![]() |
| বিভিন্ন গভর্নর জেনারেলের আমলে পাস হওয়া আইনের তালিকা |
বিভিন্ন গভর্নর জেনারেলের আমলে পাস হওয়া আইনের তালিকা || History GK In Bengali For Class 12 & WBCS
| আইন | গভর্নর | কবে হয়েছিল |
|---|---|---|
| রেগুলেটিং অ্যাক্ট | ওয়ারেন হেস্টিং | ১৭৭৩ খ্রিস্টাব্দে |
| পিটের ভারত শাসন আইন | ওয়ারেন হেস্টিং | ১৭৮৪ খ্রিস্টাব্দে |
| সর্বশেষ ভারত শাসন আইন | লর্ড ডালহৌসি। | ১৮৫৮ খ্রিস্টাব্দে |
| পাঁচশালা বন্দোবস্ত | ওয়ারেন হেস্টিংস | ১৭৭২ খ্রিস্টাব্দ |
| একশালা বন্দোবস্ত | ওয়ারেন হেস্টিংস | ১৭৭৭ খ্রিস্টাব্দ |
| দশসালা বন্দোবস্ত | লর্ড কর্নওয়ালিস | ১৭৮৯ খ্রিস্টাব্দে |
| চিরস্থায়ী বন্দোবস্ত | লর্ড কর্নওয়ালিস | ১৭৯৩ খ্রিস্টাব্দে |
| রায়েতওয়ারি বন্দোবস্ত | লর্ড হেস্টিংস | ১৮২০ খ্রিস্টাব্দে |
| দ্বিতীয় সনদ আইন | লর্ড হেস্টিংস | ১৮১৩ খ্রিষ্টাব্দে |
| সতীদাহ বিরোধী আইন | লর্ড উইলিয়াম বেন্টিং | ১৮২৯ খ্রিষ্টাব্দে |
| বিধবা বিবাহ আইন | লর্ড ডালহৌসি | ১৮৫৬ খ্রিষ্টাব্দে |
| তিন আইন বা সিভিল ম্যারেজ অ্যাক্ট | লর্ড মেয়ো | ১৮৭২ খ্রিষ্টাব্দে |
| ইলবার্ট বিল | লর্ড রিপন | ১৮৮৩ খ্রিষ্টাব্দে |
| রাওলাট আইন | লর্ড চেমসফোর্ড | ১৯১৯ খ্রিষ্টাব্দে |
| দেশীয় সংবাদ পত্র আইন | লর্ড পিটন | ১৮৭৮ খ্রিষ্টাব্দে |
| দেশীয় অস্ত্র আইন | লর্ড পিটন | ১৮৭৮ খ্রিষ্টাব্দে |
| ভারতের স্বাধীনতা আইন | লর্ড মাউন্টব্যাটেন | ১৯৪৭ সালের ১৮ই জুলাই |

