যৌন এবং অযৌন জননের মধ্যে পার্থক্য |
প্রশ্নঃ যৌন জনন কাকে বলে?
উওরঃ যে জনন প্রক্রিয়ায় দুটি হ্যাপ্লয়েড ( n ) গ্যামেটের মিলনের ফলে বা দুটি জনকোশের মিলনের ফলে ডিপ্লয়েড ( 2n ) অপত্য জীব সৃষ্টি হয়, তাকে যৌন জনন বলা হয়।
প্রশ্নঃ অযৌন কাকে বলে?
উওরঃ যে জনন প্রক্রিয়ায় দুটি জনন কোশ বা গ্যামেটের মিলন ও গ্যামেট উৎপাদন ছাড়াই, রেণু তৈরির মাধ্যমে বা দেহকোশ বিভাজনের মাধ্যমে অপত্য জীবের সৃষ্টি হয়, তাকে অযৌন জনন বলে।
Tags : মাধ্যমিক জীবনের প্রবাহমানতা অধ্য্যায়ের প্রশ্ন উওর | দশম শ্রেণির জীবনবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা অধ্য্যায়ের প্রশ্ন উওর |
বিষয় | যৌন জনন | অযৌন জনন |
---|---|---|
জনিতৃ জীবের সংখ্যা | যৌন জননের ক্ষেত্রে জনিতৃ জীবের সংখ্যা সবসময়ই দুটি হয়। অর্থাৎ একটি পুং লিঙ্গ এবং অপরটি স্ত্রীলিং। এবং এই দুটি বিপরীত ধর্মী লিঙ্গের মিলনের ফলেই নতুন অপত্য জীব সৃষ্টি হয়।। | অপরদিকে অযৌন জননের ক্ষেত্রে জনিতৃ জীবের সংখ্যা সবসময়ই একটি। অযৌন জননের ক্ষেত্রে দুটি বিপরীত ধর্মী লিঙ্গের মিলনের প্রয়োজন হয় না। এখানে শুধুমাত্র একটি জনিতৃ জীব থেকেই অপত্য জীব সৃষ্টি সম্ভব। |
গ্যামেট উৎপাদন | যৌন জননের ক্ষেত্রে একটি পুংগ্যামেট এবং আরেকটি স্ত্রীগ্যামেটের মিলনের ফলে জনন সম্পন্ন হয়। সুতরাং যৌন জননের ক্ষেত্রে গ্যামেটের উৎপাদন হয়।। | অযৌন জননের ক্ষেত্রে গ্যামেট উৎপন্ন হয় না। এক্ষেত্রে জনিতৃ জীবের দেহকোষ বিভাজিত হয়ে রেনু উৎপাদন হয় এবং রেণুর মাধ্যমে জনন সম্পন্ন হয়।। |
অপত্য জনুর প্রকৃতি | যৌন জননের ফলে যে অপত্য জীবের সৃষ্টি হয় সেই অপত্য জীব তার জনিতৃ জীবের মত হুবহু একই রকম দেখতে হয় না। যে অপত্যজীব সৃষ্টি হয় ,সেই অপত্যে জীবের মধ্যে কিছু নতুন বৈশিষ্ট্য থাকে।। | অন্যদিকে অযৌন জননের ফলে যে অপত্য জীবের সৃষ্টি হয় অপত্য জীব হুবহু জনিতৃ জীবের মতোই হয়। এক্ষেত্রে অপত্য জীবের মধ্যে কোনো নতুন বৈশিষ্ট্যের সঞ্চার হয় না।। |
একক | যৌন জননের পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের ফলে বা গ্যামেট উৎপাদনের মাধ্যমে জনন সম্পন্ন হয় বলে যৌন জননের একক হল গ্যামেট। | অন্যদিকে অযৌন জননে রেণু উৎপাদনের মাধ্যমে জনন সম্পন্ন হয় বলে অযৌন জননের একক হল রেনু। |
প্রকরণ সৃষ্টি | যৌন জনন এর মাধ্যমে যে অপত্য জীবের সৃষ্টি হয় সেই অপত্য জীব জনিতৃ জীবের মতো হুবহু এক রকম হয় না। সে জীবের মধ্যে কিছু নতুন বৈশিষ্ট্যের সঞ্চার হয় বলে তা প্রকরণ সৃষ্টিতে সাহায্য করে। এবং তার ফলে তা অভিব্যক্তির সহায়ক হয়। | অন্যদিকে অযৌন জননের ফলে যে অপত্য জীবের সৃষ্টি হয় অপত্য জীব হুবহু জনিতৃ জীবের মতোই হয়। ফলে অপত্য জীবের মধ্যে কোনো নতুন বৈশিষ্ট্যের সঞ্চার হয় না এবং তা প্রকরণ সৃষ্টির সহায়ক হয় না। |