ব্রাহ্মসমাজ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা |
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় অথবা দশম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায় (History SAQ Question Answers For Madhyamik, WBCS,SSC,UPSC Etc ) সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে ব্রাহ্মসমাজ সম্পর্কে Most Important History SAQ Question Answer একটি ব্রাহ্মসমাজ সম্পর্কে একটি তালিকা তোমাদের সঙ্গে শেয়ার করবো।
মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উওর || ব্রাহ্মসমাজ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা || সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা
1- ব্রাহ্মসভা কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর : রাজা রামমোহন রায়।
2- ব্রাহ্ম সভা কবে গঠিত হয়েছিল?
উত্তর : ১৮২৮ খ্রিস্টাব্দে।
3- ব্রাহ্মসমাজ কবে গঠিত হয়েছিল?
উত্তর : ১৮৩০ খ্রিস্টাব্দে।
4- ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : রাজা রামমোহন রায়।
5- দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ব্রাহ্মসমাজে যোগ দিয়েছিলেন?
উত্তর : ১৮৩৩ খ্রিস্টাব্দে।
6- ব্রাহ্মসমাজের কোন নেতা ব্রহ্মানন্দ নামে কে পরিচিত ছিলেন?
উওর : কেশবচন্দ্র সেন।
7- কেশব চন্দ্র সেন কবে ব্রাহ্মসমাজের যোগ দিয়েছিলেন?
উওর : ১৮৫৮ খ্রিস্টাব্দে।
8- ব্রাহ্মসমাজের কোন নেতা গোসাইজি নামে পরিচিত ছিলেন? অথবা কাকে গোসাইজি বলা হত?
উওর : ব্রাহ্মসমাজের নেতা বিজয় কৃষ্ণ গোস্বামীকে গোসাইজি বলা হত।
9- ব্রাহ্মসমাজের কোন আন্দোলনের ফলে তিন আইন পাশ হয়েছিল?
উওর : ব্রাহ্ম সমাজের বাল্যবিবাহ বিরোধী আন্দোলনের ফলে তিন আইন পাশ হয়েছিল।
10- ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উওর : কেশব চন্দ্র সেন।
প্রথম পর্বের ব্রাহ্মসমাজ
ব্রাহ্মসভা। | গুরুত্বপূর্ণ তথ্য |
---|---|
প্রতিষ্ঠাতা | রাজা রামমোন রায় |
প্রথম নাম | ব্রাহ্মসভা |
প্রতিষ্ঠা | ১৮২৮ খ্রিষ্টাব্দ |
আন্দোলন | সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন |
সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনের নেতা | রাজা রামমোহন রায়ের নেতৃত্বে। |
বাল্যবিবাহ বিরোধী আন্দোলন | কেশবচন্দ্র সেনের নেতৃত্বে। |
দ্বিতীয় পর্বের ব্রাহ্মসমাজ
বাহ্মসমাজ | গুরুত্বপূর্ণ কিছু তথ্য |
---|---|
প্রতিষ্ঠাতা | রাজা রামমোহন রায় |
প্রতিষ্ঠা | ১৮৩০ খ্রিষ্টাব্দ |
নেতৃত্ব | রাজা রামমোহন রায় সহ আরও কয়েকজন |
রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর ব্রাহ্মসমাজ এর নতুন একটি মোর দেখা যায়। এবং এরপর থেকেই ব্রাহ্মসমাজের তৃতীয় পর্বের ঘটনা শুরু হয়।
চতুর্থ পর্বের ব্রাহ্মসমাজ
বাহ্মসমাজ | গুরুত্বপূর্ণ কিছু তথ্য |
---|---|
নেতৃত্ব | দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশব চন্দ্র সেন, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, বিজয় কৃষ্ণ গোস্বামী প্রমুখ |
ব্রাহ্মসমাজের অংশ | নেতৃত্বে | সময় |
---|---|---|
আদি ব্রাহ্মসমাজ | দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে গড়ে ওঠে | ১৮৬৬ খ্রিষ্টাব্দে |
ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ | কেশবচন্দ্র সেনের নেতৃত্বে গড়ে ওঠে | ১৮৬৬ খ্রিষ্টাব্দে |
সাধারণ ব্রাহ্মসমাজ | শিবনাথ শাস্ত্রী,বিজয় কৃষ্ণ গোস্বামী, আনন্দমোহন বসু প্রমুখের নেতৃত্বে গড়ে ওঠে। | ১৮৭৮ খ্রিষ্টাব্দে |
নববিধান | কেশব চন্দ্র সেনের নেতৃত্বে গড়ে ওঠে। | ১৮৮০ খ্রিষ্টাব্দে |