কৃষিজ ফসল, গবেষণাগার এবং প্রথম স্থান অধিকারী রাজ্যের PDF তালিকা || Geography Question Answer For Class 10 & WBCS

0

 

কৃষিজ ফসল, গবেষণাগার এবং প্রথম স্থান অধিকারী রাজ্যের তালিকা || Geography Question Answer For Class 10 & WBCS
মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উওর


আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় বা দশম শ্রেণির ভূগোল পঞ্চম অধ্যায় ভারতের প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় - ভারতের বিভিন্ন অর্থকরী ফসলের নাম, ফসলের গবেষণায়গার, এবং পৃথিবীতে তাদের স্থান এবং উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্যের একটি PDF তালিকা তোমাদের সামনে তুলে ধরবো। আজকের এই ব্লগ পোস্টটি শুধুমাত্র মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য নয়, আজকের এই ব্লগটি সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।।


কৃষিজ ফসল, গবেষণাগার এবং প্রথম স্থান অধিকারী রাজ্যের তালিকার PDF File এর লিঙ্ক নিচে দেওয়া আছে, চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারো।


কৃষিজ ফসল, গবেষণাগার এবং প্রথম স্থান অধিকারী রাজ্যের PDF তালিকা || Geography Question Answer For Class 10 & WBCS


1- ভারতের ধান গবেষণাগারটি কোথায় অবস্থিত?

উওর : কটকে (ওড়িশা) ও চুঁচুড়ায় (পশ্চিমবঙ্গ)

2- ধান উৎপাদনে ভারত পৃথিবীতে কত নম্বর স্থান অধিকার করেছে?

উওর : দ্বিতীয় স্থান অধিকার করেছে। 

3- কোন রাজ্যে ভারতের সবচেয়ে বেশি ধান উৎপাদন হয়? অথবা কোন রাজ্য টি ধান উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করেছে?

উওর : পশ্চিমবঙ্গ ( হেক্টর প্রতি ধান উৎপাদনে পাঞ্জাব ভারতের প্রথম )

4- ভারতের গম গবেষণাগারটি অবস্থিত? 

উওর : ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগারটি দিল্লির পুসায় অবস্থিত।

5- গম উৎপাদনে ভারত পৃথিবীতে কত নং স্থান অধিকার করেছে? 

উওর : দ্বিতীয় স্থান অধিকার করেছে।

6- গম উৎপাদনে কোন রাজ্যটি প্রথম স্থান অধিকার করেছে?

উওর : উত্তর প্রদেশ।

7- ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি মিলেট চাষ হয়? বা মিলেট উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে?

উওর : মহারাষ্ট্র। 

8- ভারতের মিলেট গবেষণাগার টি কোথায় অবস্থিত? 

উওর : যোধপুর, হায়দ্রাবাদে

9- ভারতের ইক্ষু গবেষণাগারটি কোথায় অবস্থিত?

উওর : উত্তরপ্রদেশের লখনৌতে

10- ইক্ষু উৎপাদনে ভারত পৃথিবীতে কত নং স্থান অধিকার করেছে?

উওর : দ্বিতীয়

11- ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি ইক্ষু চাষ হয়? বা ইক্ষু উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে?

উওর : উত্তর প্রদেশ।

12- ভারতের কার্পাস গবেষণাগারটি কোথায় অবস্থিত?

উওর : মহারাষ্ট্রের নাগপুরে।

13- ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কার্পাস চাষ হয়? বা কার্পাস উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে?

উওর : মহারাষ্ট্র।

14- কার্পাস উৎপাদনে ভারত পৃথিবীতে কত নং স্থান অধিকার করেছে?

উওর : দ্বিতীয় স্থান

15- ভারতের কেন্দ্রীয় চা গবেষণাগারটি কোথায় অবস্থিত?

উওর : অসমের জোড়হাটে অবস্থিত।

16- ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি চা চাষ হয়? বা চা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে?

উওর : অসম

17- চা উৎপাদনে ভারত পৃথিবীতে কত নং স্থান অধিকার করেছে?

উওর : চা উৎপাদনে ভারত বিশ্বে প্রথমস্থান অধিকার করেছে।

18- ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগারটি কোথায় অবস্থিত?

উওর : কর্নাটকের চিকমাগালুরে। 

19- ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কফি চাষ হয়? বা কফি উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে?

উওর : কর্নাটক

20- কফি উৎপাদনে ভারত পৃথিবীতে কত নং স্থান অধিকার করেছে?
উওর : কফি উৎপাদনে ভারত বিশ্বে ষষ্ঠ স্থান অধিকার করেছে।

কৃষিজ ফসল, গবেষণাগার এবং প্রথম স্থান অধিকারী রাজ্যের তালিকার PDF File টি ডাউনলোড করুন👇

Click করুন 👉👉 - Download 


Tags : geography mcq questions for competitive exams | important questions of geography for competitive exams | মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের কুইজ ও প্রশ্ন উওর | online geography mock test in bengali | geography related questions for competitive exams | modern geography mcq for competitive exam | top geography questions for competitive exams | geography gk for competitive exam | geography mock test in bengali | geography mcq for competitive exam | history questions for competitive exams 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top