরন নীতির কথা বলেছিলেন,তিনি হলেন-
• প্লেটো
• অ্যারিস্টটল
• পলিবিয়াস
• সিসেরো
• Ans : অ্যারিস্টটল
Tags: সরকারের বিভিন্ন বিভাগ অধ্যায়ের প্রশ্ন উওর | উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সরকারের বিভিন্ন বিভাগ অধ্যায়ের প্রশ্ন উত্তর | দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের প্রশ্নোত্তর | WBCHSE Class 12 Political Science Questions Answers 2023 | HS Political Science MCQ Questions Answers 2023