চিরাচরিত শক্তি এবং অচিরাচরিত শক্তির মধ্যে পার্থক্য || WBBSE Madhyamik Physical Science Question Answer 2023
বিষয় | চিরাচরিত শক্তি | অচিরাচরিত শক্তি |
---|---|---|
নবীকরণ যোগ্যতা | বর্তমানে অধিকমাত্রায় ব্যবহৃত হওয়ায় নিঃশেষের পথে এবং এগুলি অনবীকরণযোগ্য। | যদিও বর্তমানে কম ব্যবহৃত হয়, তবে ভবিষ্যতে বহুল ব্যবহারের সম্ভাবনা আছে এবং এটি নবীকরণযোগ্য। |
দূষণ | পরিবেশ দূষিত হয় | পরিবেশ দূষিত হয় না |
বিশ্বব্যাপী বণ্টন | এই শক্তির উৎসগুলির বিশ্বব্যাপী বণ্টন সমান নয়। | এই শক্তির উৎসগুলির বিশ্বব্যাপী বণ্টন মোটামুটি সমান। |
খরচ | এই শক্তি কেন্দ্রগুলির নির্মাণ সহজলভ্য হলে শক্তির ইউনিট প্রতি উৎপাদন ব্যয় বেশি। | এই শক্তি কেন্দ্রগুলির নির্মাণ ব্যয় বেশি হলেও ইউনিট প্রতি উৎপাদন ব্যয় কম। |
উপজাত দ্রব্য | নানাবিধ উপজাত দ্রব্য পাওয়া যায়। | কোনো প্রয়োজনীয় উপজাত দ্রব্য পাওয়া যায় না। |
আমাআমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের ওয়েবসাইটের Search Option এ মাধ্যমিক লিখে Search করে মাধ্যমিকের অন্যান্য নোটস গুলো পড়ে দেখুন।