বিষয় |
স্বপরাগযোগ |
ইতর পরাগযোগ |
সংগঠন স্থান |
এইপ্রকার পরাগযোগ একই ফুলের অথবা একই উদ্ভিদের দুটি ফুলের মধ্যে ঘটে। |
এইপ্রকার পরাগযোগ দুটি ভিন্ন উদ্ভিদের দুটি পৃথক ফুলের মধ্যে ঘটে। |
বাহকের উপস্থিতি |
বাহকের প্রয়োজন নেই বা বাহকের ওপর নির্ভরশীল নয়। |
বাহকের উপস্থিতির ওপরই নির্ভর করে অর্থাৎ বাহকের সাহায্যে ঘটে। |
নতুন বৈশিষ্ট্যের সঞ্চার |
এইপ্রকার পরাগযোগের ফলে উৎপন্ন অপত্যে নতুন বৈশিষ্ট্যের সন্নিবেশ ঘটে না |
এইপ্রকার পরাগযোগের ফলে উৎপন্ন অপত্যে নতুন বৈশিষ্ট্যের সন্নিবেশ ঘটে। |
জননাঙ্গের পরিণতি |
এইপ্রকার পরাগযোগে পুংকেশর ও গর্ভকেশর একই সময়ে পরিণত হয়। |
এইপ্রকার পরাগযোগে পুংকেশর ও গর্ভকেশর একই সময়ে পরিণত হয় না। |