স্বত্ববিলোপ নীতি কী? কে এবং কবে প্রবর্তন করেন? এর উদ্দেশ্য কী ছিল? || WB Class 12 History Notes

0

 

স্বত্ববিলোপ নীতি কী? কে এবং কবে প্রবর্তন করেন? এর উদ্দেশ্য কী ছিল? || WB Class 12 History Notes
WB Class 12 History Notes 

স্বত্ববিলোপ নীতি কী? 

উওরঃ ১৭৯৮ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার ভারতের অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগের পর ভারতীয় দেশীয় রাজ্যগুলিকে সম্পূর্ণভাবে ব্রিটিশ শাসনভুক্ত অথবা দেশীয় রাজ্যগুলোকে নিজেদের দখলে রাখার জন্য তারা স্বত্ববিলোপ নীতি ঘোষণা করে। 

স্বত্ববিলোপ নীতি বলতে কী বোঝায়? 

স্বত্ববিলোপ নীতি বলতে এমন এক নীতিকে বোঝায় যে, নীতির মাধ্যমে ব্রিটিশ সরকার এই নিয়ম চালু করে যার মাধ্যমে যদি কোনো দেশীয় রাজার নিজের কোনো পুত্র সন্তান না থাকে,  তাহলে সেই রাজা কোনো দত্তপুত্র গ্রহণ করতে পারবে না। যার ফলে একটি নির্দিষ্ট সময় পর যখন সেই রাজা তার রাজ্য শাসন করতে পারবে না অথবা যখন রাজার মৃত্যু হবে তখন সেই রাজার কোনো পুত্র বা যোগ্য উত্তরাধিকারী না থাকার কারণে সেই রাজ্যটি শাসকহীন হয়ে পড়বে। হলে ব্রিটিশ সরকার সেই রাজ্যকে সঠিকভাবে শাসন করার জন্য অথবা পরিচালনা করার জন্য রাজ্যটি তারা ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করবে।।

স্বত্ববিলোপ নীতি প্রবর্তনের উদ্দেশ্যঃ-

স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করার মাধ্যমে ব্রিটিশ সরকারের মূল উদ্দেশ্য ছিল দেশীয় রাজ্যগুলিকে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে ভারতে ব্রিটিশ শাসনের মেয়াদ আরো বৃদ্ধি করা এবং ব্রিটিশ সরকারের শক্তি বৃদ্ধি করা। 

স্বত্ববিলোপ নীতির প্রয়োগঃ-

মূলত উপরোক্ত উদ্দেশ্যকে সামনে রেখেই বড়লাট লর্ড ডালহৌসি ভারতের স্বত্ববিলোপ নীতি প্রবর্তন করেন। ভারতে ১৮৪৮ থেকে ১৮৫৬ খ্রিস্টাব্দ অবধি লর্ড ডালহৌসির দ্বারা এই নীতি প্রয়োগ করা হয়েছিল।। লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতির প্রয়োগ ঘটিয়ে বিভিন্ন রাজ্যের শাসন ক্ষমতায় হস্তক্ষেপ করেন। স্বত্ববিলোপ নীতির দুটি দিক ছিল—

1- রাজ্য অধিকার :- ডালহৌসি স্বত্ববিলোপ নীতির মাধ্যমে সাতারা (১৮৪৮ খ্রি.) জয়েৎপুর, সম্বলপুর, বাঘাট ও ভগৎ (১৮৫০ খ্রি.) উদয়পুর (১৮৫২ খ্রি.) করৌলি, ঝাঁসি ও নাগপুর (১৮৫৪ খ্রি.) প্রভৃতি রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন।

2-রাজার পদমর্যাদা বাতিল :- স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে ডালহৌসি কয়েকজন রাজার পদমর্যাদা ও ভাতা বাতিল করেন। পেশোয়া দ্বিতীয় বাজীরাও-এর মৃত্যুর (১৮৫১ খ্রি.) পর তাঁর দত্তক পুত্র নানাসাহেবের বৃত্তি ও পেশোয়া উপাধি বাতিল করা হয়। কর্ণাটকেও অনুরূপ ব্যবস্থা নেওয়া হয় (১৮৫৩ খ্রি.)।

Tags : History Notes | History Question Answer | History Suggestion | History PDF | Modern Indian History PDF | Indian History Question Answer | Class 12 History Question Answer | WBBCHSE Class 12 History Question Answer 


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top