​মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উওর || ব্রাহ্মসমাজ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা || সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা

0

​মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উওর || ব্রাহ্মসমাজ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা || সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা
ব্রাহ্মসমাজ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা

আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় অথবা দশম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায় (History SAQ Question Answers For Madhyamik, WBCS,SSC,UPSC Etc ) সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে ব্রাহ্মসমাজ সম্পর্কে Most Important History SAQ Question Answer একটি ব্রাহ্মসমাজ সম্পর্কে একটি তালিকা তোমাদের সঙ্গে শেয়ার করবো। 

​মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উওর || ব্রাহ্মসমাজ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা || সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা


1- ব্রাহ্মসভা কে প্রতিষ্ঠা করেছিলেন? 
উত্তর : রাজা রামমোহন রায়।
2- ব্রাহ্ম সভা কবে গঠিত হয়েছিল?
উত্তর : ১৮২৮ খ্রিস্টাব্দে।
3- ব্রাহ্মসমাজ কবে গঠিত হয়েছিল?
উত্তর : ১৮৩০ খ্রিস্টাব্দে।
4- ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : রাজা রামমোহন রায়। 
5- দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ব্রাহ্মসমাজে যোগ দিয়েছিলেন?
উত্তর : ১৮৩৩ খ্রিস্টাব্দে।
6- ব্রাহ্মসমাজের কোন নেতা ব্রহ্মানন্দ নামে কে পরিচিত ছিলেন?
উওর : কেশবচন্দ্র সেন।
7- কেশব চন্দ্র সেন কবে ব্রাহ্মসমাজের যোগ দিয়েছিলেন?
উওর : ১৮৫৮ খ্রিস্টাব্দে।
8- ব্রাহ্মসমাজের কোন নেতা গোসাইজি নামে পরিচিত ছিলেন? অথবা কাকে গোসাইজি বলা হত?
উওর : ব্রাহ্মসমাজের নেতা বিজয় কৃষ্ণ গোস্বামীকে গোসাইজি বলা হত।
9- ব্রাহ্মসমাজের কোন আন্দোলনের ফলে তিন আইন পাশ হয়েছিল?
উওর : ব্রাহ্ম সমাজের বাল্যবিবাহ বিরোধী আন্দোলনের ফলে তিন আইন পাশ হয়েছিল।
10- ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উওর : কেশব চন্দ্র সেন।

প্রথম পর্বের ব্রাহ্মসমাজ

ব্রাহ্মসভা। গুরুত্বপূর্ণ তথ্য
প্রতিষ্ঠাতা রাজা রামমোন রায়
প্রথম নাম ব্রাহ্মসভা
প্রতিষ্ঠা ১৮২৮ খ্রিষ্টাব্দ
আন্দোলন সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন
সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনের নেতা রাজা রামমোহন রায়ের নেতৃত্বে।
বাল্যবিবাহ বিরোধী আন্দোলন কেশবচন্দ্র সেনের নেতৃত্বে।

দ্বিতীয় পর্বের ব্রাহ্মসমাজ


বাহ্মসমাজ গুরুত্বপূর্ণ কিছু তথ্য
প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়
প্রতিষ্ঠা ১৮৩০ খ্রিষ্টাব্দ
নেতৃত্ব রাজা রামমোহন রায় সহ আরও কয়েকজন

রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর ব্রাহ্মসমাজ এর নতুন একটি মোর দেখা যায়। এবং এরপর থেকেই ব্রাহ্মসমাজের তৃতীয় পর্বের ঘটনা শুরু হয়।


চতুর্থ পর্বের ব্রাহ্মসমাজ


বাহ্মসমাজ গুরুত্বপূর্ণ কিছু তথ্য
নেতৃত্ব দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশব চন্দ্র সেন, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, বিজয় কৃষ্ণ গোস্বামী প্রমুখ

ব্রাহ্মসমাজের অংশ নেতৃত্বে সময়
আদি ব্রাহ্মসমাজ দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে গড়ে ওঠে ১৮৬৬ খ্রিষ্টাব্দে
ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ কেশবচন্দ্র সেনের নেতৃত্বে গড়ে ওঠে ১৮৬৬ খ্রিষ্টাব্দে
সাধারণ ব্রাহ্মসমাজ শিবনাথ শাস্ত্রী,বিজয় কৃষ্ণ গোস্বামী, আনন্দমোহন বসু প্রমুখের নেতৃত্বে গড়ে ওঠে। ১৮৭৮ খ্রিষ্টাব্দে
নববিধান কেশব চন্দ্র সেনের নেতৃত্বে গড়ে ওঠে। ১৮৮০ খ্রিষ্টাব্দে

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top