স্বপরাগযোগ এবং ইতরপরাগযোগের মধ্যে পার্থক্য || WBBSE Madhyamik Life Science Notes 2023

0

 

স্বপরাগযোগ এবং ইতরপরাগযোগের মধ্যে পার্থক্য || WBBSE Madhyamik Life Science Notes 2023
স্বপরাগযোগ এবং ইতরপরাগযোগের মধ্যে পার্থক্য




বিষয় স্বপরাগযোগ ইতর পরাগযোগ
সংগঠন স্থান এইপ্রকার পরাগযোগ একই ফুলের অথবা একই উদ্ভিদের দুটি ফুলের মধ্যে ঘটে। এইপ্রকার পরাগযোগ দুটি ভিন্ন উদ্ভিদের দুটি পৃথক ফুলের মধ্যে ঘটে।
বাহকের উপস্থিতি বাহকের প্রয়োজন নেই বা বাহকের ওপর নির্ভরশীল নয়। বাহকের উপস্থিতির ওপরই নির্ভর করে অর্থাৎ বাহকের সাহায্যে ঘটে।
নতুন বৈশিষ্ট্যের সঞ্চার এইপ্রকার পরাগযোগের ফলে উৎপন্ন অপত্যে নতুন বৈশিষ্ট্যের সন্নিবেশ ঘটে না এইপ্রকার পরাগযোগের ফলে উৎপন্ন অপত্যে নতুন বৈশিষ্ট্যের সন্নিবেশ ঘটে।
জননাঙ্গের পরিণতি এইপ্রকার পরাগযোগে পুংকেশর ও গর্ভকেশর একই সময়ে পরিণত হয়। এইপ্রকার পরাগযোগে পুংকেশর ও গর্ভকেশর একই সময়ে পরিণত হয় না।


Tags : মাধ্যমিক জীবনের প্রবাহমানতা অধ্য্যায়ের প্রশ্ন উওর | দশম শ্রেণির জীবনবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা অধ্য্যায়ের প্রশ্ন উওর |
স্বপরাগযোগ এবং ইতরপরাগযোগের মধ্যে পার্থক্য || WBBSE Madhyamik Life Science Notes 2023 | life science suggestion | life science notes | Madhyamik Life Science Notes 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top