 |
বিভিন্ন নদী তীরবর্তী শহরের তালিকা |
আজকের এই ব্লগের মাধ্যমে আমরা
WBBSE Class 10 Geography থেকে
বিভিন্ন নদী তীরবর্তী শহরের তালিকাটি তোমাদের সঙ্গে শেয়ার করবো।
বিভিন্ন নদী তীরবর্তী শহরের তালিকা থেকে বা ভারতের কোন্ শহর কোন্ নদীর তীরে অবস্থিত সেই সম্পর্কে বিভিন্ন
Competitive Exam এ অনেক প্রশ্ন থাকে। তাই আজকের এই বিভিন্ন
নদী তীরবর্তী শহরের তালিকা থেকে বা ভারতের কোন্ শহর কোন্ নদীর তীরে অবস্থিত তার তালিকা টি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।।
শহর |
নদী |
দিল্লি |
যমুনা |
কলকাতা |
হুগলি |
পাটনা |
গঙ্গা |
হরিদ্বার |
গঙ্গা |
এলাহাবাদ |
গঙ্গা ও যমুনার |
বারাণসী |
গঙ্গা |
গুয়াহাটি |
ব্রহ্মপুত্র |
কানপুর |
গঙ্গা |
জলন্ধর |
নর্মদা |
লক্ষ্নৌ |
গোমতী |
হায়দ্রবাদ |
মুসী |
নাসিক |
গোদাবরী |
শ্রীনগর |
ঝিলম |
আমেদাবাদ |
সরামতী |
সুরাট |
তাপ্তী |
তিরুচিরাপল্লী |
কাবেরী |
কটক |
মহানদী |
লুধিয়ানা |
সলতুজ |
বিজয়ওয়াদা |
কৃষ্ণা |