![]() |
ভারতসভা প্রতিষ্ঠার উদ্দেশ্য ও কার্যাবলী |
আজকের এই ব্লগের মাধ্যমে আমি তোমাদের সঙ্গে দশম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথার একটি গুরুত্বপূর্ণ বিষয় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারতসভা সম্পর্কে নিয়ে আলোচনা করো বা ভারত সভা সম্পর্কে টীকা লেখ | | ভারতসভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? এর কার্যাবলী নিয়ে একটি নোট তোমাদের সঙ্গে শেয়ার করবো।
আজকের বিষয়:-
• টীকা লেখ - ভারতসভা
• ভারত সভা কে কবে প্রতিষ্ঠা করেন?
• ভারত সভা প্রতিষ্ঠিত হয়?
• ভারত সভার সভাপতি কে ছিলেন?
• ভারত সভার সম্পাদক কে ছিলেন?
• ভারত সভা কোথায় প্রতিষ্ঠিত হয়?
• ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? বা ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য গুলি আলোচনা করো
• ভারত সভা গঠনের উদ্দেশ্য কি?
• কার উদ্যোগে ভারত সভা প্রতিষ্ঠিত হয়?
• কাকে ভারত সভার প্রাণপুরুষ বলা হয়? বা কে ভারত সভার প্রাণপুরুষ নামে পরিচিত?
• ভারত সভার কার্যাবলী ব্যাখ্যা করো অথবা ভারত সভার কয়েকটি কার্যাবলী সম্পর্কে আলোচনা করো।
ভারত সভা সম্পর্কে টীকা লেখ | | ভারতসভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? এর কার্যাবলী আলোচনা করো
রাজনৈতিক প্রতিষ্ঠান | ভারতসভা সম্পর্কে তথ্য |
---|---|
প্রতিষ্ঠাতা | সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী প্রমুখ |
প্রতিষ্ঠার সময়কাল | ১৯৭৬ খ্রিস্টাব্দের ২৬ শে জুলাই |
প্রতিষ্ঠার স্থান | কলকাতার অ্যালবার্ট হলে |
ভারত সভার সভাপতি | রেভারেন্ট কৃষ্ণ মোহন বন্দ্যোপাধ্যায় |
ভারত সভার সম্পাদক | আনন্দমোহন বসু |
ভারত সভার মুখপাত্র | দ্য বেঙ্গলী |
ভারত সভার আন্দোলন | সিভিল সার্ভিস সংক্রান্ত আন্দোলন |
ভারত সভার আন্দোলন | ইলবার্ট বিল সংক্রান্ত আন্দোলন |
সময়ের দিক থেকে | বঙ্গভাষা প্রকাশিকা সভা এবং জমিদার সভার পর ভারত সভা ছিল বাংলার তৃতীয় রাজনৈতিক প্রতিষ্ঠান। |
ভারত সভার উদ্দেশ্য বা ভারত সভার লক্ষ্য কি ছিল?
১৮৭৬ খ্রিস্টাব্দে ভারত সভা গড়ে ওঠে। ভারত সভার মধ্যে বেশকিছু উদ্দেশ্য বা লক্ষ্য ছিল।। যেমন -
• ভারত সভার প্রথম উদ্দেশ্য ছিল সমগ্র ভারতবাসীকে ঐক্যবদ্ধ করা।
• ভারতবাসীর মধ্যে রাজনৈতিক চেতনার প্রসার ঘটানো।
• হিন্দু মুসলিমদের মধ্যে বিরোধ দূর করে তাদের মধ্যে রাজনৈতিক ভাবধারার প্রসার ঘটিয়ে তাদের ঐক্যবদ্ধ করে তোলা।
• জনগণের বৃহত্তর আন্দোলনের মাধ্যমে জনগণের বিভিন্ন দাবি-দাওয়া সরকারের কাছ থেকে আদায় করা।
• ব্রিটিশদের বিভিন্ন খাদ্য গুলি সম্পর্কে আলোচনা করে তাদের বিরুদ্ধে জনমত গড়ে তোলা ইত্যাদি।
ভারত সভার সিভিল সার্ভিস সংক্রান্ত আন্দোলন
▪ উওর দেখতে এখানে ক্লিক করুন
ভারত সভার ইলবার্ট বিল সংক্রান্ত আন্দোলন
▪ উওর দেখতে এখানে ক্লিক করুন