বাঙালি কবি ও সাহিত্যিকদের ছদ্মনামের তালিকা || ইতিহাস সাধারণ জ্ঞান প্রশ্ন উওর

0

বাঙালি কবি ও সাহিত্যিকদের ছদ্মনামের তালিকা || ইতিহাস সাধারণ জ্ঞান প্রশ্ন উওর
বাঙালি কবি ও সাহিত্যিকদের ছদ্মনামের তালিকা


আজকের এই ব্লগের মাধ্যমে আমরা বিখ্যাত কিছু বাঙালি কবি, সাহিত্যিক বা লেখকের ছদ্মনামের তালিকা বা কোন বাঙালি লেখক বা সাহিত্যিক কি নামে পরিচিত বা কোন বাঙালি কবি বা সাহিত্যিক কোন ছদ্মনাম ব্যবহার করতেন তার একটি তালিকা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানে থেকে বিভিন্ন Online History MCQ Test বা সাধারণ জ্ঞান প্রশ্নোওরের ক্ষেত্রে যেই ধরনের প্রশ্ন আসে, তা হলো- রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি ছিল? হুতোমপেঁচা কার ছদ্মনাম কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি ছিল ইত্যাদি।।

বাঙালি কবি ও সাহিত্যিকদের ছদ্মনামের তালিকা || ইতিহাস সাধারণ জ্ঞান প্রশ্ন উওর

 
লেখকের নাম তাঁর ছদ্মনাম
নিখিল সরকার               শ্রীপান্থ
রাজশেখর বসু পরশুরাম
বিনম মুখোপাধ্যায় যাযাবর
প্যারিচাঁদ মিত্র টেকচাঁদ ঠাকুর
কালিপ্রসন্ন সিংহ হুতোমপ্যাঁচা
রাজা রামমোহন রায় শিবপ্রসাদ রায়
সমরেশ বসু ভ্রমর / কালকূট
সুকুমার রায় তাতা
সুবোধ ঘোষ কালপুরুষ / সুপান্থ
কাজি নজরুল ইসলাম ধুমকেতু / ব্যাঙ্গাচি
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত
রবীন্দ্রনাথ ঠাকুর ভানু সিংহ / আন্নাকলি / পাকড়াশি
বিমল ঘোষ মৌমাছি
প্রেমেন্দ্র মিত্র কৃওিবাস
বিভূতিভূষণ বন্দোপাধ্যায় ক্কচিৎ পৌঢ়
সুনীল গঙ্গোপাধ্যায় নীললোহিত
তারাশঙ্কর বন্দোপাধ্যায় হাবু শর্মা
মাইকেল মধুসুদন দও টোমোথি পেনপোয়েম
বলাই চাদ মুখোপাধ্যায় বনফুল
বিনয় ঘোষ কালপেচাঁ
মতীনন্দি কালকেতু
সতীনাথ ভাদুড়ী চিত্রগুপ্ত

ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top