মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রশ্ন উওর || থাইরয়েড গ্রন্থির অবস্থান, নিঃসৃত হরমোন || থাইরক্সিন হরমোনের উৎস এবং কাজ

0

 

মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রশ্ন উওর || থাইরয়েড গ্রন্থির অবস্থান, নিঃসৃত হরমোন || থাইরক্সিন হরমোনের উৎস এবং কাজ
মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রশ্ন উওর || থাইরয়েড গ্রন্থির অবস্থান, নিঃসৃত হরমোন 


1- থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থিত?
উওর : মানুষের গ্রীবা দেশে।


2- থাইরয়েড গ্রন্থ থেকে কোন হরমোন নিঃসৃত হয়?
উওর : থাইরক্সিন।


3- হরমোন থাইরক্সিন হরমোন এর প্রধান উপাদান কী?
উওর : আয়োডিন।


4- থাইরক্সিন হরমোনের কম ক্ষরণের ফলে শিশুদের কোন রোগ হয়?
উওর : ক্রেটিনিজম। 


5- থাইরক্সিন হরমোনের কম ক্ষরণের ফলে প্রাপ্তবয়স্কদের কোন রোগ হয়?
উওর : মিক্সিডিমা। 


6- থাইরক্সিন হরমোনের অধিক ক্ষরণের ফলে কোন রোগ দেখা যায়?
উওর : গ্রেভস বর্ণিত রোগ অথবা গলগন্ড বা গয়টার রোগ দেখা দেয়। 


7- কোন অঞ্চলের মানুষদের গলগন্ড রোগ বেশি দেখা যায়?
উওর : পাহাড়ি অঞ্চলের। 


8- থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি ও হরমোন ক্ষরণে উদ্দীপনা প্রদান করে কোন হরমোন? 
উওর : TSH ( Thyroid Stimulating Hormone ) 


মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রশ্ন উওর || থাইরয়েড গ্রন্থির অবস্থান, নিঃসৃত হরমোন || থাইরক্সিন হরমোনের উৎস এবং কাজ

থাইরয়েড গ্রন্থির অবস্থান, নিঃসৃত হরমোন

 
গ্রন্থি থাইরয়েড
অবস্থান গ্রীবাদেশে ল্যারিংক্সের নীচে ট্রাকিয়ার দুপাশে অবস্থিত।
থাইরক্সিনের প্রধান উপাদান আয়োডিন।
থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম থাইরক্সিন ( T4 )।

থাইরক্সিন হরমোনের উৎস এবং কাজ


থাইরক্সিনের উৎস থাইরয়েড গ্রন্থি
বিপাকীয় কাজ ক্রেবস চক্রের সক্রিয়তা বৃদ্ধি করে কলাকোশের বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে। ফলে শর্করা, প্রোটিন ও ফ্যাট বিপাক ক্রিয়ার হার বৃদ্ধি পায়।
গ্লুকোজ শোষণ অন্ত্রে গ্লুকোজ শোষণ ক্ষমতা বৃদ্ধি করে।
গ্লুকোজ রুপান্তর যকৃতে ও পেশিতে সঞ্চিত গ্লাইকোজেনকে গ্লুকোজে রুপান্তরিত হতে সাহায্য করে। যকৃতে প্রোটিন থেকে গ্লুকোজ প্রস্তুতিতে "সাহায্য করে।
কিটোন বডির উৎপাদন থাইরক্সিন দেহের সজ্জিত মেদ বিয়োজিত করে, ফলে কিটোন বডির উৎপাদন বৃদ্ধি পায়।
মৌল বিপাকীয় হার নিয়ন্ত্রণ দেহের তাপ উৎপাদন ও অক্সিজেন ব্যবহার নিয়ন্ত্রণ করে থাইরক্সিন মৌল বিপাকীয় হারের (BMR) হ্রাস-বৃদ্ধি ঘটায়।
লোহিতকণিকার ক্রমপরিণতি থাইরজিন লোহিত রক্তকণিকার ক্রমপরিণতিতে সাহায্য করে।
হৃৎস্পন্দন বৃদ্ধি থাইরক্সিনের প্রভাবে হৃৎস্পন্দনের হার বেড়ে যায়, ফলে রক্তচাপ ও শ্বসনের হারও বৃদ্ধি করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top