চিরাচরিত শক্তি এবং অচিরাচরিত শক্তির মধ্যে পার্থক্য || WBBSE Madhyamik Physical Science Question Answer 2023

0

 

চিরাচরিত শক্তি এবং অচিরাচরিত শক্তির মধ্যে পার্থক্য || WBBSE Madhyamik Physical Science Question Answer 2023

চিরাচরিত শক্তি এবং অচিরাচরিত শক্তির মধ্যে পার্থক্য || WBBSE Madhyamik Physical Science Question Answer 2023


বিষয় চিরাচরিত শক্তি অচিরাচরিত শক্তি
নবীকরণ যোগ্যতা বর্তমানে অধিকমাত্রায় ব্যবহৃত হওয়ায় নিঃশেষের পথে এবং এগুলি অনবীকরণযোগ্য। যদিও বর্তমানে কম ব্যবহৃত হয়, তবে ভবিষ্যতে বহুল ব্যবহারের সম্ভাবনা আছে এবং এটি নবীকরণযোগ্য।
দূষণ পরিবেশ দূষিত হয় পরিবেশ দূষিত হয় না
বিশ্বব্যাপী বণ্টন এই শক্তির উৎসগুলির বিশ্বব্যাপী বণ্টন সমান নয়। এই শক্তির উৎসগুলির বিশ্বব্যাপী বণ্টন মোটামুটি সমান।
খরচ এই শক্তি কেন্দ্রগুলির নির্মাণ সহজলভ্য হলে শক্তির ইউনিট প্রতি উৎপাদন ব্যয় বেশি। এই শক্তি কেন্দ্রগুলির নির্মাণ ব্যয় বেশি হলেও ইউনিট প্রতি উৎপাদন ব্যয় কম।
উপজাত দ্রব্য নানাবিধ উপজাত দ্রব্য পাওয়া যায়। কোনো প্রয়োজনীয় উপজাত দ্রব্য পাওয়া যায় না।


আমাআমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের ওয়েবসাইটের Search Optionমাধ্যমিক লিখে Search করে মাধ্যমিকের অন্যান্য নোটস গুলো পড়ে দেখুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top