History GK Question Answer For WBCS |
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের Job Exams or Competitive Exams যেমন - WBCS Exam, Bank, Railway,SSC ইত্যাদি পরিক্ষার জন্য, Modern Age History Of India (আধুনিক ভারতের ইতিহাস) থেকে 1836 থেকে 1885 খ্রিষ্টাব্দের মধ্যে প্রতিষ্ঠিত বিভিন্ন সভা-সমিতি, রাজনৈতিক প্রতিষ্ঠান, তাদের প্রতিষ্ঠার সময়কাল এবং সেই সমস্ত সভা-সমিতি এবং রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কে বা কারা, সে সম্পর্কে থেকে বেশ কয়েকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ বা SAQ Question Answer "[1836-1885] রাজনৈতিক প্রতিষ্ঠান ও সভা-সমিতির তালিকা || History GK Question Answer For WBCS" (history gk mock test in bengali) তোমাদের সঙ্গে শেয়ার করবো।
ভারতীয় স্কুল-কলেজের প্রতিষ্ঠার সময় এবং প্রতিষ্ঠাতাদের নামের তালিকা | ||
সভা / সমিতি / প্রতিষ্টানেের নাম | প্রতিষ্ঠাতা | প্রতিষ্ঠাকাল - খ্রিষ্টাব্দ |
---|---|---|
বঙ্গভাষা প্রকাশিকা সভা | দ্বারকনাথ ঠাকুর,প্রসন্ন কুমার ঠাকুর,কালীনাথ রায়,গৌর শংকর ভট্টাচার্য প্রমুখ | ১৮৩৬ |
জ্ঞান চন্দ্রোদয় সভা | শ্যামচরণ শর্মা | ১৮৩৬ |
জমিদার সভা | দ্বারকানাথ ঠাকুর এবং রাধাকান্ত দেব | ১৮৩৮ |
ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি | উইলিয়াম অ্যাডাম | ১৮৩৯ |
বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি | দ্বারকানাথ ঠাকুর | ১৮৪৩ খ্রিস্টাব্দ |
ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন | দেবেন্দ্রনাথ ঠাকুর | ১৮৫১ |
বোম্বাই অ্যাসোসিয়েশন | জগন্নাথ শংকর শেঠ | ১৮৫২ খ্রিস্টাব্দ |
ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন | দাদাভাই নওরোজি | ১৮৬৬ খ্রিষ্টাব্দ |
ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন | মেরি কার্পেন্টার | ১৮৬৭ |
পুনা সার্বজনীন সভা | এস.এইচ.চিপলংকার, জি.ভি.যোশি,মহাদেব গোবিন্দ রানাডে | ১৮৬৭ খ্রিষ্টাব্দে |
হিন্দু মেলা | নবগোপাল মিত্র | ১৮৬৭ |
ইন্ডিয়ান সোসাইটি | আনন্দমোহন বসু | ১৮৭২ খ্রিস্টাব্দ |
ইন্ডিয়ান লীগ | শিশির কুমার ঘোষ | ১৮৭৫ খ্রিস্টাব্দ |
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন | সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় | ১৮৭৬ খ্রিষ্টাব্দ |
মাদ্রাজ মহাজন সভা | জি.এস.আয়ার, আনন্দ চারুলু | ১৮৮৪ খ্রিষ্টাব্দ |
বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন | ফিরোজ শাহ মেহতা, বদরুদ্দীন তৈয়াবজি, কে.টি.তেলাং | ১৮৮৫ |
জাতীয় কংগ্রেস | অ্যালান অক্টাভিয়ান হিউম | ১৮৮৫ খ্রিস্টাব্দ |
এই তালিকার পিডিএফ ফাইলটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন👇
Click On- Download
Tags :
ভারতের সভা-সমিতি এবং রাজনৈতিক দলের তালিকা | বিভিন্ন সভা সমিতি এবং রাজনৈতিক প্রতিষ্ঠানের তালিকা | সভা-সমিতি, তাদের প্রতিষ্ঠার সময়কাল এবং প্রতিষ্ঠাতাদের নামের তালিকাi | history mcq questions for competitive exams | important questions of history for competitive exams | ইতিহাস কুইজ ও প্রশ্ন উওর | ইতিহাস MCQ For Competitive Exam | আধুনিক ভারতের ইতিহাস MCQ | ভারতের সভার সমিতির তালিকা ভারতীয় সভা সমিতির পিডিএফ | ভারতের সভা সমিতি এবং রাজনৈতিক দলের তালিকা | online history mock test in bengali | history related questions for competitive exams | modern history mcq for competitive exam | top history questions for competitive exams | history gk for competitive exam | history mock test in bengali | modern history questions for competitive exams | history important questions for competitive exams | ancient history questions for competitive exams | history mcq for competitive exam | history questions for competitive exams