![]() |
বিভিন্ন শহরের উপনামের তালিকা || কোন শহর কী নামে পরিচিত? |
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় অথবা দশম শ্রেণির ভূগোল পঞ্চম অধ্যায় (WBBSE Class 10 Geography Question Answer Chapter 5 in Bengali ) ভারতের প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিভিন্ন শহরের উপনামের তালিকা বা কোন শহর কী নামে পরিচিত? তার একটি তালিকা তোমাদের সঙ্গে শেয়ার করবো।
ভারতের বিভিন্ন শহরের উপনামের তালিকা || কোন শহর কী নামে পরিচিত? || মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উওর
বিভিন্ন শহরের উপনাম কী বা কোন শহর কী নামে পরিচিত? তা থেকে যেই প্রশ্ন গুলো মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো হলো-
১. কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়?
উওর : বেঙ্গালুরু কে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়।
২. কাকে ভারতের ডেট্রয়েট বলা হয়?
উওর : চেন্নাইকে ভারতের ডেট্রয়েট বলা হয়।
৩. কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়?
উওর : বোম্বে অথবা মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয়।
৪. কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়?
উওর : কোয়েম্বাটুর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়।
৫. কোন শহর উত্তর ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত?
উওর : কানপুর।
৬. পশ্চিমবঙ্গের কোন জেলা ভারতের ধানের গোলা নামে পরিচিত?
উওর : বর্ধমান।
৭. কোন শহরকে ভারতের টেক সিটি বলা হয়?
উওর : পুনেকে।
৮. কোন শহর ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত?
উওর : আমেদাবাদ ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত।
৯. কাকে ভারতের রূঢ় বলা হয়?
উওর : দুর্গাপুর কে ভারতের রূঢ় বলা হয়।
১০. কোন শহর কমলা লেবুর শহর নামে পরিচিত?
উওর : নাগপুর।।
ভারতের বিভিন্ন শহরের উপনামের তালিকা || কোন শহর কী নামে পরিচিত?
শহরের নাম | উপনাম বা কী নামে পরিচিত |
---|---|
বেঙ্গালুরু | সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া |
কলকাতা | সিটি অফ জয় |
পুনে | Tech City Of India |
হাওড়া | ভারতের গ্লাসগো |
পুনে | দাক্ষিণ্যাতের রানী |
মনিপুর | পূর্ব ভারতের কাশ্মীর |
মাদুরাই | চন্দন গাছের মন্দির |
ত্রিপুরা | পঞ্চ পাহাড়ের দেশ |
চেন্নাই | ভারতের ডেট্রয়েট |
কোচি | প্রাচ্যের ভেনিস |
জয়পুর | গোলাপি শহর |
কার্শিয়াং | অর্কিডের শহর |
সুরাট | ভারতের দ্বার |
মুম্বাই | ভারতের প্রবেশদ্বার |
কলকাতা | পূর্ব ভারতের প্রবেশদ্বার |
আমেদাবাদ | ভারতের ম্যানচেস্টার |
দূর্গাপুর | ভারতের রূঢ় |
বর্ধমান | ভারতের ধানের গোলা |
নাগপুর | কমলালেবুর শহর |
দিল্লি | এশিয়ার রোম |
মুম্বাই | মুলধনের শহর |
কালিকট | ভারতের মশলার শহর |
লক্ষ্নৌ | ভারতের উদ্যান নগরী |
ছোটোনাগপুর মালভূমি | ভারতের খনিজ ভান্ডার |
কাশ্মীর | ভারতের ভূস্বর্গ |
যোধপুর | ভারতের নীল শহর |
নবদ্বীপ | বাংলার অক্সফোর্ড |
কোচি | আরব সাগরের রানী |
জামসেদপুর | ভারত ইস্পাত শহর |
শিলিগুড়ি | ডুয়ার্সের প্রবেশদ্বার |
কোয়েম্বাটুর | দক্ষিণ ভারতের ম্যানচেস্টার |
কানপুর | উওর ভারতের ম্যানচেস্টার |
আমৃতসার | ভারতের সোনালী শহর |
আসানসোল | কালো হীরের দেশ |
আশাকরি যে, দশম শ্রেণির ভূগোল পঞ্চম অধ্যায় (WBBSE Class 10 Geography Question Answer Chapter 5 in Bengali ) ভারতের প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশের থেকে যে,বিভিন্ন শহরের উপনামের তালিকা বা কোন শহর কী নামে পরিচিত? তার তালিকা শেয়ার করা হলো, তা তোমাদের কাজে আসবে।।