উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান-সরকারের বিভিন্ন বিভাগ MCQ || Class 12 Political Science MCQ In Bengali

0
 
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান-সরকারের বিভিন্ন বিভাগ MCQ || Class 12 Political Science MCQ In Bengali
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান-সরকারের বিভিন্ন বিভাগ MCQ


আজকের ব্লগ পোস্টের মাধ্যমে আমরা উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় অথবা দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় সরকারের বিভিন্ন বিভাগ (Organs Of The Government )থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি MCQ প্রশ্ন-উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করবো। পরবর্তীকালে দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ঃ সরকারের বিভিন্ন বিভাগের দ্বিতীয় ভাগে আরও কিছু MCQ Questions Answers তোমাদের সঙ্গে শেয়ার করবো।

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান-সরকারের বিভিন্ন বিভাগ MCQ || Class 12 Political Science MCQ In Bengali 

বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি বা MCQ : সঠিক উত্তরটি নির্বাচন করো

1. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রধান প্রবক্তা হলেন-

• বার্কার

• ব্ল্যাকস্টোন 

• ডাইসি

• মন্তেস্কু

• Ans : মন্তেস্কু


2. সরকারি কার্যাবলিকে মূলত ভাগ করা যায়-

• চার

• তিন

• দুই

• পাঁচ 

• Ans : তিন


3. সরকারের তৃতীয় অঙ্গের নাম-

• আইন বিভাগ 

• শাসন বিভাগ 

• বিচার বিভাগ

• সংবাদ মাধ্যম

• Ans : বিচার বিভাগ


4. গেটেল, উইলোবি প্রমুখের মতে, সরকারের

• চারটি বিভাগ

• তিনটি বিভাগ

• দুইটি বিভাগ

• পাঁচটি বিভাগ

• Ans : পাঁচটি বিভাগ


5. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুসৃত হয়েছে—

• ইংল্যান্ডে

• ভারতে

• মার্কিন যুক্তরাষ্ট্রে

• পাকিস্থানে

• Ans : মার্কিন যুক্তরাষ্ট্রে


6. চারটি চোখ দুটি চোখের অপেক্ষা অনেক ভালো দেখে।" কে একথা বলেছেন?

• লর্ড ব্রাইস

• হ্যারল্ড ল্যাসি 

• ব্লুন্টসলি

• ব্যাকস্টোন

• Ans : মার্কিন যুক্তরাষ্ট্রে


7. 'Government of England' গ্রন্থের লেখক হলেন-

• বেজ

• লর্ড অ্যাক্টন

• লাওয়েল

• মন্তেস্কু

• Ans : লাওয়েল


8. স্পিরিট অব্ দা লজ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 

• ১৭৮৪ খ্রিষ্টাব্দে

• ১৭৪৮ খ্রিষ্টাব্দে

• ১৭৬৫ খ্রিষ্টাব্দে

• ১৭৭২ খ্রিষ্টাব্দে

• Ans : ১৭৪৮ খ্রিষ্টাব্দে


9. কমেন্টারিজ অন দ্য লজ অব্ ইংল্যান্ড গ্রন্থটির রচয়িতা কে? 

• বোদা

• পলিবিয়াস

• ব্র্যাকস্টোন

• হেগেল

• Ans : ব্র্যাকস্টোন


10. কমেন্টারিজ অন দা লজ অব্ ইংল্যান্ড গ্রন্থটি কবে প্রকাশিত হয়?

• ১৭৬৪ খ্রিষ্টাব্দে

• ১৭৬৬ খ্রিষ্টাব্দে

• ১৭৬৫ খ্রিষ্টাব্দে

• ১৭৬৭ খ্রিষ্টাব্দে 

• Ans : ১৭৬৫ খ্রিষ্টাব্দে


11. কত সালে ফ্রান্সের গণপরিষদ প্রতিষ্ঠার জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি অপরিহার্য বলে ঘোষিত হয়?

• ১৭৮৪ খ্রিষ্টাব্দে

• ১৭৪৮ খ্রিষ্টাব্দে

• ১৭৮৯ খ্রিষ্টাব্দে

• ১৭৭২ খ্রিষ্টাব্দে

• Ans : ১৭৮৯ খ্রিষ্টাব্দে


12. একই হাতে যাবতীয় ক্ষমতার কেন্দ্রীভবনকে কে স্বেচ্ছাচারিতার সংজ্ঞা' বলে অভিহিত করেছেন? 

• বার্কার

• ব্ল্যাকস্টোন 

• ম্যাডিসন

• মন্তেস্কু

• Ans : ম্যাডিসন


13. "আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ যদি সম্পূর্ণ স্বতন্ত্রভাবে কাজ করে, তবে প্রত্যেক বিভাগের দায়িত্বশীলতা সম্পূর্ণভাবে বিনষ্ট হবে"-কার উক্তি?

• ম্যাডিসন

• ল্যাস্কি

• ফাইনার

• মন্তেস্কু

• Ans : ল্যাস্কি


14. কার মতে, “ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি কার্যকর হলে সরকার কখনও মূর্ছিত হয়ে পড়বে, কখনও আবার সে ধনুষ্টংকার রোগীর মধ্যে অসহায়ভাবে হাত-পা ছোড়াছুড়ি করবে"?

• স্যাবাইন 

• ম্যাডিসন 

• কাইনার

• ফাইনার

• Ans : ফাইনার


15. 'জীবন, সম্পত্তি ও স্বাধীনতা সংরক্ষণের জন্য সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে স্বাতন্ত্র্য রক্ষা করা একান্ত প্রয়োজন' বলে কে মনে করতেন?

• মতেস্কু

• ব্ল্যাকস্টোন

• ল্যাঙ্কি

• হ্যারিংটন

• Ans : ব্ল্যাকস্টোন


16. পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ—

• সম্ভব

• অসম্ভব

• অকাম্য

• অসম্ভব ও অকাম্য

• Ans : অসম্ভব ও অকাম্য


17. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সর্বপ্রথম উল্লেখ পাওয়া যায় যাঁর রচনায়,তিনি হলেন—

• লেকি

• ব্রাইস

• অ্যারিস্টট্স

• ম্যাকিয়াভেলি

• Ans : অ্যারিস্টট্স


18. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রথম প্রযুক্ত হয়-

• ব্রিটেনে

• পাকিস্তানে

• নেপালে

• মার্কিন যুক্তরাষ্ট্রে

• Ans : মার্কিন যুক্তরাষ্ট্রে


19. মন্তেস্কু ছিলেন- 

• রোমান দার্শনিক 

• ইংরেজ দার্শনিক 

• ফরাসি দার্শনিক 

• গ্রিক দার্শনিক

• Ans : ফরাসি দার্শনিক 


20. ব্ল্যাকস্টোন ছিলেন- 

• রোমান রাষ্ট্রবিজ্ঞানী 

• ইংরেজ রাষ্ট্রবিজ্ঞানী 

• ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী 

• গ্রিক রাষ্ট্রবিজ্ঞানী

• Ans : ইংরেজ রাষ্ট্রবিজ্ঞানী 


21. প্রাচীনকালের যে গ্রিক দার্শনিক ক্ষমতা স্বতন্ত্রীকরন নীতির কথা বলেছিলেন,তিনি হলেন-

• প্লেটো 

• অ্যারিস্টটল 

• পলিবিয়াস 

• সিসেরো

• Ans : অ্যারিস্টটল


Tags: সরকারের বিভিন্ন বিভাগ অধ্যায়ের প্রশ্ন উওর | উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সরকারের বিভিন্ন বিভাগ অধ্যায়ের প্রশ্ন উত্তর | দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের প্রশ্নোত্তর | WBCHSE Class 12 Political Science Questions Answers 2023 | HS Political Science MCQ Questions Answers 2023

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top