বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলাদের তালিকা || ইতিহাস সাধারণ জ্ঞান প্রশ্ন উওর 2023

0

বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলাদের তালিকা || ইতিহাস সাধারণ জ্ঞান প্রশ্ন উওর 2023
বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলাদের তালিকা


আজকের এই ব্লগের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলাদের নামের তালিকা (List of first Indian women in various fields) অর্থাৎ কোন ভারতীয় মহিলা কোন ক্ষেত্রে প্রথম হয়েছিলেন, যেমন "ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? ভারতের প্রথম মহিলা ডাক্তার কে ছিলেন? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন?" ইত্যাদি প্রশ্নগুলির উওরের একটি তালিকা তোমাদের সঙ্গে শেয়ার করবো।।

বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলাদের তালিকা || ইতিহাস সাধারণ জ্ঞান প্রশ্ন উওর 2023 


নাম কোন্ ক্ষেত্রে প্রথম
প্রীতিলতা ওদ্দেয়ার              ভারতের প্রথম মহীলা শহীদ
কাদম্বীনি গাঙ্গুলী ভারতের প্রথম স্নাতক
চন্দ্রমুখী বসু ভারতের প্রথম মহিলা ডাক্তার
প্রতিভা প্যাটেল ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি
ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী
সুচেতা কৃপালিনী ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী
সরোজিনী নাইডু ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ভা গভর্নর
মুথুলক্ষী রেড্ডি ভারতের প্রথম মহিলা বিধায়ক
রমা দেবী ভারতের প্রথম মুখ্য মহিলা নির্বাচন কমিশনার
এম. ফাতিয়া বিবি সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি
লীলা শেঠ হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি
মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী
সরোজিনী নাইডু জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি
কল্পনা চাওলা ভারতের প্রথম মহাকাশচারী মহিলা
আন্না রঞ্জম মালহোত্রা ভারতের প্রথম মহিলা ICS Officer
কিরণ দেবী ভারতের প্রথম মহিলা IPS Officer
আরতি সাহা প্রথম ভারতীয় মহিলা যিনি সাঁতরে ইংলিশ চ্যানেল পার করেছিলেন।
মেরি কম এশিয়ান গেমসে প্রথম সোনা জয়কারী ভারতীয় মহিলা
আশাপূর্ণা দেবী প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত ভারতীয় মহিলা
মাদার টেরেসা নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা
নার্গিস দত্ত পদশ্রি পুরস্কারপ্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা
বাচেন্দ্রী পাল মাউন্ট এভারেস্ট জয় করা প্রথম ভারতীয় মহিলা
সুরেখা যাদব ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন চালক
সরলা ঠকরাল ভারতের প্রথম মহিলা পাইলট
সুস্মিতা সেন ভারতের প্রথম মহিলা যিনি Miss Universe হয়েছিলেন।
রীতা ফারিয়া ভারতের প্রথম মহিলা যিনি Miss World হয়েছিলেন।
নার্গিস দত্ত ভারতের প্রথম মহিলা যিনি রাজ্যসভার সদস্য ছিলেন
ইন্দিরা গান্ধী ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা

বিভিন্ন ক্ষেত্রে প্রথম হাওয়া ভারতীয় মহিলা প্রশ্ন উওর || কোন ভারতীয় মহিলা কোন ক্ষেত্রে প্রথম ছিলেন? 


বিভিন্ন ক্ষেত্রে প্রথম হাওয়া ভারতীয় মহিলাদের তালিকা বা কোন ভারতীয় মহিলা কোন ক্ষেত্রে প্রথম ছিলেন? এখান থেকে যেই প্রশ্ন গুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বা বেশি দেখা যায়, সেগুলো হলো- 

1- ভারতের প্রথম মহিলা পাইলট কে ছিলেন?
উওর : ভারতের প্রথম মহিলা পাইলট ছিলেন সরলা ঠাকরল।
2- ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি?
উওর : ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম হল প্রতিভা প্যাটেল।
3- ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি?
উওর : ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম হল সুচেতা কৃপালিনী। 
4- ভারতের প্রথম মহিলা ডাক্তার কে ছিলেন?
উওর :- ভারতের প্রথম মহিলা ডাক্তার ছিলেন কাদম্বিনী গাঙ্গুলী।
5- ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? 
উওর :- ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী।
6- ভারতের প্রথম মহিলা শহীদ কে?
উওর : প্রীতিলতা ওদ্দেয়ার ছিলেন ভারতের প্রথম মহিলা শহীদ। 
7- ভারতের প্রথম মহিলা আই.পি.এস  অফিসারের নাম কি? 
উওর : ভারতের প্রথম মহিলা আই.পি.এস অফিসারের নাম হলো কীরন বেদী। 
8- ভারতের প্রথম মহিলা আই.সি.এস অফিসার কে ছিলেন? 
উওর : ভারতের প্রথম মহিলা আই.সি.এস অফিসার ছিলেন আন্না রঞ্জন মালহোত্রা।
9- মাউন্ট এভারেস্ট জয় কারী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন?
উওর : মাউন্ট এভারেস্ট জয়কারী প্রথম ভারতীয় মহিলা ছিলেন বাচেন্দ্রী পাল।
10- প্রথম মহাকাশচারী ভারতীয় মহিলা কে ছিলেন?
অথবা,
প্রথম মহাকাশচারী ভারতীয় মহিলার নাম কি? 
উওর : প্রথম মহাকাশচারী ভারতীয় মহিলা ছিলেন কল্পনা চাওলা।।

ধন্যবাদ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top